বান্দরবান জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮ এপ্রিল ১৯৮১।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৪,৪৭৯.০১ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: বান্দরবান জেলার পূর্বে মিয়ানমার, পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা,
উত্তরে পার্বত্য রাঙামাটি জেলা এবং দক্ষিণে মিয়ানমার ও বঙ্গোপসাগর।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- বান্দরবান সদর, রোয়াংছড়ি, নাইখ্যংছড়ি, আলী কদম, রুমা, থানচি ও লামা।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- বান্দরবান ও লামা।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩১টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৫৫৪টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপ্তমান।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সাঙ্গু, শঙ্খ, মাতামুহুরী, বানখিয়াং প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: তাজিংডং পর্বতশৃঙ্গ (যা বিজয় বা মদক মুয়াল নামেও পরিচিত), কেওক্রাডং পর্বতশৃঙ্গ,
চিম্বুক পাহাড়, নীলগিরি, বগালেক, মেঘলা, প্রান্তিক লেক, পাহাড়ি ঝর্ণাধারা শৈল প্রপাত,
রিজুক রূপমুহুরী, বন প্রপাত, নীলাচল, শুভ্রনীলা, নৈসর্গিক শোভামণ্ডিত মিরিজা, সর্পিল
পাহাড়ি নদী শঙ্খ, মাতুমুহুরী এবং বাঁকখালী।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ইউ.কে. চিং মারমা (একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত), রাজা অং সু
প্রু মারমা প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১টি- ৩০০. পার্বত্য বান্দরবান।
No comments:
Post a Comment