বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৭
১) কোনটি অর্ধপরবাহী নয়? 
ক) লোহা খ) গ্যালিয়াম গ) জার্মেনিয়াম ঘ) সিলিকন 
২) কোন্ প্রাণী ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে? 
ক) মাছি খ) মাকড়সা গ) মশা ঘ) তেলাপোকা 
৩) মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি- 
ক) এন্ডোক্রাইন খ) যকৃত গ) অগ্ন্যাশয় ঘ) প্লীহা 
৪) প্রমাণ তাপমাত্রা ও চাপে ১ মোল গ্যাসের আয়তন- 
ক) ২৩.৫ লিটার খ) ২২.৪৪ লিটার গ) ২২.৪ লিটার ঘ) ২২.০৪ লিটার
৫) বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত- 
ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে গ) জাপানে ঘ) কানাডায় 
৬) কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক) ফ্লপি ডিস্ক খ) মেমোরি গ) সিপিইউ ঘ) মনিটর 
৭) সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কী বলা হয়? 
ক) এপ্লিকেশন প্রোগ্রাম খ) লোটাস গ) ফাইল মেকার ঘ) সিস্টেম
সফটওয়্যার 
৮) সাধারণ বিদ্যুৎ বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ- 
ক) তাপ সৃষ্টি খ) হলুদাভ আলো গ) আলোর শোষণ ঘ) আলট্রা ভায়োলেট
সৃষ্টি 
৯) নিচের কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক? 
ক) কাঁচ খ) রাবার গ) কাঠ ঘ) তামা 
১০) যানবাহন ও কলকারখানায় কালো ধোঁয়ায় কী কী গ্যাস থাকে? 
ক) CaO, CO2, SO2 খ) CO2,
CO, SO2 গ) CO2, CO, SO3, ঘ) Ca(OH)2,
CO2, SO2 
১১) অতিবেগুনি রশ্মির প্রভাবে কী কী রোগ হতে পারে? 
ক) ত্বকের ক্যান্সার খ) চোখের ছানি গ) রোগ প্রতিরোধ ক্ষমতা
কমে যাওয়া ঘ) সবগুলো 
১২) তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? 
ক) পরিচলন খ) বিকিরণ গ) পরিবহন ঘ) সবকটি 
১৩) পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ- 
ক) পিগমেন্ট খ) আইকন গ) পিক্সেল ঘ) কার্সর 
১৪) কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদকুলকে কী বলে? 
ক) Flora খ) Fauna গ) Plankton ঘ) Plants 
১৫) কোনো ডুবন্ত বস্তুর ওজন সমআয়ন তরলের ওজনের চেয়ে- 
ক) বেশি খ) সমান গ) কম ঘ) দিগুণ 
১৬) জিরকোনিয়াম মৌলের নাম কোন ভাষা থেকে এসেছে? 
ক) ল্যাটিন খ) আরবি গ) ইংরেজি ঘ) ফরাসি 
১৭) পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয়- 
ক) সোজ ওয়াটার খ) মিল্প অব লাইম গ) ওয়াটার গ্যাস ঘ) মার্ক পারহাইড্রল
১৮) ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? 
ক) হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড খ) হাইড্রোজেন ও অক্সিজেন
গ) হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন 
১৯) দিয়াশলাইয়ের বাক্সের দু-ধারে কাগজের উপর যে বারুদ থাকে
তা আসলে- 
ক) মিশ্রিত ফসফরাস খ) গ্রাফাইট গ) গন্ধক ঘ) হীরক 
২০) কাঁচ কী দিয়ে তৈরি? 
ক) MmO2 খ) SiO2 গ) BaO ঘ)
Ba2O3  
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯.
ঘ, ১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. খ

No comments:
Post a Comment