Sunday, February 10, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৫


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৫ 



১) অতিমাত্রায় প্রস্বেদন হলে উদ্ভিদের জন্য-
ক) অধিকাংশ ভাল হয় খ) সম্পূর্ণ ভাল হয় গ) ক্ষতি হয় ঘ) ক্ষতিকর নয়

২) সালোকসংশ্লেষণ সংঘটিত হয়-
ক) ক্লোরোপ্লাস্টের মধ্যে খ) ক্রোমোপ্লাস্টের মধ্যে গ) লিউকোপ্লাস্টের মধ্যে ঘ) জাইলেম টিস্যুর মধ্যে

৩) শ্বসন প্রক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হয়-
ক) CO2 ও পানি খ) CO2 ও H2 গ) O2 ও N2 ঘ) সবকটি

৪) সালোকসংশ্লেষণ কখন হয়?
ক) দিনে খ) রাতে গ) দিনরাতে সবসময় ঘ) শীতকালে

৫) বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
ক) শুষ্ক বায়ুর মধ্য দিয়ে খ) আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে গ) ঠাণ্ডা বায়ুর মধ্য দিয়ে ঘ) লু হাওয়ার মধ্য দিয়ে

৬) ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
ক) উষ্ণতা অপরিবর্তি থাকা দরকার খ) উষ্ণতা কম থাকা দরকার গ) উষ্ণতা বৃদ্ধি করা দরকার ঘ) কিছু করার দরকার নেই

৭) কে সর্বপ্রথম বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন?
ক) ওয়াটারম্যান খ) জেমস ওয়াট গ) রোমার ঘ) রজার বেকন

৮) কিসের সাহায্যে সূর্যকিরণকে তড়িতে রূপান্তর করে রেডিও, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি চালানো যায়?
ক) সৌরকোষের খ) সরল তড়িৎকোষের গ) সৌরচুল্লির ঘ) ফটো-ভোলটেইক সেলের

৯) কারা বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের কল্যাণে ব্যবহার করেন?
ক) বিজ্ঞানীরা খ) গবেষকরা গ) প্রযুক্তিবিদরা ঘ) দার্শনিকরা

১০) গ্রহ ও নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-
ক) স্কাইল্যাব খ) ব্যারোমিটার গ) অ্যাস্ট্রোলার ঘ) ফ্যাদোমিটার

১১) নিচের কোন্ যন্ত্রটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ক) মোটর খ) ডায়নামো গ) ট্রান্সফরমার ঘ) অ্যামপ্লিফায়ার

১২) জ্যোতির্বিদ্যা গবেষণায় ব্যবহৃত হয়-
ক) তুলা যন্ত্র খ) সেক্সট্যান্ট যন্ত্র গ) ম্যাগনিফাইং গ্লাস ঘ) তরল স্থৈতিক নিক্তি

১৩) আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল-
ক) বর্গমিটার খ) সে.মি. গ) মিটার ঘ) কিলোমিটার

১৪) নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক) প্রিন্টার খ) মাউস গ) ক্যামেরা ঘ) কিবোর্ড

১৫) SI একক কি?
ক) জাতীয় একক খ) আন্তর্জাতিক একক গ) মোল ঘ) পরিমাপের আন্তর্জাতিক একক

১৬) মৌলিক রাশি কয়টি?
ক) ৭টি খ) ৮টি গ) ১০টি ঘ) ৬টি

১৭) জিরকনম, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
ক) সোনা খ) কালোসোনা গ) রূপা ঘ) প্লাটিনাম

১৮) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক) ০.১৫-১.৫% খ) ৫.৫-৬.২৫% গ) ১০-১২.৫% ঘ) ২২%

১৯) তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
ক) নিকেল খ) টিন গ) সিসা ঘ) দস্তা (জিঙ্ক)

২০) টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম থাই কার্বনেট খ) সোডিয়াম গ্লটামেট গ) পটাশিয়াম থাই কার্বনেট ঘ) সোডিয়াম মনোগ্লুটামেট



উত্তর: ১. গ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ

No comments:

Post a Comment