Thursday, February 28, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৮


বাংলা মডেল টেস্ট-৮ 



১) ‘সন্ধি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-
ক) সন+ধি খ) সম+ধি গ) সম্+ধি ঘ) সং+ধি

২) কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক) হুজুরাইন খ) ঠাকুরুণ গ) পাগলী ঘ) ডাইনী

৩) কোনটি তৎপুরুষ সমাস?
ক) জনমানব খ) মহাকাব্য গ) শতাব্দী ঘ) মন্ত্রমুগ্ধ

৪) ছেলেটি অঙ্কে কাঁচা-এ বাক্যে ‘অঙ্ক’ কোন্ কারক?
ক) অধিকরণ খ) করণ গ) সম্প্রদান ঘ) অপাদান

৫) প্রতিশব্দদ্বয়-
ক) প্যান্ট-কোর্তা খ) মৎস-মাংস গ) লাল-লোহিত ঘ) ফ্রুট-ফল

৬) ‘অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়’ এক কথায় কী হবে?
ক) অনধ্যয় খ) দুরধ্যয় গ) কষ্টধ্যয়ন ঘ) নিরধ্যয়ন

৭) ‘শিকায় তোলা’ বাগধারাটির অর্থ-
ক) মুলতবি রাখা খ) সর্বনাশ করা গ) বিগড়ে দেয়া ঘ) গোপন করা

৮) ‘No smoker without fire’ - এর বাংলা-
ক) আগুন ছাড়া ধোঁয়া হয় না খ) বিনা স্বার্থে কিছুই হয় না গ) সব গুজবেরই ভিত্তি আছে ঘ) গুজবই রহস্য সৃষ্টি করে

৯) ‘ঐহিক’ এর বিপরীত শব্দ-
ক) ঐশ্বর্য খ) অনৈক্য গ) সেদিক ঘ) পারত্রিক

১০) ‘স্ত্রী-বিয়োগের আঘাত সহ্য করিতে না পেরে জামিল সাহেব সন্তানদের রেখে বিদেশ চলিয়া যাইতে বাধ্য হলেন।’ সাধুরীতির রচিত বাক্যটিতে ভুল কয়টি?
ক) তিনটি খ) পাঁচটি গ) দুটি ঘ) চারটি

১১) ‘ভ্রাতুষ্পুত্র’ সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) ভ্রাত+পুত্র খ) ভ্রাতঃ+পুত্র গ) ভ্রাতুঃ+পুত্র ঘ) ভ্রাতু+পুত্র

১২) ‘প্রণেতা’ শব্দের স্ত্রীলিঙ্গবাচক রূপ-
ক) প্রণয়ীনি খ) প্রণেত্রী গ) প্রণতি ঘ) প্রণামী

১৩) এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা। এ বাক্যের ‘রঙ্গভরা’ কোন সমাস?
ক) কর্মধারয় খ) বহুব্রীহি গ) তৎপুরুষ ঘ) অব্যয়ীভাব

১৪) ‘আমারে ফিরায়ে লহ অয়ি বসুন্ধরে’। এ বাক্যের ‘বসুন্ধরে’-
ক) কর্তৃকারক খ) কর্মকারক গ) সম্বোধন পদ ঘ) সম্বন্ধ পদ

১৫) ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ-
ক) ধরিত্রী খ) বাতাস গ) মাটি ঘ) মরুদ্যান

১৬) যে রমনী কখনো সূর্যের মুখ দেখেনি’- এককথায়
ক) অসূর্য্যস্পশ্যা খ) অসূর্যস্পশ্যা গ) অসূর্যস্পশা ঘ) অসূর্যস্পর্শা

১৭) ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-
ক) পাকা আম খ) কপটাচারী গ) কপটহীন ব্যক্তি ঘ) ভণ্ড সাধু

১৮) ‘Contact’ এর অর্থ-
ক) সংসর্গ খ) মূল পাঠ গ) উপসংহার ঘ) প্রসঙ্গ

১৯) ‘যাযাবর’ এর বিপরীত শব্দ-
ক) গৃহকাতর খ) ঘরকুনো গ) গৃহী ঘ) গৃহস্থ

২০) ‘পলিটিকস ও চক্রান্ত যে সমার্থক নয় এ ন্যুনতম বোধ বৃদ্ধিহীন ব্যক্তিগণের হাতে সখ রাজনৈতিক কর্তৃত্বের দায়িত্ব আসিয়া পড়ে তখনই জাতি চরম দুর্দশায় নিপতিত হয়।’ চলিত ভাষায় বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি



উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ

No comments:

Post a Comment