Showing posts with label প্রাথমিক শিক্ষক নিয়োগ. Show all posts
Showing posts with label প্রাথমিক শিক্ষক নিয়োগ. Show all posts

Tuesday, October 17, 2023

সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স

 


বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বেসিক বিল্ডিং কোর্স।

কোর্সটি করে যা শিখবেন

  • বিষয়ভিত্তিক স্ট্রং বেসিক তৈরির উপায়
  • পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই এর মাধ্যমে দুর্বল টপিক চিহ্নিত করা
  • সরকারি চাকরি প্রস্তুতির জন্য প্রতিটি বিষয়ের বেসিক টপিক

কোর্স সম্পর্কে বিস্তারিত

সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্সটি সম্পর্কে

আপনি কি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বিষয়ভিত্তিক বেসিকে দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না? আপনার জন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স”, যেখানে আমাদের অভিজ্ঞ ইন্সট্রাক্টররা আপনাদের বিষয়ভিত্তিক বেসিক মজবুত করার পেছনে জোর দিয়েছেন।

বিসিএস ও ব্যাংক ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ১১ থেকে ২০ গ্রেডে প্রতি বছর প্রচুর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু প্রতিটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ই নিয়োগপ্রাপ্ত হন ৩০ হাজার থেকে ৫০ হাজার সহকারী শিক্ষক। এছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগ হন আরো প্রায় ৫০ হাজার আবেদনকারী।

এই বিশাল সরকারি চাকরির বাজারে বিষয়ভিত্তিক বেসিকে দুর্বলতার কারণে এবং সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়েন। তাদের এই সমস্যার সহজ সমাধানের লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে “সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স”।

কোর্সটিতে থাকছে ৯৪টি রেকর্ডেড ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ ক্লাসনোট, ৯৪০টি কুইজ এবং তাদের সমাধান, ফেসবুকের গ্রুপের মাধ্যমে সরাসরি দিক নির্দেশনা, ফেসবুক গ্রুপে স্পেশালাইজড লাইভ ক্লাস। এছাড়া, প্রস্তুতি নিতে নিতে কোনো সমস্যার মুখোমুখি হলে তা সমাধানের জন্য আমাদের ফেসবুক গ্রুপ তো রয়েছেই। প্রতিটি ক্লাসের শেষে কুইজ এবং ক্লাস নোটের ব্যবস্থা থাকায় আপনি ক্লাস করার পরেই নিজেকে যাচাই করার সুযোগ পাবেন এবং নিজের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। এখনই এনরোল করে নিজের বিষয়ভিত্তিক দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠুন, এবং সরকারি চাকরির প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখুন।

কোর্সটি কাদের জন্য

  • যারা ১১-২০ গ্রেডের বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন
  • যেসব বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ব্যাংক জব ও বিসিএস-এর আগাম প্রস্তুতি নিচ্ছেন
  • যারা বারবার পরীক্ষা দিয়েও বেসিকে দুর্বলতা থাকার কারণে সরকারি চাকরির প্রথম ধাপ পার হতে পারছেন না

এই কোর্সের বৈশিষ্ট্য

  • স্মার্টবোর্ডের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকের সহজবোধ্য লেকচার
  • যেকোনো জায়গা থেকে নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার সুযোগ
  • কুইজ দেওয়ার পর পর সমাধানসহ উত্তর
  • লিডারবোর্ডের মাধ্যমে অন্যান্য প্রতিযোগীর সাথে নিজের প্রস্তুতি তুলনা করে দেখার সুযোগ
  • প্রতিটি লেকচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার জন্য গোছানো ক্লাস নোট
  • অফলাইন কোচিংয়ে যাতায়াতের কষ্ট দূর করতে যেকোনো সময় সব লার্নিং ম্যাটেরিয়াল অ্যাক্সেস করার সুবিধা
  • ২৪ ঘণ্টা অনলাইন সহায়তা

সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্সটি কেন করবেন

  • সুনির্ধারিত কিছু ভিডিও দেখার মাধ্যমে ১১-২০ গ্রেডের সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস সম্পূর্ণভাবে কভার করতে পারবেন।
  • ৯ম গ্রেডের চাকরি পরীক্ষার বেসিক ক্লিয়ার করতে পারবেন।
  • যেকোনো স্থানে যেকোনো সময় ক্লাসগুলো বারবার প্লে করেও দেখতে পারবেন।
  • মডেল টেস্টের মাধ্যমে সরকারি চাকরির জন্য নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাবেন।


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩

 


ঘরে বসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে শিক্ষক হবার স্বপ্ন পূরণে এনরোল করুন “প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩”

কোর্সটি করে যা শিখবেন

  • বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান ও গণিতের তথ্যবহুল ক্লাসের সাহায্যে নিজের সমস্যাগুলোর সঠিক সমাধান
  • পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক বাছাই প্রক্রিয়া এবং স্বল্প সময়ে অধিক প্রস্তুতির টিপস্ এন্ড ট্রিক্স
  • শিক্ষক নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষায় সফল হবার বাস্তবিক কৌশল
  • বিষয়ভিত্তিক জ্ঞানের স্বল্পতা দূরীকরণের উপায়সমূহ

কোর্স সম্পর্কে বিস্তারিত

“প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩” কোর্সটি কাদের জন্য

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত সরকারি-বেসরকারি যাবতীয় পরীক্ষাসমূহে সফল হতে চান যারা
  • কর্ম-ব্যস্ততার মাঝে অবসর সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গোছানো এবং কার্যকর প্রস্তুতি নিতে আগ্রহীগণ
  • যারা শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চান
  • সকলের মাঝে নিজের অবস্থান যাচাই করে অনুশীলনে জোর দিতে ইচ্ছুক পরীক্ষার্থীগণ

“প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩” কোর্স সম্পর্কে বিস্তারিত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে স্বপ্ন পূরণ হয়ে থাকে হাজারো শিক্ষকের। বিষয়ভিত্তিক সঠিক জ্ঞান এবং পর্যাপ্ত অনুশীলন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবার মূলমন্ত্র। ঘরে বসেই পরীক্ষার্থীদের জ্ঞানের স্বল্পতা দূরীকরণ, নিয়মিত চর্চা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতেই তৈরি করা হয়েছে "প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩"।

বিগত বছরগুলোতে দেখা গেছে, গড়ে প্রতি ৪০ জনে ১ জন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। আপনার মনে হতে পারে, “এতজনের মধ্যে কি আমার চাকরিটা পাওয়া সম্ভব?” কিংবা "পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নিবো?" এ সকল প্রশ্নের উত্তর মিলবে এই একটি কোর্সেই। পাশাপাশি NTRCA (Non-Government Teachers Registration and Certification Authority) - বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতেও এই কোর্সটি আপনাকে সাহায্য করবে। এই কোর্সটির মাধ্যমে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলোর পূর্ণ ব্যাখ্যা পাবেন। সেইসাথে কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন প্রস্তুতির দিকনির্দেশনা ও সমস্যার সমাধান।

তাই আর সময় অপচয় না করে জাতির কারিগর শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে আজই এনরোল করুন "প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩"



Sunday, May 17, 2020

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১১

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১১

১) বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন- 

ক) প্রধানমন্ত্রী

খ) প্রেসিডেন্ট 

গ) স্পিকার

ঘ) আইনমন্ত্রী 


২) জরুরি অবস্থ জারির বিধান কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত হয়? 

ক) প্রথম 

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ 


৩) বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ছত্রাকের জিনোম ছাড়াও আরও যেসব জিনোম ম্যাপিং করেছেন তা হলো – 

ক) পেঁপে, পাট, রাবার 

খ) পাট, পেয়ারা, রাবার 

গ) পেঁপে, পাট, আম 

ঘ) কোনটিই নয় 


৪) বাংলাদেশের কোন্ জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? 

