বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৮
১) ডিউটোরিয়াম কোন্ মৌলের আইসোটোপ? 
ক) নাইট্রোজেন খ) হাইড্রোজেন গ) কার্বন ঘ) অক্সিজেন 
২) যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকে বলে- 
ক) যোজ্যতা খ) অষ্টক গ) বন্ধন ঘ) আয়ন 
৩) কাজের একক- 
ক) নিউটন খ) প্যাসকেল গ) জুল ঘ) ওয়াট 
৪) বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন? 
ক) ফাঁকা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য
বৃদ্ধি পায় 
খ) ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না 
গ) বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক 
ঘ) ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি পায় 
৫) ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত? 
ক) ৮০ খ) ১০০ গ) ১৮০ ঘ) ২১২ 
৬) দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায়।
কারণ, সংযোগস্থলের- 
ক) তাপমাত্রা বেড়ে যায় খ) গলনাংক ০ সেলসিয়াস থেকে বেড়ে যায়
গ) তাপমাত্রা কমে যায় ঘ) গলনাংক ০ সেলসিয়াস থেকে কমে যায় 
৭) ক্যাথোডকে কী বলে? 
ক) ধনাত্মক তড়িৎদ্বার খ) নিরপেক্ষ তড়িৎদ্বার গ) ঋণাত্মক তড়িৎদ্বার
ঘ) অ্যামিটার 
৮) তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি? 
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি 
৯) ঘড়ির চেইনে কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয়? 
ক) ক্রোমিয়াম খ) লেড গ) জিঙ্ক ঘ) সিলভার 
১০) ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ- 
ক) ১৫% খ) ১৩% গ) ৬-১০% ঘ) ১৩-১৫% 
১১) মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? 
ক) ৩০০ গ্রাম খ) ২০০ গ্রাম গ) ১০০ গ্রাম ঘ) ৪০০ গ্রাম 
১২) নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়- 
ক) ধমনির ভিতর দিয়ে খ) শিরার ভিতর দিয়ে গ) স্নায়ুর ভিতর দিয়ে
ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে 
১৩) লসিকার বৈশিষ্ট্য কোনগুলো? 
ক) ক্ষারীয় খ) লোহিত রক্তকণিকা অনুপস্থিত গ) শ্বেত রক্তকণিকা
অনুপস্থিত ঘ) ক ও খ উভয়ই 
১৪) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের- 
ক) ফুসফুস খ) যকৃত গ) কিডনি ঘ) প্লীহা 
১৫) কোনটি ইনপুট ডিভাইস নয়? 
ক) প্রিন্টার খ) কি-বোর্ড গ) স্ক্যানার ঘ) মাউস 
১৬) এনালগ ও ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে গঠিত হয়- 
ক) সুপার কম্পিউটার খ) হাইব্রিড কম্পিউটার গ) মাইক্রো কম্পিউটার
ঘ) মিনি কম্পিউটার 
১৭) সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন? 
ক) ঘনত্ব বাড়ানোর জন্য খ) দ্রুত জমাট রোধ করার জন্য গ) ওজন
বাড়ানোর জন্য ঘ) দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য 
১৮) ওলিয়াম কাকে বলে? 
ক) গাঢ় সালফিউরিক এসিডকে খ) ধুমায়মান সালফিউরিক এসিডকে গ) মধ্যম
গাঢ় সালফিউরিক এসিডকে ঘ) লঘু সালফিউরিক এসিডকে 
১৯) জলজ শামুক ঝিনুকের খোলস কী দিয়ে গঠিত? 
ক) কার্বনেট খ) সালফেট গ) ফসফেট ঘ) নাইট্রেট 
২০) Laughing gas is- 
ক) ND খ) N2D4 গ) N2O ঘ)
W2O3 
উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ, ৮. খ, ৯.
ক, ১০. গ, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. খ

No comments:
Post a Comment