বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০
১) কোন্ ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সিসায়
পরিণত হয়?
ক) রেডিয়াম খ) পোলোনিয়াম গ) থোরিয়াম ঘ) অ্যাকটিলিনিয়াম
২) কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
ক) ক্যাথোড রশ্মি খ) গামা রশ্মি গ) বিটা রশ্মি ঘ) আলফা রশ্মি
৩) মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক) পরিপাক খ) খাদ্যগ্রহণ গ) শ্বসন ঘ) রক্ত সঞ্চালন
৪) পারমাণবিক চুল্লির মূল মজ্জা কিসের তৈরি?
ক) গ্রাফাইট খ) ইউরেনিয়াম গ) ক্যাডরেনিয়াম ঘ) বোরন
৫) বায়োগ্যাসে প্রধানত কী থাকে?
ক) ইথেন খ) মিথেন গ) হাইড্রোজেন ঘ) অক্সিজেন
৬) কয়লা থেকে কোনটি উৎপন্ন হয় না?
ক) আলকাতরা খ) টলুইন গ) হাইড্রোজেন ক্লোরাইড ঘ) কোল গ্যাস
৭) স্প্রিং নিক্তি দিয়ে মাপা হয়-
ক) ত্বরণ খ) বেগ গ) ভর ঘ) ওজন
৮) এসি কারেন্টের বৈশিষ্ট্য হলো-
ক) শুধু একদিকে চলে খ) ব্যাচারি থেকে উৎপন্ন হয় গ) সময়ের সাথে
দিকের পরিবর্তন হয় ঘ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
৯) একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল-
ক) বেশি নিমজ্জিত হবে খ) আরো ভেসে উঠবে গ) একই অবস্থায় থাকবে
ঘ) যেকোনোটাই হতে পারে
১০) কোন চুম্বককে কেটে যদি দুই খণ্ড করা হয় তাহলে কী ঘটবে?
ক) দুটি স্বতন্ত্র চুম্বক উৎপন্ন হবে খ) খেলনা চুম্বক তৈরি
হবে গ) দিক-নির্দেশী ধর্ম নষ্ট হবে ঘ) আকর্ষণ ধর্ম নষ্ট হবে
১১) টমাস আলভা এডিসন কী আবিষ্কার করেন?
ক) বৈদ্যুতিক বাল্ব খ) রাডার গ) টাইপ রাইটার ঘ) টেলিগ্রাফ
১২) বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
ক) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে খ) তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন
চোখের সাহায্যে গ) অলৌকিকভাবে ঘ) ক্রমাগত শব্দ উৎপন্ন করে
১৩) নিচের কোনটি একবীজপত্রী?
ক) ছোলা খ) ভুট্টা গ) মটর ঘ) সীম
১৪) মাটিতে কিসের অভাব হলে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না?
ক) পুষ্টির খ) খাদ্যের গ) বায়ুর ঘ) পানর
১৫) সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
ক) পানির তাপ গ্রহীতা বেশি বলে খ) দুধের তাপগ্রহীতা বেশি বলে
গ) দুধ পানির চেয়ে ঘন বলে ঘ) পানি বর্ণহীন এবং দুধ সাদা বলে
১৬) উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলো উপাদান পাওয়া যায় কিসে?
ক) জৈব সারে খ) রাসায়নিক সারে গ) মাটিতে ঘ) বায়ুতে
১৭) নিচের কোনটি অণু গঠন করে না?
ক) নিয়ন খ) আর্গন গ) ফ্লোরিন ঘ) ক ও খ
১৮) কোন্ মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক) রেডন খ) জেনন গ) নিয়ন ঘ) আর্গন
১৯) H+ আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে
কী বলে?
ক) PH খ) PP গ) Acid ঘ) Base
২০) যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে
সেটি –
ক) ক্ষার খ) ক্ষারক গ) অম্ল ঘ) কোনটিই নয়
উত্তর: ১. ক, ২. খ, ৩.
গ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. খ,
১৬. ক, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. গ
No comments:
Post a Comment