Showing posts with label পড়াশোনা. Show all posts
Showing posts with label পড়াশোনা. Show all posts

Wednesday, February 15, 2023

ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | অধ্যায় ১ : সংখ্যার গল্প (৮-১৫)

 



৮। অঙ্কপাতন কী?

উত্তর: ৯ অপেক্ষা বড় সব সংখ্যাই দু্ই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে ১০টি প্রতীকই ব্যবহার করা হয়। যেমন: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

৯। স্থানীয় মান কী?

উত্তর: সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়।


১০। কোনো সংখ্যা লিখতে হলে কোন প্রতীকগুলো ব্যবহার করা হয়?

উত্তর: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

১১। স্বাভাবিক সংখ্যা কাকে বলে?

উত্তর: ১ থেকে শুরু করে সব ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন:

১, ২, ৩, ৪, ৫, ......... ইত্যাদি।

স্বাভাবিক সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা রয়েছে। যথা—

১. মৌলিক সংখ্যা ও

২. যৌগিক সংখ্যা

১. মৌলিক সংখ্যা: যেসব সংখ্যার গুণনীয়ক দুইটি, সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৪, ৫, ৭, ....ইত্যাদি।

২. যৌগিক সংখ্যা: যেসব সংখ্যার গুণনীয়ক দুইটির বেশি, তাদের যৌগিক সংখ্যা বলে। যেমন: ৪, ৬, ৮, ৯,..... ইত্যাদি।

১২। পূর্ণ সংখ্যা কী?

উত্তর: শূন্যসহ সব ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়। যেমন: ......... ৩, –২, –১, ০, ১, ২, ৩,..... ইত্যাদি।

১৩। ধনাত্মক সংখ্যা: শূন্য থেকে বড় সব বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন:

১, ২, ৫, ৭, ১২, ১৫.... ইত্যাদি।

১৪। ঋণাত্মক সংখ্যা: শূন্য থেকে ছোট সব বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন:

–৫, –৩, –২, –১, ইত্যাদি।

১৫। অঙ্কণাত্মক সংখ্যা: শূন্যসহ সব ধনাত্মক সংখ্যাকে অঙ্কণাত্মক সংখ্যা বলা হয়। যেমন:

০, ১, ২, ৪, ৬, ৭, ৯, ইত্যাদি।

Tuesday, February 14, 2023

ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | অধ্যায় ১ : সংখ্যার গল্প

 



অধ্যায় ১: সংখ্যার গল্প

প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষাক্রমের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অন্যান্য বইয়ের সাথে ষষ্ঠ শ্রেণির জন্য নতুন গণিত পাঠ্যপুস্তকটিও অনুমোদন করেছে। গণিত পাঠ্যপুস্তকটি তৈরির সময় দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যথা—

১. চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে–কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান এবং

২. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।

১। অঙ্ক কী?

উত্তর: সংখ্যা প্রকাশের সাংকেতিক চিহ্নকে অঙ্ক বলা হয়। যেমন: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এসব প্রতীককে সংখ্যাও বলা হয়।

২। অঙ্ক কয়টি?

উত্তর: ১০টি। যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।

৩। সার্থক অঙ্ক কয়টি?

উত্তর: ৯টি। যথা: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

৪। শূন্য কী?

উত্তর: শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বা সংখ্যা বলা হয়। শূন্য (০)–কে সহকারী বা ইংরেজিতে auxilary বলা হয়।

৫। সংখ্যা কী?

উত্তর: এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে যা গঠিত হয়, তাকে সংখ্যা বলে। যেমন: ১, ২, ৫, ১০, ২৫, ১২৩ ইত্যাদি।

৬। কোন গণিতবিদ সংখ্যা তৈরির পদ্ধতি বের করেছিলেন?

উত্তর: ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্য ভট্ট।

৭। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান কত?

