Thursday, December 20, 2018

বরিশাল (Barishal) জেলা

বরিশাল জেলা





প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৯৭ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৮৪.৫২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা, পূর্বে লক্ষ্মীপুর ও ভোলা জেলা এবং মেঘনা নদী, পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১০টি- বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া।

প্রশ্ন: বরিশাল জেলার পুলিশ থানা কতটি?
উত্তর: ১০টি- বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝাড়া, গৌরনদী, বানাড়ীপাড়া ও কাজিরহাট।

প্রশ্ন: বরিশাল জেলার মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর: ৪টি- কোতোয়ালী, বন্দর, এয়ারপোর্ট ও কাউনিয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও উজিরপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১১৬টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, আড়িয়াল খাঁ, বিশখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, জোড় মসজিদ (ভাঁটিখানা), শের-এ-বাংলা জাদুঘর (চাখার), অক্সফোর্ড মিশন (বগুড়া রোড), কীর্তনখোলা গার্ডেন (চানমারী), শংকর মঠ (নতুন বাজার), জমিদার বাড়ি (মাধপ পাশা), দুর্গাসাগর (মাধপ পাশা), লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: শেরে বাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হক (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী), সৈয়দ আজিজুল হক (রাজনীতিবিদ), মেজর মোহাম্মদ আবদুল জলিল (৯নং সেক্টর কমান্ডার), বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, অশ্বিনীকুমার দত্ত (রাজনীতিবিদ ও লেখক), ড. সুরেন্দ্র নাথ, ড. কামাল হোসেন (রাজনীতিবিদ), আবদুর রহমান বিশ্বাস (সাবেক রাষ্ট্রপতি), আবু জাফর ওবায়দুল্লাহ (কবি), আব্দুল গাফফার চৌধুরী (লেখক), আবদুর রব সেরনিয়াবাত (রাজনীতিবিদ), আরজ আলী মাতুব্বর (দার্শনিক), আলতাফ মাহমুদ (সঙ্গীতশিল্পী), চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির [জন্ম রাঙামাটি], কুসুমকুমারী দাশ (কবি), জীবনানন্দ দাশ (কবি), রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (কবি), কবি সুফিয়া কামাল [পৈতৃক নিবাস কুমিল্লা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ১১৯. বরিশাল-১, ১২০. বরিশাল-২, ১২১. বরিশাল-৩, ১২২. বরিশাল-৪, ১২৩. বরিশাল-৫ ও ১২৪. বরিশাল-৬।

No comments:

Post a Comment