Friday, March 1, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৯


বাংলা মডেল টেস্ট-৯ 



১) ভুল সন্ধি-
ক) মনঃ+কষ্ট=মনঃকষ্ট খ) ইতঃ+পূর্বে=ইতোপূর্বে গ) সিম্+হ=সিংহ ঘ) শ্রু+অন+শ্রবণ

২) ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ?
ক) সুখী খ) সারি গ) শুকী ঘ) শুকা

৩) দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ
ক) দম্পতি খ) মধুমাখা গ) রাজপথ ঘ) পলান

৪) আধার আধেয় সম্বন্ধ হলো-
ক) টিনের দুধ খ) রাজশাহীর পদ্মা গ) যমুনা-সেতু ঘ) টর্চের আলো

৫) সাধারণত কোন করনের শব্দের সমার্থ্য শব্দ হয় না?
ক) সাধিত শব্দ খ) পারিভাষিক শব্দ গ) সংকর ঘ) অজ্ঞাতমূলক শব্দ

৬) ‘যুযুৎসা’ শব্দের সম্প্রসারিত রূপ-
ক) যুদ্ধবিদ্যা শিক্ষার আগ্রহ খ) যুদ্ধ করার ইচ্ছা গ) যুযুৎসা শিক্ষার ইচ্ছা ঘ) আত্মরক্ষার্থে আমাদের বিশেষ কৌশল

৭) ‘টুপভুজঙ্গ’ বাগধারাটির অর্থ-
ক) জল-সাপ খ) নির্লজ্জ গ) নেশাগ্রস্থ ঘ) গো-সাপ

৮) ‘বিপদ কখনো একা আসে না’ এর ইংরেজি-
ক) Misfortune never alone comes
খ) Misfortune come never alone
গ) Misfortune never alone come
ঘ) Misfortune never come alone

৯) যথাযথ বিপরীত শব্দজোড় নয়-
ক) আকাশ-পাতাল খ) উত্তম-মধ্যম গ) কান্না-হাসি ঘ) গৃহী-সন্ন্যাসী

১০) কোন্ ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক) সংস্কৃত খ) পালি গ) প্রাকৃত ঘ) বঙ্গ-কামরূপী

১১) ‘গো-অক্ষ=গবাক্ষ’ এটি কোন্ প্রকার সন্ধি?
ক) স্বরসন্ধি খ) স্বর-ব্যঞ্জন সন্ধি গ) নিপাতনে সন্ধি ঘ) বিসর্গ সন্ধি

১২) লিঙ্গ ব্যাকরণের কোন্ অংশের আলোচ্যবিষয়?
ক) শব্দতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) অর্থতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব

১৩) ‘কথাসর্বস্ব’ কোন্ ধরনের বহুব্রীহি সমাস?
ক) সমানাধিকরণ খ) ব্যাধিকরণ গ) ব্যতিহার ঘ) মধ্যপদলোপী

১৪) ‘তুমি কোন্ কাননের ফুল’ এ বাক্যে ফুল কোন্ কারক?
ক) অপাদান খ) কর্ম গ) সম্প্রদান ঘ) করণ

১৫) ‘বসুমতী’ শব্দটির সমার্থক শব্দ-
ক) ধরিত্রী খ) ফল গ) গিরি ঘ) কানন

১৬) ‘যে ব্যক্তির বয়স নব্বই বছর’ – এককথায়
ক) বৃদ্ধ খ) নবতিপর গ) বর্ষীয়ান ঘ) প্রবীণ

১৭) ‘মহাভারত অশুদ্ধ হওয়া’ – বাগধারাটির অর্থ-
ক) অপবিত্র হওয়া খ) বড় ক্ষতি হওয়া গ) বড় দোষ হওয়া ঘ) বড় অপমান হওয়া

১৮) Squirrel - এর বঙ্গানুবাদ-
ক) ঝগরাটে খ) বর্গাকৃতি গ) নিপীড়নকারী ঘ) কাঠবিড়ালী

১৯) ‘ধনিন’ এর বিপরীত শব্দ-
ক) নির্ধন খ) দরিদ্র গ) নিঃস্ব ঘ) শ্রমিক

২০) ‘গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার মতো নৈপুণ্যেও নেই এবং তাতে মানসিক বিকাশও ব্যাহত হইয়া থাকে’ সাধু বাক্যে ভুলের সংখ্যা-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি




উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ

No comments:

Post a Comment