Showing posts with label অষ্টম শ্রেণী. Show all posts
Showing posts with label অষ্টম শ্রেণী. Show all posts

Monday, July 24, 2023

অষ্টম শ্রেণী : গণিত : অষ্টম অধ্যায় : চতুর্ভূজ : প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামন্তরিক।

প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামন্তরিক।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি চতুর্ভুজ। এর AD=BC, AB=CD এবং AD।।BC, AB।।CD. প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।

অঙ্কনঃ

A, C যোগ করি।

প্রমাণঃ

AB।।DC ও AC তাদের ছেদক

∴∠BAC=∠DCA [একান্তর কোণ]

আবার, AD।।BC ও AC তাদের ছেদক

∴∠DAC=∠BCA [একান্তর কোণ]

এখন, △ADC △ABC

BAC=∠DCA

DAC=∠BCA

AC সাধারণ বাহু

△ADC △ABC

তাহলে, ∠ABC=∠ADC

অনুরুপভাবে, ∠BAD=∠BCD

ABCD একটি সামন্তরিক।

অষ্টম শ্রেণী : গণিত : অষ্টম অধ্যায় : চতুর্ভূজ : প্রমাণ কর যে, সামন্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

প্রমাণ কর যে, সামন্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি সামন্তরিক যার একটি কর্ণ AC. প্রমাণ করতে হবে যে, AC কর্ণ ABCD সামন্তরিককে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ ABC ADC.

প্রমাণঃ

যেহেতু ABCD সামন্তরিক সেহেতু AB।।DC ও AD।।BC

এখন, AB।।DC ও AC তাদের ছেদক

∴∠BAC=∠DCA [একান্তর কোণ]

আবার, AD।।BC ও AC তাদের ছেদক

∴∠DAC=∠BCA [একান্তর কোণ]

এখন, △ADC △ABC

BAC=∠DCA

DAC=∠BCA

AC সাধারণ বাহু

△ADC △ABC (প্রমাণিত)


অষ্টম শ্রেণী : গণিত : চতুর্ভূজ : দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।।

অষ্টম শ্রেণী : গণিত : চতুর্ভূজ : দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।




সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।

প্রমাণঃ

△ABC

CO=AO [BO মধ্যমা বলে]

এখন, △COB △DOA

CO=AO [BO মধ্যমা বলে]

BO=DO [শর্তানুসারে]

∠COB=∠DOA [বিপ্রতীপ কোণ]

△COB △DOA

তাহলে, AD=CB

অনুরুপভাবে পাই, CD=AB

ABCD একটি সামন্তরিক (প্রমাণিত)

Thursday, February 16, 2023

অষ্টম শ্রেণি – বাংলা | পড়ে পাওয়া : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পড়ে পাওয়া


১. ‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯০ সালে         খ. ১৮৯৩ সালে
গ. ১৮৯৪ সালে         ঘ. ১৮৯৫ সােল

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
ক. ১৯৪০ সালে         খ. ১৯৫০ সালে
গ. ১৯৬০ সালে         ঘ. ১৯৭০ সালে

৪. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?
ক. চাটুয্যেদের         খ. মুখুয্যেদের
গ. বাড়ুয্যেদের         ঘ. গাঙ্গুলিদের

৫. চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ—
i. প্রচুর পাওয়া যায়
ii. খেতে অত্যন্ত সুস্বাদু
iii. নির্বিঘ্নে কুড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i             খ. i ও ii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৬. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক. শপথ         খ. বিশ্বাস
গ. সংশয়         ঘ. অনবরত

নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি দামি ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো, এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি, তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তা–ই করল।

৭. শচীর সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. বাদল         খ. বিধু
গ. কথক         ঘ. সিধু

৮. উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার করা যায়?
i. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ
ii. লোকলজ্জার ভয়ে ভীত
iii. অকল্যাণ চিন্তায় তাড়িত
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. i ও ii
গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৯. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?
ক. লেখক আর বিধু
খ. লেখক আর বাদল
গ. বিধু আর সিধু
ঘ. বিধু আর বাদল

১০. বাক্সটিতে নগদ কত টাকা ছিল?
ক. চল্লিশ         খ. পঞ্চাশ
গ. ষাট             ঘ. সত্তর


সঠিক উত্তর
পড়ে পাওয়া: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.খ

Friday, November 18, 2022

অষ্টম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

 

অষ্টম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)


১১. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বর্ণহীন 
গ. গন্ধহীন
গ. হালকা ধরনের 
ঘ. রঙিন ও গন্ধযুক্ত

১২. নিচের কোনটি প্রাণীপরাগী ফুল?
ক. জবা 
খ. শিমুল
গ. ধান 
ঘ. কচুরিপানা

১৩. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
ক. ফলে
খ. গর্ভমুণ্ডে
গ. পরাগধানীতে
ঘ. ফুলের পাপড়িতে

১৪. ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলে?
ক. পাপড়ি 
খ. বৃত্তি
গ. বৃন্ত 
ঘ. দল

১৫. ফুলের কুঁড়িতে রোজ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে কোনটি?
ক. বৃত্তি 
খ. দলমণ্ডল
গ. বৃত্ত 
ঘ. পাপড়ি

১৬. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো —
i. ফুল বড় হয়
ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii

১৭. নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ন
খ. পরাগনালি সৃষ্টি
গ. জননকোষ সৃষ্টি
ঘ. গর্ভাশয়

১৮. একটি ফুলের চতুর্থ স্তবক কোনটি?
ক. স্ত্রীস্তবক 
খ. বৃত্তি
গ. দল 
ঘ. পুষ্প

১৯. নিচের কোনটি কৃত্রিম অঙ্গজ প্রজননের সঙ্গে সম্পর্কিত?
ক. কন্দ 
খ. অফসেট
গ. কাটিং 
ঘ. রাইজোম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii

২০. স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হয়
ঘ. বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়



সঠিক উত্তর
১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