উত্তর: শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়।

Sunday, December 11, 2022

পঞ্চম শ্রেণী || প্রাথমিক বিজ্ঞান || অধ্যায় ১২ || বর্ণনামূলক প্রশ্ন || পর্ব-২ || বৃত্তি পরীক্ষা

 


অধ্যায় ১২ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর :

১. প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সঙ্গে খাপ খাওয়ানো কীভাবে সম্পর্কিত?
উত্তর: জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের নির্গমন কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। এ জন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য জ্বালানিশক্তি যেমন– সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড হ্রাস করতে পারি।
দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমাতে পারি। অন্যদিকে পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া।
এ কারণেই জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়টি পরস্পর সম্পর্কযুক্ত।

 

২. প্রশ্ন: কীভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি?
উত্তর: জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। এ জন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ হ্রাস করতে পারি। এসব কর্মকাণ্ড দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করে।

৩. প্রশ্ন: পৃথিবীর বায়ুমণ্ডল কীভাবে গ্রিনহাউসের কাচের মতো কাজ করে?
উত্তর: শীতপ্রধান দেশে কাচের ঘর বানিয়ে বিভিন্ন গাছপালা লাগানো হয়। এ ধরনের ঘরকে গ্রিনহাউস বলে। এই ঘর তার ভেতরে সূর্যের তাপকে আটকে রাখে। ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব থাকে। কাচের ঘরের ভেতর এভাবে তাপ থেকে যাওয়ার বিষয়টিকে গ্রিন হাউসের প্রভাব বলে। পৃথিবীর বায়ুমণ্ডলও গ্রিনহাউসের মতো কাজ করে। পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্প গ্রিনহাউসের কাচের মতো কাজ করে। এই গ্যাসগুলো সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো বাধা সৃষ্টি করে না। ফলে পৃথিবী সূযের্র তাপে উত্তপ্ত হয়। এতে করে বায়ুমণ্ডলে তাপ জমা হতে থাকে এবং পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিনহাউসের কাচের মতো কাজ করায়, একে গ্রিনহাউসের সঙ্গে তুলনা করা হয়।

পঞ্চম শ্রেণী || প্রাথমিক বিজ্ঞান || অধ্যায় ১২ || সংক্ষিপ্ত প্রশ্ন || পর্ব-১ || বৃত্তি পরীক্ষা

 


১. প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়ন কী?
উত্তর: পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন।

২. প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী?
উত্তর: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা গ্রিনহাউস প্রভাব।

৩. প্রশ্ন: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও।
উত্তর: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া।

৪. প্রশ্ন: পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কী কী?
উত্তর: পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদীভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ।

৫. প্রশ্ন: ‘গ্রিনহাউস’ বলতে কী বোঝায়?
উত্তর: শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এ রকম ঘরকে গ্রিনহাউস বলে।

৬. প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তর: বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।

 

৭. প্রশ্ন: জলবায়ু বলতে কী বোঝো?
উত্তর: জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।

৮. প্রশ্ন: শীতপ্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয়?
উত্তর: শীতপ্রধান দেশে শীতের তীব্রতা থেকে গাছপালাকে বাঁচিয়ে রাখতে গ্রিনহাউস বানানো হয়।

৯. প্রশ্ন: আমাদের চারপাশের আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এটি নির্ণয় করতে কোন কোন বিষয় পর্যবেক্ষণ করতে হয়?
উত্তর: কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন নির্ণয় করতে যেসব বিষয় পর্যবেক্ষণ করতে হয়, সেগুলো হলো— ১. তাপমাত্রা ২. বৃষ্টিপাতের পরিমাণ ৩. কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা।

১০. প্রশ্ন: পৃথিবীর জলবায়ু কোন কারণে পরিবর্তিত হচ্ছে?
উত্তর: বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।

১১. প্রশ্ন: আমরা বিভিন্ন কাজে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি। এমন দুটি ব্যবহার লেখো।
উত্তর: জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন দুটি উদাহরণ হলো— ১. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ২. কলকারখানা।

