Tuesday, December 11, 2018

কক্সবাজার (Coxsbazar) জেলা

কক্সবাজার জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪৯১.৮৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে বান্দরবান জেলা ও মিয়ানমার, পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তরে চট্টগ্রাম জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- কক্সবাজার সদর, মহেশখালী, চকোরিয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া, টেকনাফ ও পেকুয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- কক্সবাজার, চকোরিয়া, মহেশখালী ও টেকনাফ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৮৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মাতামুহুরী, নাফ প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: কুতুবদিয়া বাতিঘর, হিমছড়ি, শাহ পরীর দ্বীপ, এলিফ্যান্ট পয়েন্ট, মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ইনানী সমুদ্র সৈকত প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ড. শাহজাহান মনির, আব্দুর রশিদ সিদ্দিকী, অধ্যাপক শমসের উদ্দিন আহমদ, মৌলভী ফরিদ আহমদ, কবি নুরুল হুদা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৯৪. কক্সবাজার-১, ২৯৫. কক্সবাজার-২, ২৯৬. কক্সবাজার-৩ ও ২৯৭. কক্সবাজার-৪।

No comments:

Post a Comment