Tuesday, December 18, 2018

যশোর (Jashore) জেলা

যশোর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৮১ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৬০৬.৯৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: যশোর জেলার উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া, শার্শা, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও চৌগাছা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর ও ঝিকরগাছা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৯১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৪১৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বর্ণময়।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কপোতাক্ষ, ভৈরব, ভদ্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নবাব মীর জুমলার বাড়ি, সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, হাজী মোহাম্মদ মুহসীনের নির্মিত ইমাম বাড়ি, মণিহার সিনেমা হল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ মনিরুজ্জামান (কবি, গীতিকার), মাইকেল মধুসূদন দত্ত (কবি ও নাট্যকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৮৫. যশোর-১, ৮৬. যশোর-২, ৮৭. যশোর-৩, ৮৮. যশোর-৪, ৮৯. যশোর-৫ ও ৯০. যশোর-৬।

No comments:

Post a Comment