Showing posts with label পরিমাপ. Show all posts
Showing posts with label পরিমাপ. Show all posts

Wednesday, May 15, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ (অনুশীলনীর সমাধান: ২৬-৩১): লেকচার-০৮


অনুশীলনী: ৩



২৬) একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি. বইটির পৃষ্ঠাসংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি. হলে, বইটির আয়তন নির্ণয় কর।

সমাধান:
বইটির দৈর্ঘ্য = ২৫ সে.মি.
বইটির প্রস্থ = ১৮ সে.মি.

বইটির পৃষ্ঠা সংখ্যা = ২০০
সুতরাং বইটির পাতার সংখ্যা = ১০০/২ = ১০০

প্রতিটি পাতার পুরুত্ব = ০.১ মি.মি = ০.১/১০ সে.মি. = ০.০১ সে.মি.
সুতরাং বইটির পুরুত্ব = ০.০১×১০০ = ১ .সে.মি.

সুতরাং বইটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × পুরুত্ব = ২৫ × ১৮ × ১ = ৪৫০ ঘনসে.মি.



ভিডিও লেকচার দেখুন:


২৭) একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?

সমাধান:
পুকুরটির দৈর্ঘ্য = ৩২ মিটার
পুকুরটির প্রস্থ = ২০ মিটার
পুকুরটির গভীরতা = ৩ মিটার

সুতরাং পুকুরটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ৩২ × ২০ × ৩ = ১৯২০ ঘনমিটার।

০.১ ঘনমিটার পানি সেচতে সময় লাগে ১ সেকেন্ড
সুতরাং ১ ঘনমিটার পানি সেচতে সময় লাগে = ১/০.১ সেকেন্ড
সুতরাং ১৯২০ ঘনমিটার পানি সেচতে সময় লাগে = ১৯২০/০.১ = ৩২০ মিনিট = ৫ ঘন্টা ২০ মিনিট।

২৮) ৩ মিটার দৈর্ঘ্য, ২ মিটার প্রস্থ ও ১ মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় ৫০ সে.মি. বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে, পানির গভীরতা কত হবে?

সমাধান:
চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ৩ মিটার
চৌবাচ্চাটির প্রস্থ = ২ মিটার
চৌবাচ্চাটির উচ্চতা = ১ মিটার

সুতরাং চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ৩ × ২ × ১ ঘনমিটার = ৬ ঘনমিটার

আবার,
ধাতব ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = ৫০ সে.মি. = ০.৫ মিটার

সুতরাং ধাতব ঘনকের আয়তন = (০.৫) ঘনমিটার = ০.১২৫ ঘনমিটার

চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনলে পানি আয়তন হবে = (৬ – ০.১২৫) ঘনমিটার = ৫.৮৭৫ ঘনমিটার।

ধনি, ঘনকটি তুলে আনার পর পানির উচ্চতা হবে ক মিটার

সুতরাং শর্তমতে,
৩×২×ক = ৫.৮৭৫
বা, ক = ৫.৮৭৫/৬ = ০.৯৭৯২ মিটার (প্রায়)

২৯) একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ১৫ মিটার ও ৪ মিটার। মেঝের চারিদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সে.মি. বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
ক) ঘরের পরিসীমা নির্ণয় কর।
খ) কতটি পাথরের প্রয়োজন হবে?
গ) ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে?

সমাধান:
ক) ঘরটির দৈর্ঘ্য = ১৫ মিটার
সুতরাং প্রস্থ = ১৫ × ২/৩ = ১০ মিটার

সুতরাং ঘরটির পরিসীমা = ২ × (১৫+১০) = ৫০ মিটার।

খ)
ফাঁকাস্থান বাদে মেঝের দৈর্ঘ্য = ১৫-২×১ = ১৩ মিটার
ফাঁকাস্থান বাদে মেঝের প্রস্থ = ১০-২×১ = ৮ মিটার

সুতরাং ফাঁকাস্থান বাদে মেঝের ক্ষেত্রফল = ১৩×৮ = ০৪ বর্গমিটার।

প্রতিটি বর্গকারের পাথরের দৈর্ঘ্য = ৫০ সে.মি. = ০.৫ মি.

