খাগড়াছড়ি জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ নভেম্বর ১৯৮৩।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৪৯.১৬ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে রাঙামাটি জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য,
উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলা অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মানিকছড়ি, পানছড়ি, লক্ষ্মীছড়ি, দীঘিনালা, মাটিরাঙা,
রামগড়া ও গুইমারা।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- খাগড়াছড়ি, মাটিরাঙা ও রামগড়া।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৮টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৭০২টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বর্ণিল।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: চেঙ্গী ও মাইনি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: আটুলিয়া পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, প্রাচীন বৌদ্ধ বিহার, পানছড়ি শান্তিপুর
অরণ্য কুটির, বিজিবি স্মৃতিসৌধ।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মহারানী নিহারদেবী, ডা. নীরুকুমার চাকমা, অনন্তকুমার কৃষ্ণা, কল্পরঞ্জন
চাকমা, আঃ ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১টি- ২৯৮. পার্বত্য খাগড়াছড়ি।
উল্লেখ যোগ্য ব্যক্তি বর্গের সংক্ষিপ্ত পরিচয় দিলে ভালো হতো
ReplyDeleteউল্লেখ যোগ্য ব্যক্তি বর্গের সংক্ষিপ্ত পরিচয় দিলে ভালো হতো
ReplyDelete