Friday, December 14, 2018

কুমিল্লা (Cumilla) জেলা

কুমিল্লা জেলা

প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৯০ সালে।

প্রশ্ন: কুমিল্লা জেলার পূর্ব নাম কি?
উত্তর: ত্রিপুরা।

প্রশ্ন: কবে ত্রিপুরা নাম বদলে কুমিল্লা নামকরণ করা হয়?
উত্তর: ১ অক্টোবর ১৯৬০।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,১৪৬.৩০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুমিল্লা জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ, দক্ষিণে নোয়াখালী ও ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চাঁদপুর, মুন্সিগঞ্জ এবং মেঘনা নদী।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৭টি- কুমিল্লা সদর, হোমনা, মেঘনা, লাকসাম, মুরাদনগর, দেবিদ্বার, করুড়া, দাউদকান্দি, বুড়িচং, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, তিতাস, মনোহরগঞ্জ, কুমিল্লা সদর (দক্ষিণ) ও লালমাই।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- লাকসাম, চান্দিনা, দাউদকান্দি, দেবিদ্বার, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও হোমনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৮৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৩,৫৩২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: পথিকৃৎ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, গোমতী, বুড়ি ও সালদা।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ময়নামতি পাহাড়, লালমাই পাহাড়, শালবন বিহার, কোটবাড়ি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), বাখরাবাদ গ্যাস উত্তোলন কেন্দ্র প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: নওয়াব ফয়জননেসা চৌধুরানী (সমাজসেবী), লে. কর্নেল আকবর হোসেন বীর প্রতীক, অধ্যাপক মুজাফফর আহমদ, খন্দকার মোশতাক আহমাদ (সাবেক রাষ্ট্রপতি), আখতার হামিদ খান (বার্ডের প্রতিষ্ঠাতা), কাজী জাফর আহমেদ (সাবেক প্রধানমন্ত্রী), অজিতকুমার গুহ (বুদ্ধিজীবী), বৃদ্ধদেব বসু (কবি, কথাসাহিত্যিক), শচীন দেববর্মণ (সংগীত শিল্পী), আবদুল কাদির (কবি), মেজর আবদুল গণি (ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- ২৪৯. কুমিল্লা-১, ২৫০. কুমিল্লা-২, ২৫১. কুমিল্লা-৩, ২৫২. কুমিল্লা-৪, ২৫৩. কুমিল্লা-৫, ২৫৪. কুমিল্লা-৬, ২৫৫. কুমিল্লা-৭, ২৫৬. কুমিল্লা-৮, ২৫৭. কুমিল্লা-৯, ২৫৮. কুমিল্লা-১০, ২৫৯. কুমিল্লা-১১,

No comments:

Post a Comment