সুতরাং প্রতিটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল = ০.৫×০.৫ = ০.২৫ বর্গমিটার

সুতরাং পাথরের প্রয়োজন হবে ১০৪/০.২৫ = ৪১৬টি

গ) ঘরটির দৈর্ঘ্য = ১৫ মিটার
সুতরাং প্রস্থ = ১৫ × ২/৩ = ১০ মিটার
ঘরটির উচ্চতা = ৪ মিটার
সুতরাং ঘরটির আয়তন = ১৫×১০×৪ = ৬০০ ঘনমিটার

সুতরাং ঘরের মধ্যে বায়ুর আয়তন = ৬০০ ঘনমিটার
আমরা জানি, ১ ঘন মিটার পানির ওজন ১০০০ কেজি
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
সুতরাং ১ ঘনমিটার বায়ুর ওজন = ১০০০×০.০০১২৯ কেজি = ১.২৯ কেজি
সুতরাং ৬০০ ঘনমিটার বায়ুর ওজন = ৬০০×১.২৯ = ৭৭৪ কেজি।

৩০) একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮০ মিটার ও ৬০ মিটার। জমির ভিতরে ৪ মিটার চওড়া পাড় ও ৩ মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হল। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানিশূন্য করা যায়।
ক) পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ কর।
খ) পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ) পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন?

সমাধান:
ক) পুকুরের গভীরতা = ৩ মিটার
আমরা জানি, ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
সুতরাং ৩ মিটার = ৩×৩৯.৩৭ ইঞ্চি = ১১৮.১১ ইঞ্চি।

খ) জমির দৈর্ঘ্য = ৮০ মিটার
জমির প্রস্থ = ৬০ মিটার
জমির ক্ষেত্রফল = ৮০×৬০ = ৪৮০০ বর্গমিটার।

পুকুরের পাড়ের বিস্তার = ৪ মিটার
পাড়বাদের পুকুরের দৈর্ঘ্য = ৮০-২×৪ = ৭২ মিটার
পাড়বাদে পুকুরের প্রস্থ = ৬০-২×৪ = ৫২ মিটার
সুতরাং পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = ৭২×৫২ = ৩৭৪৪ বর্গমিটার

সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল = ৪৮০০ – ৩৭৪৪ = ১০৫৬ বর্গমিটার।

গ) ক থেকে পাই,
পুকুরের দৈর্ঘ্য = ৭২ মিটার
পুকুরের প্রস্থ = ৫২ মিটার
দেওয়া আছে, পুকুরের গভীরতা = ৩ মিটার

সুতরাং পুকুরের আয়তন = ৭২×৫২×৩ = ১১২৩২ ঘনমিটার

সুতরাং পুকুরের পানির আয়তন = ১১২৩২ ঘনমিটার।

০.১ ঘনমিটার পানি সেচতে সময় লাগে ১ সেকেন্ড
সুতরাং ১ ঘনমিটার পানি সেচতে সময় লাগে = ১/০.১
সুতরাং ১১২৩২ ঘনমিটার পানি সেচতে সময় লাগে = ১১২৩২/০.১ = ১১২৩২০ সেকেন্ড = ৩১ ঘণ্টা ১২ মিনিট

৩১) আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল ১০ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্যাম্পাসে অবহিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪০ মিটার, ৩৫ মিটার ও ১০ মিটার এবং দেওয়ালের পুরুত্ব ১৫ সে.মি.।
ক) ক্যাম্পাস এলাকা কত হেক্টর?
খ) স্কুল ক্যাম্পাসের সীমা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ কর।
গ) অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় কর।

সমাধান:
ক) ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল = ১০ একর
আমরা জানি,
২.৪৭ একর = ১ হেক্টর
সুতরাং ১ হেক্টর = ১/২.৪৭
সুতরাং ১০ হেক্টর = ১০/২.৪৭ = ৪.০৪৮৫ হেক্টর (প্রায়)

