Tuesday, December 18, 2018

বাগেরহাট (Bagerhat) জেলা

বাগেরহাট জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৯৫৯.১১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে খুলনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- বাগেরহাট সদর, মোল্লারহাট, ফকিরহাট, মোংলা, কচুয়া, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ ও চিতলমারী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- বাগেরহাট, মোংলা পোর্ট ও মোড়েলগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সুরভিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মোংলা, মধুমতি, শীলা ও হরিণঘাটা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হযরত খান জাহান আলী (র)-এর মাজার, ষাট গম্বুজ মসজিদ, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, মোংলা সমুদ্রবন্দর, দুবলার চর, করমজল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হযরত খান জাহান আলী (র), ড. নীলিমা ইব্রাহিম (শিক্ষাবিদ), নরেশচন্দ্র সেন, বিধুভূষণ বসু প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৯৫. বাগেরহাট-১, ৯৬. বাগেরহাট-২, ৯৭. বাগেরহাট-৩ ও ৯৮. বাগেরহাট-৪।

No comments:

Post a Comment