ক) রাঙামাটি 

খ) বান্দরবন 

গ) কক্সবাজার

ঘ) পঞ্চগড় 


৫) নিচের কোন্ ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন? 

ক) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 

খ) বঙ্গভঙ্গ 

গ) ভারত প্রতিরক্ষা আইন পাস 

ঘ) মহাত্মা গান্ধীকে আটক 


৬) ‘শ্রীকাইল’ গ্যাসক্ষেত্রটি কোথায়? 

ক) কুমিল্লা 

খ) নোয়াখালী 

গ) সুনামগঞ্জ 

ঘ) হবিগঞ্জ 


৭) বাংলাদেশের কোনো নাগরিককে জাতীয় সংসদের সদস্য হতে হলে তার নূন্যতম বয়স হতে হবে- 

ক) ২০ বছর 

খ) ২৫ বছর 

গ) ৩০ বছর 

ঘ) ৩৫ বছর 


৮) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম- 

ক) অস্তিত্বে আমার দেশ 

খ) গৌরবের দেশ 

গ) সাহসী যোদ্ধা 

ঘ) দামাল ছেলে 


৯) ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? 

ক) অধ্যাপক ইউসুফ আলী 

খ) সৈয়দ নজরুল ইসলাম 

গ) তাজউদ্দিন আহমেদ 

ঘ) ক্যাপ্টেন মনসুর আলী 


১০) গোবিন্দ চন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাবে অধ্যাপনা করতেন? 

ক) ইতিহাস 

খ) পদার্থবিজ্ঞান 

গ) দর্শন 

ঘ) অর্থনীতি 


১১) ‘হর্ন অব আফ্রিকা’ বলা হয় কোন্ দেশকে? 

ক) সোমালিয়া 

খ) মৌরিতানিয়া 

গ) ইথিওপিয়া 

ঘ) ইরিত্রিয়া 


১২) ‘প্যারা অলিম্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়? 

ক) মহিলাদের 

খ) শিশুদের 

গ) প্রতিবন্ধীদের 

ঘ) পুরুষদের 


১৩) কোন্ দেশের মুদ্রার নাম ও দেশের নাম একই? 

ক) গাম্বিয়া

খ) জায়ার 

গ) জিম্বাবুয়ে 

ঘ) জাম্বিয়া 


১৪) বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ কোন্ দেশে অবস্থিত? 

ক) ভারত 

খ) নেপাল 

গ) ভুটান 

ঘ) পাকিস্তান 


১৫) ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক কে? 

ক) স্যাম ব্যাসিলি 

খ) স্যাম নিয়ন 

গ) ক্যালিস বাসিল 

ঘ) ফাসিল পেট্রো 


১৬) মুসলিম নারী জাগরণের লেখিকা কে ছিলেন? 

ক) নুরজাহান বেগম 

খ) নবাব ফয়জুন্নেছা 

গ) বেগম রোকেয়া 

ঘ) সামসুন্নাহার 


১৭) ব্রিটিশ শাসন বহির্ভূত কোন্ দেশ কমনওয়েলথের সদস্য? 

ক) মোজাম্বিক 

খ) কেনিয়া 

গ) দক্ষিণ আফ্রিকা 

ঘ) জিম্বাবুয়ে 


১৮) আয়তনের দিক দিয়ে কোন্ শহর সবচেয়ে বড়? 

ক) ঢাকা 

খ) টোকিও 

গ) মস্কো 

ঘ) লন্ডন 


১৯) নিচের কোনটি অন্তরীপ নয়? 

ক) উত্তমাশা 

খ) চার্চিল 

গ) লিসবার্গ 

ঘ) কিনসু 


২০) বর্তমানে তেল রিজার্ভে শীর্ষ দেশ- 

ক) যুক্তরাষ্ট্র 

খ) ভেনেজুয়েলা 

গ) সৌদি আরব 

ঘ) কুয়েত 



উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক

Wednesday, May 13, 2020

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১০

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১০




১) ‘সাগরকন্যা’ বাংলাদেশের কোন্ এলাকার ভৌগলিক নাম?

