চাঁদপুর জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৬৪৫.৩২ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মেঘনা নদী, শরীয়তপুর ও বরিশাল জেলা, উত্তরে
মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরিশাল জেলা।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি
ও ফরিদগঞ্জ।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- চাঁদপুর, শাহরাস্তি, মতলব, ছেংগারচর, হাজীগঞ্জ, কচুয়া, নারায়ণপুর ও
ফরিদগঞ্জ।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৯টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৩০টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সুদীপ্ত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, ডাকাতিয়া প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হাজীগঞ্জ বড় মসজিদ, স্মৃতিস্তম্ভ অঙ্গীকার, নদী গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোস্তফা হারুন কুদ্দুস হালী (স্থপতি), মেজর রফিকুল ইসলাম বীরি উত্তম (১নং
সেক্টর কমান্ডার), মেজর আবু ওসমান চৌধুরী (৮নং সেক্টর কমান্ডার), মোহাম্মদ নাসিরউদ্দীন
(সওগাত সম্পাদক), মিজানুর রহমান চৌধুরী (সাবেক প্রধানমন্ত্রী) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ২৬০. চাঁদপুর-১, ২৬১. চাঁদপুর-২, ২৬২. চাঁদপুর-৩, ২৬৩. চাঁদপুর-৪ ও
২৬৪. চাঁদপুর-৫।
No comments:
Post a Comment