বাংলা মডেল টেস্ট-৩
১) কোন্ শব্দটি সন্ধিজাত?
ক) শীতল খ) অধিকার গ) তোমার ঘ)
সংখ্যা
২) ‘বৃহৎ’ অর্থে স্ত্রীবাচক শব্দ
কোনটি?
ক) যোগীনি খ) ক্ষত্রিয়ানী গ)
অরণ্যানী ঘ) গীতিকা
৩) ‘ধামাধরা’ শব্দটি কোন্ সমাস?
ক) সমাধিকরণ বহুব্রীহি খ) উপপদ
তৎপুরুষ গ) বিরোধার্থক দ্বন্দ্ব ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
৪) ‘রেখো মা দাসেরে মনে।’ এ বাক্যে
‘দাসেরে’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
ক) কর্মে দ্বিতীয়া খ) কর্তায়
দ্বিতীয়া গ) কর্মে চতুর্থী ঘ) অপাদানে চতুর্থী
৫) ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ
নয় কোনটি?
ক) সাগর খ) পারাবার গ) স্রোতস্বতী
ঘ) অর্ণব
৬) ‘গম্ভীর ধ্বনি’ – এর বাক্য
সংকোচন-
ক) মন্ত্র খ) মন্দ্র গ) মর্মর
ঘ) মর্মন্তদ
৭) ‘লম্বাদেয়া’ বাগধারাটির অর্থ’
–
ক) পালানো খ) দীর্ঘ বক্তৃতা গ)
বড় আকৃতির মেঘ ঘ) সরে যাওয়া
৮) ‘He has broken with his
friend’- বাক্যটির বাংলা-
ক) সে তার বন্ধুকে বিদায় করে
দিয়েছে খ) সে তার বন্ধুর বিশ্বাস ভঙ্গ করেছে গ) সে তার বন্ধুকে আঘাত করেছে ঘ) সে তার
বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে
৯) ‘চঞ্চল’ এর বিপরীত শব্দ-
ক) বিচল খ) অবিচল গ) প্রচল ঘ)
নিশ্চল
১০) ‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে
দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল’ – সাধুরীতির বাক্যটিতে ভুলের
সংখ্যা-
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়
১১) ‘সন্নিহিত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) সং+নিহিত খ) সম+নিহিত গ) সৎ+নিহিত
ঘ) সন+নিহিত
১২) মানুষ কোন্ লিঙ্গ?
ক) পুংলিঙ্গ খ) স্ত্রী লিঙ্গ
গ) ক্লীব লিঙ্গ ঘ) উভয় লিঙ্গ
১৩) ‘মহাকীর্তি’ এর ব্যাসবাক্য
কোনটি?
ক) মহান যে কীর্তি খ) মহৎ যে
কীর্তি গ) মহতী যে কীর্তি ঘ) মহা মহা কীর্তি
১৪) ‘বিপদে মোরে রক্ষা কর’ ‘বিপদে’
কোন্ কারক?
ক) অপাদানে ৭মী খ) অধিকরণে ২য়া
গ) অপাদানে ২য়া ঘ) কর্মে ৭মী
১৫) ‘কপাল’ শব্দের সমার্থক শব্দ-
ক) চিকুর খ) ভাল গ) কপোল ঘ) খুলি
১৬) ‘পঞ্চম সুর’ এর অর্থ কী?
ক) পায়ের পাতা খ) দেবতার আরাধনা
গ) কোকিলের সুরলহরী ঘ) পল্লব
১৭) ‘গরম গরম’ এর বিশিষ্টার্থ-
ক) টাটকা খ) উত্তেজনাপূর্ণ গ)
সাম্প্রতিক ঘ) উত্তপ্ত
১৮) The boy takes after his
father- এর বাংলা অর্থ-
ক) ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত
খ) ছেলেটি তার পিতাকে অনুসরণ করে থাকে গ) ছেলেটি তার পিতার মতো ঘ) ছেলেটি তার পিতাকে
দেখাশোনা করে
১৯) ‘অহ্ন’ এর বিপরীত শব্দ-
ক) সূর্য খ) গতি গ) অপর ঘ) রাত্রি
২০) ‘জীবনে সার্থকতা অর্জন করিতে
চাইলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, সব অপসুনগুলো বিসর্জ্জন দিতে হবে।’ চলতি ভাষারীতির
বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) চার খ) পাঁচটি গ) ছয়টি ঘ)
সাতটি
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯.
খ, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ
No comments:
Post a Comment