১২. প্রশ্ন: কী কী বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে নিশ্চিত হতে পারি?
উত্তর: কয়েক বছরের তাপমাত্রা পরিবর্তন ও হিমালয় পর্বতের হিমবাহ গলনের হার থেকে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে নিশ্চিত হতে পারি।

পঞ্চম শ্রেণী || বাংলা || বৃত্তি পরীক্ষার প্রস্তুতি || পর্ব-১

 


বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করো

প্রশ্ন: দেশ হইল জননীর মতো।
উত্তর: দেশ হলো জননীর মতো।

প্রশ্ন: দেশকে ভালোবাসতে হইবে।
উত্তর: দেশকে ভালোবাসতে হবে।

প্রশ্ন: সবাইকে শ্রদ্ধা করিতে হইবে।
উত্তর: শ্রদ্ধা করতে হবে।

প্রশ্ন: ঘুরিয়া ঘুরিয়া দেশ দেখিব।
উত্তর: ঘুরে ঘুরে দেশ দেখব।

প্রশ্ন: ভালো কাজ করিবার ইচ্ছা থাকা দরকার।
উত্তর: ভালো কাজ করার ইচ্ছা থাকা দরকার।

প্রশ্ন: টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবে।
উত্তর: টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে। 

অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো

দুই বোন মা-বাবার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। জসীম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি। অনেক বড় হ মা। চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাব। দুই বোন খুশিতে হাততালি দেয়। মা-বাবা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জসীম মিয়া বাজারে যায়। সেখান থেকে দুই সের চাল-ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু।

উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো—
ক. জসীম মিয়া কে?
খ. স্কুলে যাওয়ার পথে দুই বোন বেণির সঙ্গে কী গেঁথে রাখে?
গ. কেন দুই বোন খুশিতে হাততালি দেয়?
ঘ. জসীম মিয়া লেখাপড়ার জন্য মেয়েদের কোথায় পাঠাতে চায়?
ঙ. দুই বোন কীভাবে বড় হয়?

নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ করো

ক্ট = ক + ট = অক্টোপাস সামুদ্রিক প্রাণী।

ক্ত = ক + ত = সিংহ শক্তিশালী প্রাণী।

ক্ষ্ণ= ক + ষ + ণ = তীক্ষ্ণ মেধাবীরা জীবনে বড় হয়

গ্ন = গ + ন = সৌরভ মগ্ন হয়ে গান শুনছে

ঘ্ন = ঘ + ন = পড়ায় বিঘ্ন ঘটে, এমন কিছু কোরো না।

ঙ্ক = ঙ + ক = অঙ্কটা বেশ সহজ ছিল।

ঙ্খ = ঙ +খ = রাজকুমার পঙ্খিরাজে চড়ে উড়াল দেয়।

ক্ল = ক + ল = ক্লান্ত শরীরে বিশ্রাম প্রয়োজন।

ক্ষ = ক + ষ = প্রাণী, বৃক্ষলতা প্রকৃতির দান।

ক্স = ক + স = কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত।

গ্ধ = গ + ধ = সমুদ্র সৈকত দেখে মুগ্ধ হলাম।

আজ থেকেই প্রস্তুতি নাও বৃত্তি পরীক্ষার

 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি নির্দেশনাপত্র জারি করেছে। এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তোমাদের বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলা সদরে হবে এ পরীক্ষা। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ১০ শতাংশ পরীক্ষা দিতে পারবে বলে প্রাথমিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এত দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেওয়া হতো। যেহেতু সমাপনী পরীক্ষা বাদ দেওয়া হয়েছে, তাই বিকল্প হিসেবে পুরোনো পদ্ধতির মতো করে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তোমরা ৫ম শ্রেণিতে যে বিষয়ে পড়াশোনা করেছ, সে বিষয়গুলোর মধ্য থেকেই প্রশ্ন করা হবে। কী কী বিষয়ে কত নম্বরের প্রশ্ন হবে তা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। এখন তোমাদের কাজ হলো মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া।

