Saturday, December 22, 2018

বরগুনা (Barguna) জেলা

বরগুনা জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮৩১.৩১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বরগুনার উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- বরগুনা সদর, পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: হরিণঘাটা, বিশখালী, মানিক, চঘাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বেতাগীর বিবিচিনি মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি, টেপুরার গাজী কালুর মাজার, চাওড়া পাতাকাটার মাটির দুর্গ।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কথাসাহিত্যিক সেলিনা হোসেন (পৈতৃক নিবাস লক্ষ্মীপুর), অধ্যাপক সৈয়দ ফজলুল হক, ডা. এন্তাজ উদ্দিন প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১০৯. বরগুনা-১ ও ১১০. বরগুনা-২।

No comments:

Post a Comment