খ) মনে করি,
ক্যাম্পাস এলাকার প্রস্থ ক মিটার
সুতরাং দৈর্ঘ্য = ৪ক মিটার
সুতরাং ক্ষেত্রফল = ৪ক বর্মিটার

আমরা জানি,
১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার
সুতরাং ১০ একর = ৪০৪৬.৮৬×১০ বর্গমিটার = ৪০৪৬৮.৬ বর্গমিটার

সুতরাং শর্তমতে,
৪ক২ = ৪০৪৬৮.৬
বা, ক২ = ৪০৪৬৮.৬/৪
বা, ক = ১০১১৭.১৫
বা, ক = ১০০.৫৮ (প্রায়)

সুতরাং প্রস্থ = ১০০.৫৮ মিটার (প্রায়)
সুতরাং দৈর্ঘ্য = ৪×১০০.৫৮ মিটার (প্রায়) = ৪০২.৩৪ মিটার (প্রায়)

সুতরাং ক্যাম্পাস এলাকার সীমানা প্রাচীরের দৈর্ঘ্য = ২×(১০০.৫৮+৪০২.৩৪) = ১০০৫.৮৫ মিটার (প্রায়)

গ) দেওয়ালের পুরুত্ব = ১৫ সে.মি. = ০.১৫ মিটার

দৈর্ঘ্যের দিকে ২টি দেওয়ালের ঘনফল = ৪০×০.১৫×১০×২ = ১২০ ঘনমিটার

প্রস্থের দিকে ২টি দেওয়ালের ঘনফল = (৩৫-২×০.১৫)×০.১৫×১০×২ = ১০৪.১ ঘনমিটার

সুতরাং চার দেওয়ালের মোট ঘনফল = ১২০+১০৪.১ = ২২৪.১ ঘনমিটার।

Sunday, May 12, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ (অনুশীলনীর সমাধান: ২০-২৫): লেকচার-০৭


অনুশীলনী: ৩

২০) একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ২ মিটার। উক্ত চৌবাচ্চাটি পানিভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম?

সমাধান:
চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ৫.৫ মিটার = ৫৫০ সে.মি. [যেহেতু ১ মিটার = ১০০ সে.মি.]
চৌবাচ্চাটির প্রস্থ = ৪ মিটার = ৪০০ সে.মি.
চৌবাচ্চাটির উচ্চতা = ২ মিটার = ২০০ সে.মি.

সুতরাং চৌবাচ্চাটির আয়তন = দৈঘ্য × প্রস্থ × উচ্চতা = ৫৫০×৪০০×২০০ = ৪৪০০০০০০ ঘন সে.মি.

আমরা জানি,
১০০০ ঘন সে.মি. = ১ লিটার
সুতরাং ৪৪০০০০০০ ঘন সে.মি. = ৪৪০০০০০০/১০০০ = ৪৪০০০ লিটার

আবার,
১ লিটার পানির ওজন = ১ কিলোগ্রাম
সুতরাং ৪৪০০০ লিটার পানির ওজন = ৪৪০০০ কিলোগ্রাম।

সুতরাং চৌবাচ্চাটির পানির আয়তন ৪৪০০০ লিটার এবং পানির ওজন ৪৪০০০ কিলোগ্রাম।


ভিডিও লেকচার দেখুন:



২১) আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১.৯০ টাকা দরে ঘাস লাগাতে ১০২৬০ টাকা ব্যয় হয়। প্রতি মিটার ২.৫০ টাকা দরে ঐ মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে?

