Monday, December 24, 2018

মৌলভীবাজার (Moulvibazar) জেলা

মৌলভীবাজার জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৯৯.৩৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে হবিগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুরী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,০১৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: নবদিগন্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ধলাই, মনু প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: খোয়াজা মসজিদ, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধব মন্দির (হিন্দু ধর্মীয় প্রাচীন নিদর্শন), কুলাউড়া উপজেলার রঙ্গীরকুল বিদ্যাশ্রম (ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ), পৃথ্বিম পাশার নবাব বাড়ি, মজলিশ আলম নির্মিত মুঘল স্থাপত্য কীর্তি গয়ঘরের ঐতিহাসিক খোজার মসজিদ (চতুর্দশ শতাব্দী), হিন্দু সাধক  অজ্ঞান ঠাকুরের মন্দির, নির্মাই শিববাড়ি (১৪৫৪), ব্রাহ্মণগাঁয়ের কাজী খন্দকার (র)-এর মাজারের গায়েবী ইটের মসজিদ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বিচারপতি বদরুল ইসলাম চৌধুরী, ড. রঙ্গলাল সেন, এম. সাইফুর রহমান (সাবেক অর্থমন্ত্রী), সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী [জন্ম আসাম], দ্বিজেন্দ্র শর্মা, হযরত শাহ মোস্তফা (র) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৩৫. মৌলভীবাজার-১, ২৩৬. মৌলভীবাজার-২, ২৩৭. মৌলভীবাজার-৩ ও ২৩৮. মৌলভীবাজার-৪।

No comments:

Post a Comment