Wednesday, December 12, 2018

রাঙামাটি (Rangamati) জেলা

রাঙামাটি জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২০ জুন ১৮৬০।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৬,১১৬.১১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে ভারতের মিজোরামরাজ্য, পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য ও দক্ষিণে পার্বত্য বান্দরবান জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১০টি- রাঙামাটি সদর, বরকল, বাঘাইছড়ি, কাউখালি, জুড়াইছড়ি, লংগদু, নানিয়ার চর, কাপ্তাই, রাজস্থলি ও বিলাইছড়ি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- রাঙামাটি ও বাঘাইছড়ি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৫৫৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বনলতা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কর্ণফুলি, শঙ্খ, কাশালং, রানখিয়াং প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, উপজাতীয় জাদুঘর, চাকমা রাজবাড়ি, শুভলং ঝরনা, রাজবন বিহার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, মহারাজ ত্রিদিব রায়, মহারানী মেত্রী রায়, সন্তু লারমা, মণি স্বপন দেওয়ান, দীপংকর তালুকদার, চিত্রশিল্পী কনকচাপা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১টি- ২৯৯. পার্বত্য রাঙামাটি।

No comments:

Post a Comment