Thursday, December 13, 2018

নোয়াখালী (Noakhali) জেলা

নোয়াখালী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮২১ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৬৮৫.৮৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নোয়াখালী জেলার পূর্বে ফেনী ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা জেলা, উত্তরে কুমিল্লা জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী সদর (সুধারাম), হাতিয়া, সোনাইমুড়ী, সুবর্ণচর ও কবিরহাট।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- নোয়াখালী, চাটখিল, চৌমুহনী, বসুরহাট, কবিরহাট, সোনাইমুড়ি, সেনবাগ ও হাতিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৯২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৬৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, ডাকাতিয়া, ফেনী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম ও জাদুঘর, চর বাটার ফরেস্ট, নিঝুম দ্বীপ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মুহাম্মদ হাবিবুর রহমান (শহীদ বুদ্ধিজীবী), আবু নছর মোহাম্মদ গাজীউল হক (ভাষা সৈনিক), সেলিনা পারভীন (শহীদ বুদ্ধিজীবী), মেজর জেনারেল এম.এ. (মুহম্মদ আবুল) মঞ্জুর (৮নং সেক্টর কমান্ডার), মোফাজ্জল হায়দার চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী), আবদুল মালেক উকিল (রাজনীতিবিদ), আবদুল হাকিম (কবি), শহীদ সার্জেন্ট জহুরুল হক (আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি), চিত্তরঞ্জন সাহা (প্রকাশক), নাট্যকার মুনীর চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী)[জন্ম মানিকগঞ্জ], আর্টিফিসার মো. রুহুল আমিন (বীরশ্রেষ্ঠ), কবির চৌধুরী (জাতীয় অধ্যাপক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২৬৮. নোয়াখালী-১, ২৬৯. নোয়াখালী-২, ২৭০. নোয়াখালী-৩, ২৭১. নোয়াখালী-৪, ২৭২. নোয়াখালী-৫ ও ২৭৩. নোয়াখালী-৬।

No comments:

Post a Comment