তোমরা সারা বছরই শ্রেণিতে ও বাসায় বিষয়গুলো পড়েছ। বাষি৴ক পরীক্ষায় অংশ নিয়েছ, তাই প্রস্তুতি কিন্তু তোমার নেওয়া আছেই। এখন শুধু প্রয়োজন ভালো করে সঠিক নিয়মে রিভিশন দেওয়া।


বাংলা বিষয়ে এককথায় প্রকাশ, বিপরীত শব্দ, রচনা লেখো, ক্রিয়াপদের চলিতরূপ, চিঠিপত্র, পাঠ্যবইয়ের অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর লেখাগুেলা পড়বে। ইংরেজির Rearrange, Wh questions, English for Today বইয়ের Text–গুলো ভালো করে দেখে নেবে।

গণিতের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো খুবই দরকারি। চার প্রক্রিয়া–সম্পকি৴ত সমস্যা, গড়, শতকরা, জ্যামিতি ও সময়–সম্পকি৴ত অধ্যায়গুলো ভালো করে দেখে নেবে।

প্রাথমিক বিজ্ঞান, বাংলােদশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, মিলকরণ ও কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নগুলো দেখে নেবে।

পরীক্ষা হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। সে হিসাবে হাতে ১৮ থেকে ২০ দিনের মতো সময় পাবে। আজই একটা পড়ার রুটিন করে নাও। এতে তোমার প্রতিটি বিষয়ের রিভিশন সঠিকভাবে পরীক্ষার আগেই শেষ করতে পারবে।

গণিত নিয়মিত অনুশীলন করবে। বাংলা ও ইংরেজির বানানগুলো যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে।

অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য মানসিকভাবে সহায়তা দিন, উৎসাহ দিন। সে যাতে নিশ্চিন্তমনে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করবেন।

Friday, November 18, 2022

অষ্টম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

 

অষ্টম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)


১১. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বর্ণহীন 
গ. গন্ধহীন
গ. হালকা ধরনের 
ঘ. রঙিন ও গন্ধযুক্ত

১২. নিচের কোনটি প্রাণীপরাগী ফুল?
ক. জবা 
খ. শিমুল
গ. ধান 
ঘ. কচুরিপানা

১৩. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
ক. ফলে
খ. গর্ভমুণ্ডে
গ. পরাগধানীতে
ঘ. ফুলের পাপড়িতে

১৪. ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলে?
ক. পাপড়ি 
খ. বৃত্তি
গ. বৃন্ত 
ঘ. দল

১৫. ফুলের কুঁড়িতে রোজ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে কোনটি?
ক. বৃত্তি 
খ. দলমণ্ডল
গ. বৃত্ত 
ঘ. পাপড়ি

১৬. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো —
i. ফুল বড় হয়
ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii

১৭. নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ন
খ. পরাগনালি সৃষ্টি
গ. জননকোষ সৃষ্টি
ঘ. গর্ভাশয়

১৮. একটি ফুলের চতুর্থ স্তবক কোনটি?
ক. স্ত্রীস্তবক 
খ. বৃত্তি
গ. দল 
ঘ. পুষ্প

১৯. নিচের কোনটি কৃত্রিম অঙ্গজ প্রজননের সঙ্গে সম্পর্কিত?
ক. কন্দ 
খ. অফসেট
গ. কাটিং 
ঘ. রাইজোম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii

২০. স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হয়
ঘ. বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়



সঠিক উত্তর
১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ

Saturday, October 15, 2022

অষ্টম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

১. নিম্ন শ্রেণির জীবে কোন ধরনের প্রজননের প্রবণতা বেশি?
ক. অযৌন 
খ. যৌন
গ. অঙ্গজ 
ঘ. উভয়