সমাধান:
মনে করি, প্রস্থ ক মিটার।
সুতরাং দৈর্ঘ্য = ১.৫ক মিটার।
সুতরাং ক্ষেত্রফল = ১.৫ক×ক বর্গমিটার = ১.৫ক বর্গমিটার।

১.৯০ টাকা খরচ হয় ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় = ১/১.৯০ বর্গমিটারে
১০২৬০ টাকা খরচ হয় = ১০২৬০/১.৯০ = ৫৪০০ বর্গমিটারে

সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ৫৪০০ বর্গমিটারে।

শর্তমতে,
১.৫ক = ৫৪০০
বা, ক = ৫৪০০/১.৫
বা, ক = ৩৬০০
বা, ক = ৩৬০০ = ৬০

সুতরাং প্রস্থ = ৬০ মিটার
এবং দৈর্ঘ্য = ১.৫×৬০ = ৯০ মিটার

সুতরাং পরিসীমা = ২×(৯০+৬০) = ৩০০ মিটার।

১ মিটারে খরচ হয় ২.৫ টাকা
সুতরাং ৩০০ মিটারে খরচ হয় = ২.৫×৩০০ = ৭৫০ টাকা

সুতরাং মাঠের চারদিকে বেড়া দিতে ৭৫০ টাকা খরচ হয়।

২২) একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত?

সমাধান:
মনে করি, ঘরটির দৈর্ঘ্য ক মিটার এবং প্রস্থ খ মিটার।
সুতরাং ঘরটির ক্ষেত্রফল = কখ বর্গমিটার।

কখ বর্গমিটারে খরচ হয় = ৭২০০ টাকা
সুতরাং ১ বর্গমিটারে খরচ হয় = ৭২০০/কখ টাকা

আবার, প্রস্থ ৩ মিটার কম হলে ঘরটির প্রস্থ হতো (খ-৩) মিটার
সুতরাং ক্ষেত্রফল হতো = ক(খ-৩) বর্গমিটার

প্রস্থ ৩ মিটার কম খরচ কম হতো ৫৭৬ টাকা
সুতরাং প্রস্থ ৩ মিটার কম হলে খরচ হতো ৭২০০-৫৭৬ = ৬৬২৪ টাকা

সুতরাং ক(খ-৩) বর্গমিটারে খরচ হতো ৬৬২৪ টাকা
সুতরাং ১ বর্গমিটারে খরচ হতো ৬৬২৪/ক(খ-৩) টাকা

শর্তমতে, ৬৬২৪/ক(খ-৩) = ৭২০০/কখ
বা, ৬৬২৪/খ-৩ = ৭২০০/খ
বা, ৭২০০খ – ২১৬০০ = ৬৬২৪ খ
বা, ৭২০০খ – ৬৬২৪খ = ২১৬০০
বা, ৫৭৬খ = ২১৬০০
বা, খ = ২১৬০০/৫৭৬
বা, খ = ৩৭.৫

সুতরাং ঘরটির প্রস্থ ৩৭.৫ মিটার।

২৩) ৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত বিশিষ্ট একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ঐ পথ বাঁধানোর খরচ কত?

সমাধান:
দৈর্ঘ্য = ৮০ মিটার
প্রস্থ = ৬০ মিটার
সুতরাং ক্ষেত্রফল = ৮০ × ৬০ = ৪৮০০ বর্গমিটার।

রাস্তাবাদে দৈর্ঘ্য = ৮০-(৪×২) = ৭২ মিটার
রাস্তাবাদে প্রস্থ = ৬০-(৪×২) = ৫২ মিটার
সুতরাং রাস্তাবাদে ক্ষেত্রফল = ৭২×৫২ = ৩৭৪৪ বর্গমিটার

সুতরাং রাস্তার ক্ষেত্রফল = ৪৮০০ – ৩৭৪৪ = ১০৫৬ বর্গমিটার
১ বর্গমিটারে খরচ হয় ৭.২৫ টাকা
সুতরাং ১০৫৬ বর্গমিটারে খরচ হয় = ৭.২৫×১০৫৬ টাকা = ৭৬৫৬ টাকা

সুতরাং পথটি বাঁধাতে খরচ হয় ৭৬৫৬ টাকা।

২৪) ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মোট কত খরচ হবে?

সমাধান:
চৌবাচ্চাটির গভীরতা = ২.৫ মিটার = ১৫০ সে.মি.

