Wednesday, December 19, 2018

ঝিনাইদহ (Jhenaidah) জেলা

ঝিনাইদহ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৯৬৪.৭৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঝিনাইদহ জেলার পূর্বে মাগুরা ও রাজবাড়ী জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে কুষ্টিয়া জেলা এবং দক্ষিণে যশোর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ঝিনাইদহ সদর, মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুণ্ডু, শৈলকুপা ও কালিগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ঝিনাইদহ, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১৪৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্ভাসিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা ও কুমার।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বেথুলী বটগাছ (অষ্টাদশ শতাব্দী, এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম বটগাছ বলে পরিচিত), গোড়াই মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), জোড় বাংলার মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গলাকাটা দীঘি ও গলাকাটা মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), চেরাগদানি মসজিদ ও দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), রানী মাতার দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), সওদাগরের দীঘি ও সওদাগরের মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গাজী হরিরোর গড় মসজিদ, শৈলকূপা জামে মসজিদ, রাম গোপাল মন্দির (শৈলকূপা), ঢোল সমুদ্র দীঘি (ঝিনাইদহ সদর), নলডাঙ্গা রাজবাড়ী ও মন্দির (কালীগঞ্জ), মনসা মন্দির (মহেশপুর), শ্রীকৃষ্ণ বলরাম দেব বিগ্রহ মন্দির (কালীগঞ্জ)।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ সিপাহি মো. হামিদুর রহমান [জন্ম চব্বিশপরগনা], কবি গোলাম মোস্তফা, পাগলা কানাই, বীজগণিত বিশারদ কেপি বসু, বিপ্লবী বীর বাঘা যতিন, তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র [জন্ম কলকাতা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৮১. ঝিনাইদহ-১, ৮২. ঝিনাইদহ-২, ৮৩. ঝিনাইদহ-৩ ও ৮৪. ঝিনাইদহ-৪।

No comments:

Post a Comment