| সিলেট জেলা | 
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর: ১৭ মার্চ ১৭৭২। 
প্রশ্ন: আয়তন কত? 
উত্তর: ৩,৪৫২.০৭ বর্গকিলোমিটার। 
প্রশ্ন: সীমা কি? 
উত্তর: উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পশ্চিমে
সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা, পূর্বে ভারতের করিমগঞ্জ ও কাছাড় জেলা। 
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি? 
উত্তর: ১৩টি- সিলেট সদর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ,
গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর, গোপালগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগর।
প্রশ্ন: সিলেট জেলার পুলিশ থানা কতটি? 
উত্তর: ১১টি- ওসমানী নগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ,
গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর ও গোপালগঞ্জ। 
প্রশ্ন: সিলেট জেলার মেট্রোপলিটন থানা কতটি? 
উত্তর: ৬টি- জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালী মডেল থানা ও
দক্ষিণ সুরমা। 
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি? 
উত্তর: ৪টি- কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ। 
প্রশ্ন: ইউনিয়ন কতটি? 
উত্তর: ১০৫টি। 
প্রশ্ন: গ্রাম কতটি? 
উত্তর: ৩,২০৬টি। 
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি? 
উত্তর: অগ্রযাত্রা। 
প্রশ্ন: নদ-নদী কি কি? 
উত্তর: সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, গোয়াইন প্রভৃতি। 
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি? 
উত্তর: হযরত শাহজালাল (র) এবং হযরত শাহপরান (র)-এর মাজার, আলী আমজাদের ঘড়িঘর, কিন
ব্রীজ, চাঁদনী ঘাটের সিঁড়ি, কালী মন্দির-কালীঘাট, তামাবিল জাফলং, জাফলং লেক, জৈন্তাপুর
এলাকার চা বাগান, ছাতক, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, হরিপুর গ্যাসক্ষেত্র, তেল উৎপাদন কেন্দ্র
প্রভৃতি। 
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে? 
উত্তর: মহাম্মদ আতাউল গণি ওসমানী (মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি), বিচারপতি আব্দুস
সাত্তার, কবি দিলওয়ার, হুমায়ুন রশীদ চৌধুরী (সাবেক স্পীকার), আবুল মাল আবদুল মুহিত
(অর্থমন্ত্রী), তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, গোবিন্দচন্দ্র
দেব (দার্শনিক ও শিক্ষাবিদ) প্রমুখ। 
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২২৯. সিলেট-১, ২৩০. সিলেট-২, ২৩১. সিলেট-৩, ২৩২. সিলেট-৪, ২৩৩. সিলেট-৫
ও ২৩৪. সিলেট-৬। 
No comments:
Post a Comment