ক) টেকনাফ

খ) কক্সবাজার

গ) খুলনা

ঘ) পটুয়াখালী


২) ‘ফোর্ট উইলিয়াম দুর্গ’ কোথায় অবস্থিত ছিল?

ক) ঢাকা

খ) কলকাতা

গ) মুর্শিদাবাদ

ঘ) আগ্রা


৩) ‘সতীদাহ প্রথা’ কোন্ সালে রহিত হয়?

ক) ১৮১৯ সালে

খ) ১৮২৯ সালে

গ) ১৮৩৯ সালে

ঘ) ১৮৪৯ সালে


৪) সার্ক এর প্রথম মহাসচিব কে ছিলেন?

ক) আবুল হাসান

খ) নরসিমা রাও

গ) জিপি কৈরালা

ঘ) পিএন হাকঝার


৫) ‘উয়ারি বটেশ্বর’ কোন্ জেলায়?

ক) ঢাকা

খ) সিলেট

গ) নরসিংদী

ঘ) কুমিল্লা


৬) স্থলবন্দর ‘বিরল’ যে জেলায় অবস্থিত-

ক) দিনাজপুর

খ) জয়পুরহাট

গ) সাতক্ষীরা

ঘ) কুড়িগ্রাম


৭) ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন-

ক) জয়নুল আবেদীন

খ) কামরুল হাসান

গ) সোমেন ভট্টাচার্য

ঘ) এম কিবরিয়া


৮) ‘গম্ভীরা’ কোন্ অঞ্চলের সঙ্গীত?

ক) বগুড়া

খ) সিলেট

গ) রাজশাহী

ঘ) চট্টগ্রাম


৯) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

ক) রাজা মানসিংহ

খ) গোপাল

গ) ধর্মপাল

ঘ) দেবপাল


১০) ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?

ক) ঢাকা সেনানিবাসে

খ) সোহরাওয়ার্দী উদ্যানে

গ) শেরেবাংলা নগরে

ঘ) সাভারে


১১) ‘স্ট্যাচু অব পিস’ কোন্ দেশে অবস্থিত?

ক) যুক্তরাষ্ট্র

খ) জার্মানি

গ) জাপান

ঘ) যুক্তরাজ্য


১২) লাল আলোতে নীল রঙের সেতু কেমন দেখায়?

ক) বেগুনী

খ) কালো

গ) হলুদ

ঘ) সবুজ


১৩) একটি রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি


১৪) ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কে?

ক) শচীন টেন্ডুলকার

খ) ব্রায়ান লারা

গ) জয়সুরিয়া

ঘ) রিকি পন্টিং


১৫) উচ্চতা পরিমাপে কোনটি ব্যবহৃত হয়?

ক) অলটিমিটার

খ) কেলভিন স্কেল

গ) ভার্নিয়ার স্কেল

ঘ) স্লাইড ক্যালিপার্স


১৬) কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

ক) ক্যাপসিন

খ) ভিটামিন-এ

গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন ই


১৭) আলেপ্পো শহরটি কোন্ দেশের?

ক) লিবিয়ার

খ) সিরিয়ার

গ) ইরাকের

ঘ) ইয়েমেনের


১৮) অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী ফেলোপসের স্বর্ণপদকের সংখ্যা কত?

ক) ২৩টি

খ) ২২টি

গ) ২০টি

ঘ) ১৫টি


১৯) প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) বরিশাল

খ) কুতুবদিয়া

গ) হাতিয়া

ঘ) সন্দ্বীপ


২০) চাহিদা বিধি কি?

