বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৪
১) সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
ক) ১০০০ সে. খ) ১২০০ সে. গ) ৪০
সে. ঘ) ০.৬০ সে.
২) আন্তঃআণবিক শক্তি কার বেশি?
ক) কঠিন পদার্থের খ) গ্যাসীয় পদার্থের গ) তরল পদার্থের ঘ) মিশ্র
পদার্থের
৩) দহন হচ্ছে-
ক) কোন কিছুকে আগুনে পোড়ানো
খ) বাতাসের অক্সিজেনের সাথে কোন কিছুর বিক্রিয়া
গ) মোমবাতি পোড়ানো
ঘ) বাতাস ও অক্সিজেনের বিক্রিয়া
৪) চিনির শরবত হচ্ছে-
ক) অসমসত্ত্ব মিশ্রণ খ) সমসত্ত্ব মিশ্রণ গ) মৌলিক পদার্থ ঘ)
যৌগিক পদার্থ
৫) চাপ বৃদ্ধি করলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক) গলনাঙ্ক খ) হিমাঙ্ক গ) স্ফুটনাংক ঘ) সবকটি
৬) লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি?
ক) ডাইঅপ্টার খ) ডায়ামিটার গ) ঘনমিটার ঘ) ডাইরেপ্টার
৭) মোমবাতি জ্বলতে থাকলে কোন্ ধরনের পরিবর্তন হয়?
ক) ভৌত পরিবর্তন খ) রাসায়নিক পরিবর্তন গ) ভৌত ও রাসায়নিক উভয়
পরিবর্তন ঘ) কোন পরিবর্তন হয় না
৮) বাতাসে কত ভাগ অক্সিজেন রয়েছে?
ক) ০.০৩ ভাগ খ) ৭৮ ভাগ গ) ২১ ভাগ ঘ) ০.১ ভাগ
৯) পটাসিয়াম পারম্যাঙ্গানেট এক গ্লাস পানিতে দিলে পানির রং
হবে-
ক) কালো খ) কমলা গ) বেগুনি ঘ) নীল
১০) যে পদার্থের ব্যাপন ঘটবে তার হার নির্ভর করে ঐ পদার্থের-
ক) ঘনত্বের উপর খ) আয়তনের উপর গ) আকারের উপর ঘ) কোনটিই নয়
১১) আন্তঃঅভিস্রবণ বলতে কী বোঝায়?
ক) দ্রাবক অণু কোষের ভিতর থেকে বাহিরে আসে
খ) দ্রাবণ অণু কোষের বাহির থেকে ভিতরে যায়
গ) দ্রব অণু কোষের ভিতর থেকে বাহিরে আসে
ঘ) দ্রব অণু কোষের বাহির থেকে ভিতরে যায়
১২) উদ্ভিদ মূলরোম দিয়ে পানি শোষণ করে কোন্ পদ্ধতিতে?
ক) অভিস্রবণ খ) ইমবাইবিশন গ) রসস্ফীতি ঘ) ব্যাপন
১৩) অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে বীজের-
ক) ব্যাপন প্রক্রিয়ার উপর খ) অভিস্রবণের উপর গ) পানি শোষণের
উপর ঘ) সবগুলো
১৪) কৈশিক পানি বলতে কি বোঝায়?
ক) কোষ মধ্যস্থ পানি খ) কোষের ফাঁকের পানি গ) পাতার পানি ঘ)
মাটির কণার ফাঁকের পানি
১৫) নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?
ক) নিউক্লিওলাস খ) ক্রোমোসোম গ) নিউক্লিওপ্লাজম ঘ) গলগি বডি
১৬) মানুষের শরীরে কত জোড়া ক্রোমোসোম থাকে?
ক) ২২ জোড়া খ) ২৩ জোড়া গ) ২০ জোড়া ঘ) ২১ জোড়া
১৭) একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ হল-
ক)১.৭×১০৮ কুলম্ব খ) ৯×১০১০ কুলম্ব গ)
১.৬০৯×১০১৯ কুলম্ব ঘ) ১.৬০৯×১০৯ কুলম্ব
১৮) হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই?
ক) ইলেকট্রন খ) প্রোটন গ) নিউট্রন ঘ) কোনটিই নয়
১৯) পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক) গাউস খ) গে লুস্যাক গ) জন ডাল্টন ঘ) ডেমোক্রিটাস
২০) ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-
ক)১×১০২৩×১০২৩ খ) ৬.০২×১০২৩ গ)
৩.০১×১০২৩ ঘ) ১৪.০৪×১০২৩
উত্তর: ১. গ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯.
গ, ১০. ক, ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. খ
No comments:
Post a Comment