বাংলা মডেল টেস্ট-৫
১) ‘শান্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) শান্+ত খ) শাঃ+ত গ) শাম+তহ
ঘ) শাম+ত
২) কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ
আছে?
ক) শুক খ) গায়ক গ) প্রিয়া ঘ)
কোনটিই নয়
৩) ‘কোলে ও পিঠে = কোলেপিঠে’
এটি কোন্ প্রকার সমাস?
ক) সমার্থক দ্বন্দ্ব খ) বহুপদী
দ্বন্দ্ব গ) অলুক দ্বন্দ্ব ঘ) তৎপুরুষ
৪) ‘নীল আকাশের নিচে আমি রাস্তা
চলেছি একা’ – ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক) করণে শূন্য খ) কর্মে শূন্য
গ) অপাদানে শূন্য ঘ) সম্প্রদানে শূন্য
৫) ‘চাঁদ’ – এর সমার্থক শব্দ-
ক) ভানু খ) নিশীথিনী গ) কোমলকান্ত
ঘ) রজনীকান্ত
৬) ‘যে স্ত্রী স্বামী প্রবাসে
আছে’ তাকে কী বলে?
ক) প্রোষিতভর্তৃকা খ) প্রবাসিনী
গ) প্রোষিতপত্নীর ঘ) প্রেষণী
৭) ‘রামগরুড়ের ছানা’ বলতে বোঝায়?
ক) আমুদে লোক খ) গোমড়ামুখো লোক
গ) অভূত লোক ঘ) নির্বোধ লোক
৮) 'To keep up appearances' – এর বাংলা
ক) বাইরের ঠাট বজায় রাখা খ) আবির্ভূত
হওয়া গ) উপস্থিতি বজায় রাখা ঘ) নিজেকে দেখানো
৯) ‘ঝানু’ এর বিপরীত-
ক) চতুর খ) পটু গ) বোকা ঘ) অপটু
১০) আমি তার উদ্ধতপূর্ণ আচরণে
ব্যথিত হইয়াছি। সাধু ভাষার এ বাক্যে মোট ভুল ভুল আছে-
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১১) ‘প্রেম’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) পৃ+ইমন্ খ) প্রম্+ইমন গ) প্রঃ+ইমন
ঘ) প্রিয়+ইমন্
১২) কোনটি নিত্য পুঃলিঙ্গ শব্দ
নয়?
ক)পুরোহিত খ) কৃতদার গ) স্ত্রৈণ
ঘ) পাগল
১৩) সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্নভাবে
দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
ক) ড্যাশ খ) হাইফেন গ) কোলন ঘ)
সেমিকোলন
১৪) ‘বসন্তে বসন্তে তোমার কবিরে
দাও ডাক’- এ বাক্যে ‘বসন্তে বসন্তে’ কোন কারক?
ক) করণ খ) অধিকরণ গ) কর্ম ঘ)
অপাদান
১৫) ‘প্রেক্ষিত’ শব্দের অর্থ-
ক) দৃষ্টিকোণ খ) পর্যবেক্ষণ গ)
দর্শন করা হয়েছে এমন ঘ) প্রেক্ষাপট
১৬) ‘প্রতিধ্বনি ক্রমবিস্তার’
এর এক শব্দরূপ-
ক) অনুকরণ খ) অনুপ্রাণন গ) অনুবর্তন
ঘ) অনুরূপ
১৭) ‘চুলায় দেয়া’র বিশিষ্টার্থ-
ক) পরিত্যাগ করা খ) সর্বনাশ করা
গ) নিশ্চিহ্ন করা ঘ) পোড়ানো
১৮) 'He called me names' - এর অনুবাদ
ক) সে আমাকে নাম ধরে ডাকল খ)
সে আমার নাম স্মরণ করল গ) সে আমার নামে নিন্দা করল ঘ) সে আমাকে গাল দিল
১৯) ‘উগ্র’ শব্দের বিপরীত-
ক) সৌম্য খ) ভদ্র গ) অগ্র ঘ)
সুশীল
২০) বাংলা সাহিত্যে প্রথম চলিত
রীতির ব্যবহারকারী কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ)
মাইকেল মধুসূদন দত্ত গ) প্রমথ চৌধুরী ঘ) মীর মশাররফ হোসেন
উত্তর: ১. ঘ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯.
ঘ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ
No comments:
Post a Comment