Monday, February 18, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৭


বাংলা মডেল টেস্ট-৭



১) নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) তদ্+কাল=তৎকাল খ) সম+তান=সন্তান গ) গো+পদ=গোষ্পদ ঘ)অন্ত+ধান=অন্তর্ধান

২) নাটিকা শব্দটি কোন্ অর্থে স্ত্রীবাচক?
ক) ক্ষুদ্রার্থে খ) বিপরীতার্থক গ) সমার্থে ঘ) বৃহদার্থে

৩) বহুব্রীহি সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ-
ক) রাজেন্দ্র খ) গায়েপড়া গ) পকেটমার ঘ) হৃতসর্বস্ব

৪) যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলা হয়-
ক) নিজ বিভক্তি খ) তির্যক বিভক্তি গ) সর্ব বিভক্তি ঘ) গণ বিভক্তি

৫) ‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ-
ক) বৃষভ খ) এলানো গ) ঋজু ঘ) হোমক

৬) শত্রুকে দমন করে যে, তাকে এক কথায় বলা হয়-
ক) শত্রুঘ্ন খ) শত্রু হন্তা গ) আরবৈরী ঘ) অরিন্দম

৭) ‘নেপোয় মারে দই।’ বাগধারাটির অর্থ-
ক) ধুর্ত লোকের ফলপ্রাপ্তি খ) অন্যকে ঠকানো গ) চাতুর্যপূর্ণ চুরি ঘ) আত্মসাৎ

৮) ‘Why do you fight sight at me?’ এর বাংলা অর্থ’
ক) কেন তুমি আমাকে এড়িয়ে চলছ?
খ) কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করছ?
গ) কেন তুমি আমাকে আঘাত করছ?
ঘ) কেন তুমি আমাকে ফাঁকি দিচ্ছ?

৯) ‘গৃহী’ এর বিপরীত শব্দ-
ক) সংসারী খ) সঞ্চয়ী গ) সংস্থিতি ঘ) সন্ন্যাসী

১০) ‘জরাগ্রস্থ মহারাজ বানপ্রস্থ অবলম্বনে সিদ্ধান্ত গ্রহণ করিয়া মাহরাণীর জন্য অপেক্ষা করতে লাগিলেন’। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১১) নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবিদ্ধ হয়েছে কোনটি?
ক) মৃন্ময় খ) বৃহস্পতি গ) বৃহদর্থ ঘ) আদ্যন্ত

১২) কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক) যোগী খ) মহতী গ) মায়াবী ঘ) মেধাবী

১৩) ‘পণ্ডিতমূর্খ’ – এর ব্যাসবাক্য কোনটি?
ক) পণ্ডিত সেজে আছে যে মূর্খ খ) যিনি পণ্ডিত তিনি মূর্খ গ) পণ্ডিত অথচ মূর্খ ঘ) পণ্ডিত ও মূর্খ

১৪) ‘সারারাত বৃষ্টি হয়েছে’ – এখানে সারারাত কোন্ কারক?
ক) কর্ম খ) করণ গ) অপাদান ঘ) অধিকরণ

১৫) ‘অন্যতম’ শব্দের অর্থ কি?
ক) প্রসিদ্ধ খ) উল্লেখযোগ্য গ) এক ঘ) অনেকের মধ্যে এক

১৬) ‘দুইবার জন্মে যে’ এক কথায়-
ক) পূনর্জন্ম খ) প্রত্যাবর্তন গ) দ্বিজ ঘ) কোনটিই নয়

১৭) ‘ডামাডোল’, বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক) হৈ চৈ খ) চিৎকার গ) গোলযোগ ঘ) যুদ্ধ

১৮) ‘Waste not, want not.’ এর বাংলা-
ক) নষ্ট করো না, কিন্তু চেয়ো না।
খ) অপচয় করো না, অভাবও হবে না।
গ) নষ্ট করো না, করলে চাইতেও পারবে না।
ঘ) অপচয় করো না, কিছু চেয়ো না।

১৯) ‘গৌরব’ শব্দের বিপরীত-
ক) অপমান খ) অমর্যাদা গ) লাঘব ঘ) লজ্জা

২০) ‘আমার মনে হইয়াছে, ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার নৌকাডুবি থেকে উদ্ধার করতে পারিবেন।’ চলিত রীতির বাক্যটিতে ভুল-
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়



উত্তর: ১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. খ

No comments:

Post a Comment