বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৩
১) আবহাওয়ার আর্দ্রতা নির্ভর করে-
ক) বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির উপর
খ) অক্সিজেনের উপর
গ) বৃষ্টিপাতের উপর
ঘ) কাপড় শুকানোর পরিমাণের উপর
২) প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ কী ত্যাগ করে?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) পানি গ) অক্সিজেন ঘ) বাড়তি খাদ্য
৩) জু-প্ল্যাংটন কি?
ক) আণুবীক্ষণিক প্রাণী খ) ভাইরাস গ) আণুবীক্ষণিক উদ্ভিদ ঘ)
ব্যাকটেরিয়া
৪) ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
ক) সিলভার ব্রোমাইডের খ) সিলভার ক্লোরাইডের গ) সিলভার আয়োডাইডের
ঘ) সিলভার ফ্লোরাইডের
৫) একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
ক) বৈদ্যুতিক রোধ বেড়ে যায় খ) বৈদ্যুতিক রোধ কমে যায় গ) বৈদ্যুতিক
রোধ অপরিবর্তিত থাকে ঘ) কোনটিই সত্য নয়
৬) নিচের বস্তুগুলোর মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক) লোহা খ) রবার গ) রূপা ঘ) তামা
৭) সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে-
ক) টেলিস্কোপের সাহায্যে খ) মাইক্রোস্কোপের সাহায্যে গ) পেরিস্কোপের
সাহায্যে ঘ) স্যাটেলাইটের সাহায্যে
৮) চোখের সাথে মিল আছে কোনটির?
ক) অণুবীক্ষণ যন্ত্র খ) ক্যামেরা গ) টেলিভিশন ঘ) দূরবীক্ষণ
যন্ত্র
৯) মডেমের মধ্যে থাকে-
ক) একটি মডুলেটর খ) একটি এনকোডার গ) একটি কোডেক ঘ) একটি মডুলেটর
ও একটি ডিমডুলেটর
১০) ভোল্টেজ পরিমাপ করার জন্য নিচের কোন্ তড়িৎ যন্ত্রটি ব্যবহৃত
হয়?
ক) পটেনশিও মিটার খ) ভোল্টমিটার গ) অ্যামিটার ঘ) গ্যালভানোমিটার
১১) মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল-
ক) ১০ সেকেন্ড খ) ০.১ সেকেন্ড গ) ০.১ সেকেন্ড ঘ) ০.০০১ সেকেন্ড
১২) দানাযুক্ত এবং সচ্ছিদ্র মাটি কোন্ কাজের জন্য উপযোগী?
ক) পলিমাটি ধরে রাখার জন্য খ) ঘর বাড়ি তৈরির জন্য গ) কৃষি কাজের
জন্য ঘ) এঁটেল ও বেলে মাটি ধরে রাখার জন্য
১৩) অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলায়-
ক) খোলা থাকে খ) বন্ধ থাকে গ) উভয় অবস্থায় ঘ) কোনটিই নয়
১৪) www দিয়ে বুঝানো হয়-
ক) world wide web খ) world wide wonder গ) world wet web ঘ)
wide wide web
১৫) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে অপরিহার্য উপাদান
নয়-
ক) ক্লোরোফিল খ) পানি গ) কার্বন ডাই-অক্সাইড ঘ) জৈব সার
১৬) প্রস্বেদন না হলে গাছ-
ক) পুড়ে যেত খ) শুকিয়ে যেত গ) বৃদ্ধি পেত না ঘ) মরে যেত
১৭) সবচেয়ে হালকা পদার্থ-
ক) হাইড্রোজেন খ) লিথিয়াম গ) রেডিয়াম ঘ) ব্রোমিন
১৮) কোন্ ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
ক) দস্তা খ) সিসা গ) লোহা ঘ) পারদ
১৯) ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
ক) সোডিয়াম খ) সেলিনিয়াম গ) মলিবডেনাম ঘ) রুবিয়াম
২০) Name of the cu-ore is-
ক) Pyrite খ) Cassiteritl গ) Chalcopyrite ঘ) Lazurite
উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯.
ঘ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ
No comments:
Post a Comment