Tuesday, December 18, 2018

নড়াইল (Narail) জেলা

নড়াইল জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৯৬৭.৯৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নড়াইলের পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, পশ্চিমে যশোর জেলা, উত্তরে মাগুরা জেলা এবং দক্ষিণে খুলনা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- নড়াইল, কালিয়া ও লোহাগড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৬৩৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা, কাজলা, মধুমতি, চিত্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: গোয়ালবাথান গ্রামের মসজিদ (অষ্টাদশ শতাব্দী), কদমতলার মসজিদ, নলদীর গাজীর দরগাহ, উজিরপুর রাজা কেশব রায়ের বাড়ি, জোড়বাংলা রাধা গোবিন্দ মন্দির (অষ্টাদশ শতাব্দী), লক্ষ্মীপাশার কালীবাড়ী, নিশিনাথতলা বড়দিয়ার মঠ, শিল্পী এসএম সুলতান চিত্র কর্মশালা।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: শেখ আবদুল সালাম (শহীদ বুদ্ধিজীবী), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, ড. নীহাররঞ্জন গুপ্ত (ঔপন্যাসিক), ড. মহেন্দ্র সরকার (দার্শনিক), এস.এম. সুলতান (চিত্রশিল্পী), কমল দাশগুপ্ত (পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৯৩. নড়াইল-১ ও ৯৪. নড়াইল-২।

No comments:

Post a Comment