Wednesday, December 12, 2018

ফেনী (Feni) জেলা

ফেনী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৯৯০.৩৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ফেনী জেলার উত্তরে কুমিল্লা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী ও দাগনভূঞা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ফেনী, দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৫৩টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ফেনী, মুহুরী, সেলোনাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ও বাসভাবন, চাঁদগাজী মসজিদ, ফেনী সরকারি কলেজ ভবন, মহিপালের বিজয় সিংহ দীঘি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বেগম খালেদা জিয়া (সাবেক প্রধানমন্ত্রী), আবদুস সালাম (ভাষা শহীদ), ওবায়েদ-উল হক (ঔপন্যাসিক), জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম, জাফর ইমাম বীর বিক্রম, স্যার এ এফ রহমান (শিক্ষাবিদ), জহির রায়হান (শহিদ বুদ্ধিজীবী), কর্নেল জাফর ইমাম, সেলিম আল দীন (নাট্যকার), শহীদুল্লাহ কায়সার (শহিদ বুদ্ধিজীবী), কাইয়ূম চৌধুরী (চিত্রশিল্পী), ওয়াসিফিয়া নাজরীন (পর্বতারোহী), এ বি এম মূসা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২৬৫. ফেনী-১, ২৬৬. ফেনী-২ ও ২৬৭. ফেনী-৩।

No comments:

Post a Comment