বাংলা মডেল টেস্ট-৪ 
১) ‘উত্থাপন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ
করলে পাই- 
ক) উৎ+পাদন খ) উৎ+স্থাপন গ) উঃ+স্থাপন
ঘ) উঃ+থাপন 
২) কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ?
ক) শিশু খ) বৃদ্ধ গ) প্রৌঢ় ঘ)
নাবালক 
৩) ‘মানবহৃদয়’ কোন্ জাতীয় সমাসবদ্ধ
পদ? 
ক) দ্বন্দ্ব খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) বহুব্রীহি ঘ) অলুক দ্বন্দ্ব 
৪) গুরুজনে ভক্তিকর – ‘গুরুজনে’
কোন কারক? 
ক) কর্তৃ খ) করণ গ) অপাদান ঘ)
সম্প্রদান 
৫) ‘মৃগাঙ্ক’ শব্দটর অর্থ হলো-
ক) হরিণ শিশু খ) চন্দ্র গ) চিত্রা
হরিণ ঘ) বল্গা হরিণ 
৬) ‘বেঁচে থাকার ইচ্ছা’ এক শব্দে
হবে- 
ক) দিদক্ষা খ) প্রেষণা গ) জিজীবিষা
ঘ) বাঞ্ঝা 
৭) ‘তুমি আমার কাঁচকলা করবে’
এখানে কাঁচকলার ব্যবহার 
ক) বিরোধার্থক খ) অবজ্ঞাসূচক
গ) বিস্ময়সূচক ঘ) নঞর্থক 
৮) ‘The situation has come
to a hea’ – এর অর্থ 
ক) পরস্থিতির উন্নতি ঘটছে খ)
পরিস্থিতির অবনতি ঘটছে গ) পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে ঘ) পরস্থিতি উল্লেখযোগ্য হারে
ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছে 
৯) ‘স্থির’ এর বিপরীত- 
ক) জঙ্গল খ) ধারাবাহিক গ) আবর্ত
ঘ) সুস্থির 
১০) অতঃপর তিনি উপস্থিত হয়ে এতদসংক্রান্ত
বিবরণ উপস্থিত জনতাদের অবহিত করতে সচেষ্ট হলে তারা মারমুখী হয়ে উঠল। সাধুভাষার বাক্যটিতে
ভুলের সংখ্যা- 
ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট 
১১) ‘পর্যবেক্ষণ’ এর সন্ধিবিচ্ছেদ-
ক) পর+বেক্ষণ খ) পরি+বেক্ষণ গ)
পর+অবেক্ষণ ঘ) পরি+অবেক্ষণ 
১২) ‘পত্নী’ অর্থে ব্যবহৃত স্ত্রীবাচক
শব্দ কোনটি? 
ক) নেত্রী খ) বিদুষী গ) নানী
ঘ) কিশোরী 
১৩) ‘চিনিপাতা’ শব্দের ব্যাসবাক্য
কোনটি? 
ক) যা চিনি তাই পাতা খ) চিনি
ও পাতা গ) চিনিরূপ পাতা ঘ) চিনির দ্বারা পাতা 
১৪) একবার চোখের দেখাও দেখলাম
না। এ বাক্যের চোখের হলো- 
ক) করণ কারণ খ) কর্মকারক গ) অধিকরণ
কারক ঘ) কোনটিই নয় 
১৫) ‘খাদির’ শব্দের অর্থ কি?
ক) খয়ের খ) আমলকি গ) জর্দাপাতা
ঘ) খাদি কাপড় 
১৬) ‘যা আঘাত পায় নি’ বাক্যটির
এক শব্দে প্রকাশরূপ- 
ক) অনাসাত খ) অনাঘ্রাত গ) অনাহত
ঘ) আনাহূত 
১৭) ‘বালির বাঁধ’ বাগধারার প্রকৃত
অর্থ কোনটি? 
ক) বালি দ্বারা নির্মিত বাঁধ
খ) চোখের পীড়া গ) চক্ষুলজ্জা ঘ) অপ্রিয় ব্যক্তি 
১৮) ‘He is a man of world’ এর
বাংলা- 
ক) তিনি বিশ্ববিখ্যাত লোক খ)
তিনি পৃথিবীর লোক গ) তিনি বিষয়ী লোক ঘ) তিনি সম্পদশালী লোক 
১৯) ‘খিড়কী’ এর বিপরীত শব্দ-
ক) চিলেকোঠা খ) গুপ্তপথ গ) বাতায়ন
ঘ) সিংহদ্বার 
২০) ‘ও কৌতুক করার কৌতুহল সম্বরণ
করতে পারলেন না।’ – বাক্যটিতে ভুলের সংখ্যা- 
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ)
একটি 
উত্তর: ১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯.
খ, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ 

No comments:
Post a Comment