চৌবাচ্চাটিতে পানি ধরে ২৮,৯০০ লিটার = ২৮৯০০×১০০০ = ২৮৯০০০০০ ঘন সে.মি.

সুতরং চৌবাচ্চাটির আয়তন = ২৮৯০০০০০ ঘন সে.মি.

অতএব চৌবাচ্চাটির তলের ক্ষেত্রফল = আয়তন/গভীরতা = ২৮৯০০০০০/২৫০ = ১১৫৬০০ বর্গ সে.মি.

যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতি সুতরাং চৌবাচ্চাটির তলের এক বাহুর দৈর্ঘ্য = ১১৫৬০০ সে.মি. = ৩৪০ সে.মি. = ৩.৪ মিটার

চৌবাচ্চাটির তলের ক্ষেত্রফল = ৩.৪×৩.৪ = ১১.৫৬ বর্গমিটার
চৌবাচ্চাটির পাশের একটি তলের ক্ষেত্রফল = ৩.৪×২.৫ = ৮.৫ বর্গমিটার

চৌবাচ্চাটির ভিতরের সমগ্র তলের মোট ক্ষেত্রফল = ১১.৫৬+(৪×৮.৫) = ৪৫.৫৬ বর্গমিটার।

প্রতি বর্গমিটারে খরচ হয় ১২.৫০ টাকা
সুতরাং ৪৫.৫৬ বর্গমিটারে খরচ হয় ১২.৫০×৪৫.৫৬ = ৫৬৯.৫০ টাকা

সুতরাং চৌবাচ্চাটির ভিতরে সীসার পাত লাগাতে খরচ হয় ৫৬৯.৫০ টাকা

২৫) একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া। ৪ মিটার লম্বা ও ২.৫ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম ২৭.৫০ টাকা হলে, মোট খরচ কত হবে?

সমাধান: 
ঘরের মেঝের দৈর্ঘ্য = ২৬ মিটার
ঘরের মেঝের প্রস্থ = ২০ মিটার
সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল = ২৬×২০ = ৫২০ বর্গমিটার।

আবার, প্রতিটি মাদুরের দৈর্ঘ্য = ৪ মিটার
প্রতিটি মাদুরের প্রস্থ = ২.৫ মিটার
সুতরাং প্রতিটি মাদুরের ক্ষেত্রফল = ৪×২.৫ = ১০ বর্গমিটার।

সুতরাং ঘরের মেঝে ঢাকতে মাদুর লাগবে = ৫২০/১০ = ৫২টি

১ টি মাদুরের দাম ২৭.৫০ টাকা
সুতরাং ৫২টি মাদুরের দাম = ২৭.৫০×৫২ = ১৪৩০ টাকা

সুতরাং মাদুর লাগবে ৫২টি এবং খরচ হবে ১৪৩০ টাকা।

Friday, May 10, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ (অনুশীলনীর সমাধান: ১৫-১৯): লেকচার-০৬


অনুশীলনী: ৩


১৫) একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে,
বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = ৩০০ মিটার।
সুতরাং বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = (৩০০) বর্গমিটার = ৯০০০০ বর্গমিটার

ক্ষেত্রটির বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে।
সুতরাং রাস্তাসহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = ৩০০+৪+৪ = ৩০৮ মিটার
সুতরাং রাস্তাসহ বর্কার ক্ষেত্রটির ক্ষেত্রফল = (৩০৮) বর্গমিটার = ৯৪৮৬৪ বর্গমিটার।

সুতরাং রাস্তার ক্ষেত্রফল = ৯৪৮৬৪ – ৯০০০০ = ৪৮৬৪ বর্গমিটার।



ভিডিও লেকচার দেখুন:


১৬) একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে, উচ্চতা নির্ণয় কর।

সমাধান:
এখানে,
জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার।
জমির ভূমি = ২২ মিটার।
জমির উচ্চতা = ?

