Saturday, March 2, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৯


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৯



১) পড়ন্ত বস্তুর সূত্র কোন্ বিজ্ঞানী প্রদান করেন?
ক) আর্কিমিডিস খ) ডারউইন গ) গ্যালিলিও ঘ) সিভি রমন

২) তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
ক) নিউটন-কুলম্ব খ) নিউটন/কুলম্ব গ) ডাউন/ই.এস.ইউ চার্য ঘ) কোনটিই নয়

৩) আলট্রাসনোগ্রাফি কী?
ক) নতুন ধরনের এক্সরে খ) ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ

৪) শালবন কোন্ বনাঞ্চল হিসেবে পরিচিত?
ক) পত্রঝরা খ) চিরসবুজ গ) মিশ্র ঘ) ম্যানগ্রোভ

৫) পুরু কাঁচের গ্লাসে পানি রাখলে তা ফেটে যায়, কারণ-
ক) গ্লাস তাপ কুপরিবাহী বলে খ) গ্লাস তাপ সুপরিবাহী বলে গ) গ্লাসের ভিতরে এবং বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য ঘ) গ্লাসের ভিতরে এবং বাহিরের আয়তন প্রসারণের জন্য

৬) সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন্ ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক) উত্তল খ) অবতল গ) সমতল ঘ) গোলাকার


৭) বিবর্ধক কাঁচ কোন্ ধরনের বিম্ব গঠন করে?
ক) সোজা ও খর্বিত খ) সোজা ও বিবর্ধিত গ) উল্টো ও খর্বিত ঘ) উল্টো ও বিবর্ধিত

৮) কোনটি অপারেটিং সিস্টেম?
ক) বেসিক খ) উইন্ডোজ-২০০০ গ) কোবল ঘ) কোয়াট্রোপ্রো

৯) কম্পিউটারের হিসেবে নিকেশ করার জন্য নিচের কোন্ সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
ক) এম.এস.ওয়ার্ড খ) পাওয়ার পয়েন্ট গ) নোট প্যাড ঘ) এম.এস.এক্সেল

১০) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়-
ক) পিসি খ) সার্ভার গ) ওয়ার্কস্টেশন ঘ) হোস্ট

১১) ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
ক) বেলে মাটি খ) পলি মাটি গ) এঁটেল মাটি ঘ) দোঁ-আশ মাটি

১২) রাইজোবিয়াম কী?
ক) ব্যাকটেরিয়া খ) ভাইরাস গ) ছত্রাক ঘ) পরগাছা

১৩) উদ্ভিদ কোন্ মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
ক) ম্যাগনেশিয়াম খ) ফসফরাস গ) নাইট্রোজেন ঘ) পটাশিয়াম

১৪) কোনটি অটোফাইট নয়?
ক) জাম খ) কাঁঠাল গ) ব্যাঙের ছাতা বা ছত্রাক ঘ) শৈবাল

১৫) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
ক) ডারউইন খ) জোহান মেন্ডেল গ) থিওফ্রাস্টাস ঘ) ক্যারোলাস লিনিয়াস

১৬) কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি?
ক) গামা রশ্মি খ) বিটা রশ্মি গ) আলফা রশ্মি ঘ) এক্স রশ্মি

১৭) কোন্ মৌলটি হ্যালোজেনের অন্তর্ভূক্ত?
ক) সালফার খ) নাইট্রোজেন গ) অক্সিজেন ঘ) আয়োডিন

১৮) আয়োডিন পাওয়া যায়-
ক) লাইকোন খ) মিউকরে গ) এগারিকাসে ঘ) শৈবালে

১৯) কোন্ যৌগটি সবচেয়ে শক্তিশালী যৌগ?
ক) HCl খ) HClO4 গ) HCOOH ঘ) CH3COOH

২০) কোন্ মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়/ (Inert)?
ক) H খ) He গ) N ঘ) O




উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ

No comments:

Post a Comment