Thursday, December 13, 2018

লক্ষ্মীপুর (Lakshmipur) জেলা

লক্ষ্মীপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৮ ফেব্রুয়ারী ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪৪০.৩৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: লক্ষ্মীপুর জেলার পূর্বে নোয়াখালী জেলা, পশ্চিমে বরিশাল ও ভোলা জেলা, উত্তরে চাঁদপুর জেলা ও দক্ষিণে নোয়াখালী জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৪৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রস্ফুটিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা ও ডাকাতিয়া।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সাহাপুর নীল কুঠিবাড়ি, সাহাপুর সাহেব বাড়ি, দালাল বাজারের জমিদার বাড়ি, শ্রীগোবিন্দ মহাপ্রভুর জিউ আখড়া, দালাল বাজার মঠ, খেয়াসাগর দীঘি, ঐদারা দীঘি, কমলাসুন্দরী দীঘি, রায়পুরের কেরোয়া গ্রামের জীনের মসজিদ, বড় মসজিদ, রামগতির রানী ভবানী কামদা মঠ, শ্রীরামপুর রাজবাড়ি (রামগঞ্জ), শ্যামপুর দায়রা শরীফ, কচুয়া দরগাহ, হরিশচর দরগাহ, কাঞ্চনপুর দরগাহ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ উল্লাহ (সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার), ড. মুজাফফর আহমদ চৌধুরী (শিক্ষাবিদ), ড. আবদুল মতিন, ড. ওয়াহিদুল হক, ড. হাবিব উল্লাহ, আ.স.ম. আবদুর রব প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৭৪. লক্ষ্মীপুর-১, ২৭৫. লক্ষ্মীপুর-২, ২৭৬. লক্ষ্মীপুর-৩ ও ২৭৭. লক্ষ্মীপুর-৪।

No comments:

Post a Comment