২. নিম্ন শ্রেণির উদ্ভিদে কিসের মাধ্যমে বংশ রক্ষা করে?
ক. বীজ 
খ. স্পোর
গ. ফুল 
ঘ. পরাগায়ন

৩. আলু, আদা মিষ্টি আলু নিচের কোনটি উদাহরণ?
ক. টিউবার 
খ. রাইজোম
গ. বাল্ব 
ঘ. স্টোলন

৪. স্টোলনের অগ্রভাগে কী উত্পন্ন হয়?
ক. মুকুল                 
খ. চোখ
গ. কন্দ                    
ঘ. কুঁড়ি

৫. একটি আদর্শ উদ্ভিদের কয়টি অংশ থাকে?
ক. দুই 
খ. তিন
গ. চার 
ঘ. পাঁচ

৬. নিচের কোনটিতে স্ব পরাগায়ন হয়ে থাকে?
ক. শিমুল 
খ. পেঁপে
গ. সরিষা 
ঘ. ধান

৭. উন্নত জাতের উদ্ভিদের জনন অঙ্গ কোনটি?
ক. ফুল 
খ. ফল
গ. পরাগ 
ঘ. কুঁড়ি

৮. গুচ্ছ ফল কোনটি?
ক. নয়নতারা 
খ. আম
গ. কলা 
ঘ. সরিষা

৯. বীজত্বকের বাইরের অংশকে কী বলে?
ক. বীজপত্র 
খ. বীজত্বক
গ. টেস্টা 
ঘ. টেগমেন

১০. বীজত্বকের ভেতরের অংশকে কী বলে?
ক. টেগমেন 
খ. টেষ্টা
গ. পত্র 
ঘ. বীজপত্র


সঠিক উত্তর
১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক

Friday, September 2, 2022

Write a letter to your friend describing the annual prize giving ceremony of your school




Write a letter to your friend describing the annual prize giving ceremony of your school ended yesterday.

Pabna
02 September 2022
Dear Murad,

I am very happy to receive your letter 10th instant. You asked me to give you a graphic description of the annual prize giving ceremony of our school. The prize giving ceremony of our school was held yesterday in the school compound. We decorated the school building very tastefully. The function began just at 10 am with recitation from the Holy Quran. The U.N.O was in the chair. The Headmaster read out his report. Then the main ceremony began. The Headmaster called each recipient by name and the president gave away the prizes and shook him by the hands. I got two prizes. When the formal meeting came to an end, we staged a short drama to entertain the guests which was highly appreciated by the audience. This being over, the Headmaster thanked the president for the trouble he took in coming to the function. A concluding song suited to the occasion was sung by a student of class 8.

I am very fine. Convey my good wishes to your parents. I shall be highly pleased if you give me a vivid description of yours.

Yours ever Hasan

Thursday, June 16, 2022

Write an application to the Headmaster for remission delay fine

 


Write an application to the Headmaster for remission delay fine.


16 June 2022
The Headmaster
Y. School, Dhaka
Subject: Remission delay fine.
Sir,
With due respect I beg to inform you that my father went to India for treatment three months before. For that reason I could not pay my tuition fees for the months of February, March and April. So my name has been struck off the rolls for non-payment of dues. I am now in a position to clear off all the dues because my father has come back from India and joined his office. It may also be mentioned that I have been doing well in all the examinations and my teachers have always been satisfied with my progress in studies.
I, therefore, pray and hope that you would kindly remit the delay fines and receive the usual fees only.
I remain
Sir,
Your most obedient pupil
Rubel
Class: VIII, Roll No. 3

Monday, June 13, 2022

Write A Paragraph About Importance Of Games And Sports In Our Life

 



Importance Of Games And Sports In Our Life

Games and sports play an important role in human life. There is a proverb that a sound mind lives in a sound body. Good health is attained by games and sports. The world can only be united through organizing games and sports. Men enjoy games and sports in two ways- playing and enjoying. They can get relieved of monotonous life by playing and enjoying games and sports. So, its importance beggars description. Sports are of great significance and benefits in our everyday life. They play a vital role in building up individual’s body and mind and also for developing harmony in the community. Both physical and mental health becomes benefited through sports. Games and sports are today a good source of earning money. They are also ambassadors of a country’s identity, pride and good wishes. The sports venue becomes a meeting place of people from different countries.

