বাংলা মডেল টেস্ট-৬ 
১) বিসর্গ সন্ধির উদাহরণ নয়-
ক) ইতোমধ্যে খ) নীরব গ) শ্রেয়োলাভ
ঘ) বিম্বোষ্ঠ 
২) ‘শূদ্র’ এর স্ত্রী লিঙ্গ কোনটি?
ক) শূদ্রাণী খ) শূদ্রা গ) শূদ্রানী
ঘ) শূদ্রী 
৩) ‘প্রাণভয়’ এর ব্যাসবাক্য হবে-
ক) প্রাণের ভয় খ) প্রাণ যাওয়ার
ভয় গ) প্রাণ হতে ভয় ঘ) প্রাণ ও ভয় 
৪) ‘হেথায় সবারে হবে মিলিবারে’
– ‘সবারে’ কোন্ কারক? 
ক) কর্ম খ) অধিকরণ গ) কর্তৃ ঘ)
করণ 
৫) ধলাহক শব্দের সমার্থ- 
ক) জলাশয় খ) নদী গ) মেঘ ঘ) আকাশ
৬) ‘শোনা যায় এমন’ এক কথায় হবে-
ক) শ্রুতিগ্রাহ্য খ) শ্রুতিমধুর
গ) শ্রুতিযোগ্য ঘ) শ্রুতিধর 
৭) ‘সাক্ষী গোপাল’ এর অর্থ- 
ক) সক্রিয় দর্শক খ) কর্তব্যবিমূঢ়
গ) অলস ব্যক্তি ঘ) নিষ্ক্রিয় দর্শক 
৮) ‘Do not smile at anybody’-
এর বাংলা 
ক) কাউকে নিয়ে রসিকতা করবে না
খ) কাউকে নিয়ে মজা করবে না 
গ) কাউকে কটাক্ষ করবে না 
ঘ) কাউকে বিদ্রুপ করবে না 
৯) ‘সৌম্য’ এর বিপরীতার্থক শব্দ-
ক) শান্ত খ) সুশীল গ) উদ্ধত ঘ)
উগ্র 
১০) ‘প্রতিচ্য সভ্যতার সংস্পর্শে
আসিয়া আমরা গণতন্ত্রের গুণগুলি আয়ত্ত করতে পারি নাই, তাহার দোষগুলি আত্মসাৎ করেছি।’
চলিত ভাষারীতির এ বাক্যে ভুল- 
ক) ৫টি খ) ৭টি গ) ৬টি ঘ) ৪টি
১১) উপরি+উক্ত মিলে কোন্ শব্দটি
গঠিত হয়? 
ক) উপরিক্ত খ) উপর্যুক্ত গ) উপরুক্ত
ঘ) উপরোক্ত 
১২) ‘কুলি’ শব্দটির বিপরীত লিঙ্গ-
ক) কুলিনী খ) কুলি-বিবি গ) কামিনী
ঘ) কামিন 
১৩) ‘রক্তারক্তি’ এ সমাসবদ্ধ
পদ বা সমস্তপদের ব্যাসবাক্য- 
ক) রক্তদ্বারা রঞ্জিত খ) রক্তের
প্রবাহ গ) পরস্পরের রক্তপাত ঘ) বহুলোকের রক্তপাত 
১৪) ‘আমি ভাত খাই’ এখানে ‘ভাত’
কোন্ কারকে কোন্ বিভক্তি? 
ক) করণ কারকে শূন্য বিভক্তি খ)
কর্ম কারকে শূন্য বিভক্তি গ) কর্ম কারকে ১মা বিভক্তি ঘ) ক ও খ উভয়টি 
১৫) ‘রাতুল’ শব্দের অর্থ- 
ক) লাল মোরগ খ) লাল পথ গ) লাল
শালুক ঘ) লাল 
১৬) ‘যা কষ্টে জয় করা যায়’ –
তাকে এক কথায় কী বলে? 
ক) দুর্জয় খ) কষ্টার্জিত গ) অদম্য
ঘ) পরিশ্রমলব্ধ 
১৭) ‘ঘটিরাম’ বাগধারাটির অর্থ
ক) ভণ্ডধার্মিক খ) ন্যাকামি গ)
বড়মুখ ঘ) অপদার্থ 
১৮) ‘It culminated into
failure’ - এর বাংলা- 
ক) এটা ব্যর্থতা কাটিয়ে উঠল খ)
এটা ব্যর্থতারাই নামান্তর গ) এটা ব্যর্থতায় পর্যবসিত হলো ঘ) এটা ব্যর্থতাকে রুখে দিল
১৯) ‘উচাটন’ এর বিপরীত শব্দ-
ক) ঊর্ধ্বটান খ) প্রশান্ত গ)
উঁচুনিচু ঘ) উত্তাল 
২০) ‘আপনি সচ্ছল ও অভিজাত পরিবারের
সন্তান হইয়াও যে আচরণ করলেন তাহা একমাত্র নেশাগ্রস্ত ব্যক্তির পক্ষেই সম্ভব।’ চলিত
রীতির বাক্যটিতে ভুল- 
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ক, ৯.
ঘ, ১০. খ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. গ 

No comments:
Post a Comment