Wednesday, December 19, 2018

চুয়াডাঙ্গা (Chuadanga) জেলা

চুয়াডাঙ্গা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ জেলা এবং দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫২১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোকিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শ্যামনগর জমিদার বাড়ি, কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, ঘোলদাড়ি জামে মসজিদ, তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ, ঠাকুরপুর মসজিদ, শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, হাজার দুয়ারি স্কুল, কার্পাস ডাঙ্গা নীলকুঠি, ঘোলদাড়ি নীলকুঠি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: অশোক কুমার (মুম্বাইয়ের চলচ্চিত্র অভিনেতা), স্বর্ণকুমারী দেবী (রবীন্দ্রনাথের বোন), ডা. আসহাব-উল-হক, কবি ইব্রাহিম কাজী প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৯. চুয়াডাঙ্গা-১ ও ৮০. চুয়াডাঙ্গা-২।


No comments:

Post a Comment