Wednesday, December 19, 2018

মাগুরা (Magura) জেলা

মাগুরা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০৩৯.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর ও পশ্চিমে ঝিনাইদহ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১টি- মাগুরা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৭১১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বিকশিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার, মধুমতি, চিত্রা, ফটকী ও নবগঙ্গা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সিতারাম রাজার বাড়ির ধ্বংসাবশেষ, শাহ সুফি আ: হামীদ (র)-এর মাজার, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, কেশ সাগর (ধুয়াইল), গড়াই সেতু, নদের চাঁদের ঘাট, রাজা সত্যজিৎ রায়ের রাজবাড়ি, দেবল রাজার গড়, শ্রীপুরের বিরাট রাজার রাজবাড়ির স্মৃতিচিহ্ন, আঠার খাদার সিদ্ধেশ্বরী মঠ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফররুখ আহমদ (কবি), ডা. লুৎফর রহমান (প্রাবন্ধিক), অধ্যাপক সৈয়দ আলী আহসান, শহীদ সিরাজ উদ্দিন হোসেন (সাংবাদিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৯১. মাগুরা-১ ও ৯২. মাগুরা-২।

No comments:

Post a Comment