ক) চাহিদা কমলে দাম বাড়ে

খ) দাম বাড়লে চাহিদা কমে

গ) আয় আড়লে চাহিদা বাড়ে

ঘ) দাম বাড়লে চাহিদা বাড়ে





উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. খ

Friday, March 29, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০


১) কোন্ ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সিসায় পরিণত হয়?
ক) রেডিয়াম খ) পোলোনিয়াম গ) থোরিয়াম ঘ) অ্যাকটিলিনিয়াম

২) কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
ক) ক্যাথোড রশ্মি খ) গামা রশ্মি গ) বিটা রশ্মি ঘ) আলফা রশ্মি

৩) মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক) পরিপাক খ) খাদ্যগ্রহণ গ) শ্বসন ঘ) রক্ত সঞ্চালন

৪) পারমাণবিক চুল্লির মূল মজ্জা কিসের তৈরি?
ক) গ্রাফাইট খ) ইউরেনিয়াম গ) ক্যাডরেনিয়াম ঘ) বোরন

৫) বায়োগ্যাসে প্রধানত কী থাকে?
ক) ইথেন খ) মিথেন গ) হাইড্রোজেন ঘ) অক্সিজেন

৬) কয়লা থেকে কোনটি উৎপন্ন হয় না?
ক) আলকাতরা খ) টলুইন গ) হাইড্রোজেন ক্লোরাইড ঘ) কোল গ্যাস

৭) স্প্রিং নিক্তি দিয়ে মাপা হয়-
ক) ত্বরণ খ) বেগ গ) ভর ঘ) ওজন

৮) এসি কারেন্টের বৈশিষ্ট্য হলো-
ক) শুধু একদিকে চলে খ) ব্যাচারি থেকে উৎপন্ন হয় গ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় ঘ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না

৯) একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল-
ক) বেশি নিমজ্জিত হবে খ) আরো ভেসে উঠবে গ) একই অবস্থায় থাকবে ঘ) যেকোনোটাই হতে পারে

১০) কোন চুম্বককে কেটে যদি দুই খণ্ড করা হয় তাহলে কী ঘটবে?
ক) দুটি স্বতন্ত্র চুম্বক উৎপন্ন হবে খ) খেলনা চুম্বক তৈরি হবে গ) দিক-নির্দেশী ধর্ম নষ্ট হবে ঘ) আকর্ষণ ধর্ম নষ্ট হবে

১১) টমাস আলভা এডিসন কী আবিষ্কার করেন?
ক) বৈদ্যুতিক বাল্ব খ) রাডার গ) টাইপ রাইটার ঘ) টেলিগ্রাফ

১২) বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
ক) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে খ) তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন চোখের সাহায্যে গ) অলৌকিকভাবে ঘ) ক্রমাগত শব্দ উৎপন্ন করে

১৩) নিচের কোনটি একবীজপত্রী?
ক) ছোলা খ) ভুট্টা গ) মটর ঘ) সীম

১৪) মাটিতে কিসের অভাব হলে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না?
ক) পুষ্টির খ) খাদ্যের গ) বায়ুর ঘ) পানর

১৫) সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
ক) পানির তাপ গ্রহীতা বেশি বলে খ) দুধের তাপগ্রহীতা বেশি বলে গ) দুধ পানির চেয়ে ঘন বলে ঘ) পানি বর্ণহীন এবং দুধ সাদা বলে

১৬) উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলো উপাদান পাওয়া যায় কিসে?
ক) জৈব সারে খ) রাসায়নিক সারে গ) মাটিতে ঘ) বায়ুতে

১৭) নিচের কোনটি অণু গঠন করে না?
ক) নিয়ন খ) আর্গন গ) ফ্লোরিন ঘ) ক ও খ

১৮) কোন্ মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক) রেডন খ) জেনন গ) নিয়ন ঘ) আর্গন

১৯) H+ আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কী বলে?
ক) PH খ) PP গ) Acid ঘ) Base

২০) যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি –
ক) ক্ষার খ) ক্ষারক গ) অম্ল ঘ) কোনটিই নয়


উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. গ