Monday, December 17, 2018

সাতক্ষীরা (Satkhira) জেলা

সাতক্ষীরা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৫ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৮১৭.২৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, দেবহাটা, তালা, আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- সাতক্ষীরা ও কলারোয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৪৪০টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্বীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: রায়মঙ্গল, কালিন্দী, পাঙ্গাশিয়া, হাড়িয়াভাঙ্গা, মালঞ্চ, বেতনা, খোলাপেটুয়া প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সুন্দরবন, জাহাজমারী প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: রাজিয়া ফয়েজ (রাজনীতিবিদ), মোহাম্মদ ওয়াজেদ আলী (সাহিত্যিক), খান বাহাদুর আহসান উল্লাহ, প্রথম মুসলিম মহিলা কবি আজিজুননেছা খাতুন [জন্ম পশ্চিমবঙ্গ], সিকানদার আবু জাফর (সাহিত্যিক), ডা. এম আর খান (জাতীয় অধ্যাপক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১০৫. সাতক্ষীরা-১, ১০৬. সাতক্ষীরা-২, ১০৭. সাতক্ষীরা-৩ ও ১০৮. সাতক্ষীরা-৪।

No comments:

Post a Comment