Saturday, June 11, 2022

Write A Paragraph About A Selfish Giant

 


A Selfish Giant

Once there was a beautiful garden. A Giant belonged to that garden. The Giant went far away. In the meantime, the children played in that garden. One day, the Giant came back and saw the children playing. He drove them away and then built a wall round the garden. The children could not enter into it. So, they could not play. It was winter. The garden was lifeless with no flowers, birds etc. Then the spring came. The Giant found that in spite of spring his garden remained lifeless. Then, one day hearing the chirping of a bird, he looked through his window and found the children playing in his garden and the garden was full of flowers and birds. He came towards his garden but the children seeing his coming, ran away and the garden became lifeless again. He understood the matter and felt sorry. He let them enter into the garden. The garden became lively again. Since then, the Giant became their friends.

Friday, June 10, 2022

Write A Paragraph About A Journey By Train

 



A Journey By Train

In the last autumn vacation, I got sufficient time. So, I made up my mind to make a journey by train from Khulna to Rajshahi. I reached the station about half an hour before the departure of the train. It was then a very busy time. Rickshaws, motor cars and other vehicles were coming to the station with passengers. After sometime hearing a whistle, the passengers stood in a queue before the ticket counter. I also stood in the line and bought a second class ticket. The right time the train came and the guard whistled and waved his flag. Everybody tried to get into the train fast. After much difficulty I got into a second class compartment. The compartment was full to its capacity. The train left the station. I looked outside and found the beauty of nature. The train was running through green paddy fields. There were jute and sugarcane plants here and there. They were tossing their heads in the breeze. The compartment presented a good scene. Some of the passengers were talking on various matters. Some were reading newspapers and magazines. Hawkers came up to us with their goods for sale. The train reached at the Rajshahi Station at 9 p.m. I got down. The journey in my heart I bore. It gave me much pleasure. Indeed it was one of the most memorable days in my life.

Thursday, June 9, 2022

Write A Paragraph About My Leisure Activities At School And At Home

 



My Leisure Activities At School And At Home

Everybody does something besides his usual duty. As a student, I also pass my leisure time doing something. At school, I usually pass my leisure time by playing and sometimes gossiping with my friends. Sometimes I along with my friends discuss about difficult subject matter. At home, I pass my leisure time working in my garden. I plant flower trees and vegetables in my garden. Sometimes my parents help me. Whenever I work in my garden, I sweat. Then I feel tired. When the flowers bloom, my heart fills with joy. Actually I do it to refresh my mind.

Tuesday, June 7, 2022

Write A Paragraph About Leisure Activities / Pastime

 


Leisure Activities / Pastime

Leisure plays a very significant role in the life of a man. During leisure a man does not generally do any income generating work. But leisure does never mean idleness. Leisure suggests a period when a man is not bound to do any scheduled job. In a leisure period a man can do some interesting things. Some people enjoy hearing music. There are some other people who enjoy gardening or reading book. Actually leisure is very stimulating for creativity. A man can easily flourish his creativity by doing some interesting things in his leisure time. Actually leisure provides a man with ample scope to have the refreshment of mind. It gives a man enthusiasm for further work. In many developed countires leisure activities are given special importance. In Germany, there is a German Leisure Association. In Bangladesh, the rural people enjoy gossiping during their leisure time. But in the busy cities people pass their leisure by watching television. However, leisure is part and parcel of our daily life. So it should be used properly.

