Monday, December 17, 2018

খুলনা (Khulna) জেলা

খুলনা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৫ এপ্রিল ১৮৮২।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৪,৩৯৪.৪৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে সাতক্ষীরা জেলা এবং পূর্বে বাগেরহাট জেলা অবস্থিত।

প্রশ্ন: খুলনা জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি?
উত্তর: ৮টি- কোতয়ালি, খান জাহান আলী, দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা, লবণচড়া, আড়ংঘাটা ও হরিণটানা।

প্রশ্ন: খুলনা জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি?
উত্তর: ৯টি- রূপসা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা ও দীঘলিয়া।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- রূপসা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা ও দীঘলিয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- পাইকগাছা ও চালনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১২২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: মুকুলিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: রূপসা, পশুর, শিবসা, কপোতাক্ষ, ভদ্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সুন্দরবন, মংলা বন্দর, হাদিস পার্ক, কবি কৃষ্ণচন্দ্রের বাড়ি, বিএল কলেজ, প্রেম কানন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী (পণ্ডিত), বিচারপতি গাজী শামসুর রহমান, শেখ রাজ্জাক আলী (সাবেক স্পিকার), কাজী ইমদাদুল হক (সাহিত্যিক), কৃষ্ণচন্দ্র মজুমদার (কবি), আচার্ প্রফুল্লচন্দ্র রায় (রসায়ন শাস্ত্রবিদ), সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবী [জন্ম বর্ধমান] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৯৯. খুলনা-১, ১০০. খুলনা-২, ১০১. খুলনা-৩, ১০২. খুলনা-৪, ১০৩. খুলনা-৫ ও ১০৪. খুলনা-৬।

No comments:

Post a Comment