Monday, June 6, 2022

Write A Paragraph About Florence Nightingale

 


Florence Nightingale

Florence Nightingale was born in Italy in 1820. Her father was a rich landlord. She studied nursing at Nurses’ Training Institute in Germany. She also went to France and learned about nursing. After receiving education, she returned to England. As she received education in nursing, she took job in a hospital in London. She did not like easy and pleasant occupation. Rather she devoted herself to the hard task of improving the hospitals. She visited London hospitals. She was shocked by the roughness and stupidity in those hospitals. Just then the Crimean War broke out. English soldiers went out singing to their death. But dreadful stories came home of wounded men being left to die. Everybody felt that something heroic must be done to put a stop to the sufferings of the brave soldiers. That was done by Florence Nightingale. She went to Crimea with a group of 38 nurses. She worked day and night to help the wounded soldiers. In a few months, she brought order and comfort. She returned to England. She became famous in Nursing. For her service to the suffering humanity, she was given the title the lady with the lamp. She set up Nightingale School for nurses in London. She died on 13 August in 1910.

Sunday, June 5, 2022

Write A Paragraph About Helen Keller

 


Helen Keller

Helen Keller was a great humanitarian. He was born in 1880 in Tuscumbia, Alabama, America. Her father was captain Arthur Keller and mother Katherine Adams Keller. Her family was not rich. The source of income of her family was cotton plantation. She was born as a healthy child. But in 1882 she became blind, deaf and dumb because of an attack of a high fever. She started her career as a teacher for the deaf in Horace Mann School. For the improvement of her communication skill for studying regular academic subjects, she attended the wright Humason School in New York city. Then she decided to receive higher education. She took admission in Cambridge School for Young Ladies. Later, she took graduation with honours degree from Redeliffe College. She worked althrough her life for the disabled people. She died on June 1, 1968, a few weeks short of her 88th birthday.

Saturday, June 4, 2022

Write A Paragraph About Begum Rokeya

 


Begum Rokeya

Begum Rokeya was a famous writer and a social worker. She lived in undivited Bengal in the early 20th century. She was born in a village called Pairabondh, Rangpur in 1880 in a rich family. Her father Jahiruddin Muhammad Abu Ali Haider Saber was an educated landlord. Rokeya was married to Khan Bahadur Sakhawat Hussain in 1896. Her husband was the Deputy Magistrate of Bhagalpur, now a district in the Indian State of Bihar. He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. She believed that women should have the same rights and opportunities as man in the society. So she fought for their cause throughout her life.

Friday, June 3, 2022

Write A Paragraph About A Fixed Price Shop

 


A Fixed Price Shop

A shop is a very familiar place to us. Generally it is available to the place where people live or use to move around. There are many kinds of shop around us. They have many names like grocery shop, variety store, cosmetics shop etc. But they have two forms. One is fixed price shop and another is variable pricing shop. The term, fixed price shop, is used to mean the price of goods or a service is not subject to bargaining in the shop. Ter term commonly indicates that an external agent, such as a merchant or the government, has set a price level, which may not be changed for individual sales. In the case of governments, this may be due to price controls. Finally it is clear to us that the fixed price shop is good because all the buyers take a thing at the same price from it.

Thursday, June 2, 2022

Write A Paragraph About A Home Maker

 



A Home Maker

A home maker is a person specially a woman who works at home and takes care of the house and family. She does every household work. She is always busy inside the house. She cooks food, washes cloth, cleans the house and does many other work of the family. She gives birth to children and takes care of them. She tries to keep the home neat and clean. In modern age, a home maker not only does the household activities but also manages the family. If a home maker is educated, she teaches her child/children at home. She takes her child/children to school. She also takes her child/children to a doctor when they fall sick. She takes care of their health. She shares everything with her life partner. She shares weal and woe of the family. She tries her best to maintain peace and happiness at the cost of her life. Indeed the importance of a home maker can not be described in words.