আমরা জানি, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
বা, ২৬৪ = ১/২ × ২২ × উচ্চতা
বা, ২৬৪ = ১১ × উচ্চতা
বা, উচ্চতা = ২৬৪/১১ = ২৪ মিটার

সুতরাং নির্ণেয় উচ্চতা ২৪ মিটার।

১৭) একটি চৌবাচ্চায় ১৯২০০ লিটার পানি ধরে। এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে, দৈর্ঘ্য কত?

সমাধান:
চৌবাটিতে পানি ধরে = ১৯২০০ লিটার
সুতরাং চৌবাটির আয়তন = ১৯২০০ লিটার = ১৯২০০×১০০০ ঘন সে.মি. = ১৯২০০০০০ ঘন সে.মি.

চৌবাটির গভীরতা = ২.৫৬ মিটার = ২৫৬ সে.মি.
চৌবাটির প্রস্থ = ২.৫ মিটার = ২৫০ সে.মি.
চৌবাটির দৈর্ঘ্য = ?

আমরা জানি,
চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
বা, ১৯২০০০০০ = দৈর্ঘ্য × ২৫০ × ২৫৬
বা, দৈর্ঘ্য = ১৯২০০০০০/৬৪০০০
বা, দৈর্ঘ্য = ৩০০ সে.মি. = ৩ মিটার

সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য = ৩ মিটার।

১৮) স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য ৭.৮ সে.মি, প্রস্থ ৬.৪ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি.। স্বর্ণের বারটির ওজন কত?

সমাধান:
এখানে,
স্বর্ণের বারের দৈর্ঘ্য = ৭.৮ সে.মি
স্বর্ণের বারের প্রস্থ = ৬.৪ সে.মি.
এবং স্বর্ণের বারের উচ্চতা = ২.৫ সে.মি.

সুতরাং স্বর্ণের বারের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ৭.৮ × ৬.৪ × ২.৫ = ১২৪.৮ ঘন সে.মি.

আমরা জানি,
১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন = ১ গ্রাম।
যেহেতু স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী
সুতরাং ১ ঘন সে.মি. স্বর্ণের ওজন = ১৯.৩ গ্রাম
সুতরাং ১২৪.৮ ঘন সে.মি. স্বর্ণের ওজন = ১৯.৩ × ১২৪.৮ = ২৪০৮.৬৪ গ্রাম

সুতরাং নির্ণের স্বর্ণের বারের ওজন ২৪০৮.৬৪ গ্রাম।

১৯) একটি ছোট বাক্সের দৈর্ঘ্য ১৫ সে.মি. ২.৪ মি.মি., প্রস্থ ৭ সে.মি. ৬.২ মি.লি এবং উচ্চতা ৫ সে.মি. ৮ মি.লি। বাক্সটির আয়তন কত ঘনসেন্টিমিটার?

সমাধান:
বাক্সের দৈর্ঘ্য = ১৫ সে.মি. ২.৪ মি.মি. = ১৫ সে.মি. + ২.৪/১০ সে.মি. = ১৫.২৪ সে.মি.
বাক্সের প্রস্থ = ৭ সে.মি. ৬.২ মি.মি. = ৭ সে.মি. + ৬.২/১০ সে.মি. = ৭.৬২ সে.মি.
বাক্সের উচ্চতা = ৫ সে.মি. ৮ মি.মি. = ৫ সে.মি. + ৮/১০ সে.মি. = ১৫.৮ সে.মি.

সুতরাং বাক্সের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ১৫.২৪×৭.৬২×১৫.৮ ঘন সে.মি. = ৬৭৩.৫৪৭০৪ ঘন সে.মি. = ৬৭৩.৫৪৭ ঘন সে.মি. (প্রায়)

সুতরাং বাক্সটির আয়তন ৬৭৩.৫৪৭ ঘন সে.মি. (প্রায়)

Thursday, May 9, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ (অনুশীলনীর সমাধান: ১০-১৪): লেকচার-০৫



অনুশীলনী: ৩

১০) একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান:
এখানে,
পুকুরের দৈর্ঘ্য = ৬০ মিটার
পুকুরের প্রস্থ = ৪০ মিটার
সুতরাং পুকুরের ক্ষেত্রফল = ৬০×৪০ বর্গমিটার = ২৪০০ বর্গমিটার।

পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার।
সুতরাং পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ৬০+৩+৩ = ৬৬ মিটার
এবং পাড়সহ পুকুরের প্রস্থ = ৪০+৩+৩ = ৪৬ মিটার
সুতরাং পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ৬৬×৪৬ বর্গমিটার = ৩০৩৬ বর্গমিটার।

সুতরাং পাড়ের ক্ষেত্রফল = ৩০৩৬ – ২৪০০ বর্গমিটার = ৬৩৬ বর্গমিটার

সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল = ৬৩৬ বর্গমিটার।



ভিডিও লেকচার দেখুন: 


১১) আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আমরা জানি, ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার।
সুতরাং ১০ একর = ৪০৪৬.৮৬×১০ = ৪০৪৬৮.৬ বর্গমিটার

মনে করি, আয়তক্ষেত্রটির প্রস্থ ক মিটার।
সুতরাং দৈর্ঘ্য ৪ক মিটার।

সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৪ক×ক = ৪ক বর্গমিটার।

প্রশ্নমতে,
৪ক = ৪০৪৬৮.৬
বা, ক = ৪০৪৬৮.৬/৪
বা, ক = ১০১১৭.১৫ = ১০০.৫৮

সুতরাং প্রস্থ = ১০০.৫৮ মিটার (প্রায়)
অতএব, দৈর্ঘ্য = ৪×১০০.৫৮ মিটার = ৪০২.৩২ মিটার (প্রায়)

১২) একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
মনে করি, ঘরের প্রস্থ = ক মিটার।
সুতরাং দৈর্ঘ্য = ১.৫ক মিটার।
সুতরাং ঘরটির ক্ষেত্রফল = ১.৫ক×ক বর্গমিটার = ১.৫ক বর্গমিটার।

প্রশ্নমতে, ১.৫ক = ২১৬
বা, ক = ২১৬/১.৫
বা, ক = ১৪৪
বা, ক = ১৪৪ = ১২

সুতরাং ঘরটির প্রস্থ = ১২ মিটার
এবং ঘরটির দৈর্ঘ্য = ১.৫×১২ = ১৮ মিটার

সুতরাং ঘরটির পরিসীমা = ২×(১৮+১২) মিটার = ৬০ মিটার

সুতরাং নির্ণেয় পরিসীমা ৬০ মিটার।

১৩) একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান:
ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি = ২৪ মিটার।
এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা = ১৫ মিটার ৫০ সে.মি. = ১৫.৫ মিটার [ যেহেতু ১০০ সে.মি. = ১ মিটার]

সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা = ১/২ × ২৪ × ১৫.৫ = ১৮৬ বর্গমিটার

সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল ১৮৬ বর্গমিটার।

১৪) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সে.মি.। ক্ষেত্রটির বাইরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮ মিটার
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ৩২ মিটার ৮০ সে.মি. = ৩২.৮ মিটার [যেহেতু ১০০ সে.মি. = ১ মিটার]
সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৮ × ৩২.৮ = ১৫৭৪.৪০ বর্গমিটার।

রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮+৩+৩ = ৫৪ মিটার
রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ৩২.৮+৩+৩ = ৩৮.৮ মিটার
রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ৫৪×৩৮.৮ = ২০৯৫.২০ বর্গমিটার

সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল = ২০৯৫.২-১৫৭৪.৪ = ৫২০.৮ বর্গমিটার। 

Sunday, May 5, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ: লেকচার-০৪



উদাহরণ: বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?

সমাধান:
ঘরের আয়তন = দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা = ১৬ মি. × ১২ মি. × ৪ মি. = ৭৬৮ ঘনমিটার × ১০০০০০০ সে.মি. = ৭৬৮০০০০০০ ঘন সে.মি.

বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
সুতরাং ১ ঘন সে.মি. বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম
অতএব, ঘরটিতে বায়ু পরিমাণ = ৭৬৮০০০০০০×০.০০১২৯ গ্রাম = ৯৯০৭২০ গ্রাম = ৯৯০.৭২০ কিলোগ্রাম।

সুতরাং ঘরটিতে বায়ু আছে ৯৯০.৭২ কিলোগ্রাম।


উদাহরণ: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?

সমাধান:

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২+২) মি. = ২৫ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ মি. Ñ (২+২) মি. = ১৯ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ২৫×১৯ বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার।

রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = ২১×১৫ বর্গমিটার = ৩১৫ বর্গমিটার।

সুতরাং রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার।

ঘাস লাগানোর মোট খরচ = (১৬০×২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা

অতএব, ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা।

উদাহরণ: ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = ৪০ × ১.৫ বর্গমিটার = ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০-১.৫)×১.৫ বর্গমিটার = ৪২.৭৫ বর্গমিটার

অতএব, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = ৬০ + ৪২.৭৫ = ১০২.৭৫ বর্গমিটার।

সুতরাং রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল ১০২.৭৫ বর্গমিটার।

উদাহরণ: ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০.০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০.০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?

সমাধান:
কামরার দৈর্ঘ্য ২০ মিটার। প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০×৪) = ৮০ বর্গমিটার।

ক্ষেত্রফল ৮০ বর্গমিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০.০০-৬০০০.০০ = ১৫০০.০০ টাকা।

১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিটারে
১ টাকা খরচ হয় ৮০/১৫০০ বর্গমিটারে
৭৫০০ টাকা খরচ হয় (৮০×৭৫০০)/১৫০০ = ৪০০ বর্গমিটারে।
অতএব, কামরার ক্ষেত্রফল ৪০০ ক্ষেত্রফল

সুতরাং কামরাটির প্রস্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য = ৪০০/২০ = ২০ মিটার।

উত্তর: কামরাটির প্রস্থ ২০ মিটার।

উদাহরণ: একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেয়ালগুলো ১৫ সে.মি. পুরু হলে, চার দেয়ালের আয়তন কত?

সমাধান:

দেয়ালের পুরুত্ব = ১৫ সেমি. = ১৫/১০০ = ০.১৫ মিটার।

দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের আয়তন = (৪+২×০.১৫)×৩×০.১৫×২ ঘনমিটার = ৪.৩×৩×০.১৫×২ ঘনমিটার = ৩.৮৭ ঘনমিটার।

প্রস্থের দিকে দুইটি দেয়ালের আয়তন = ৩.৫×৩×০.১৫×২ ঘনমিটার = ৩.১৫ ঘনমিটার

সুতরাং দেওয়ালগুলোর মোট আয়তন = ৩.৮৭+৩.১৫ = ৭.০২ ঘনমিটার।

সুতরাং নির্ণেয় আয়তন = ৭.০২ ঘনমিটার।

উদাহরণ: একটি ঘরের ৩টি দরজা এবং ৬টি জানালা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন?

সমাধান:
৩টি দরজার ক্ষেত্রফল = (২×১.২৫)×৩ বর্গমিটার = ৭.৫ বর্গমিটার।
৬টি জানালার ক্ষেত্রফল = (১.২৫×১)×৬ বর্গমিটার = ৭.৫ বর্গমিটার।

দরজা ও জানালার মোট ক্ষেত্রফল = (৭.৫+৭.৫) বর্গমিটার = ১৫ বর্গমিটার।

একটি তক্তার ক্ষেত্রফল = (৫×০.৬) বর্গমিটার = ৩ বর্গমিটার।

নির্ণেয় তক্তার ক্ষেত্রফল = দরজা ও জানালার মোট ক্ষেত্রফল ÷ তক্তার ক্ষেত্রফল = ১৫/৩ = ৫ টি


উদাহরণ: একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য ৮.৮ সে.মি, প্রস্থ ৬.৪ সে.মি ও উচ্চতা ২.৫ সে.মি.। লোহার টুকরাটিকে ১৫ সে.মি. দৈর্ঘ্য, ৬.২৫ সে.মি. প্রস্থ ও ৪ সে.মি. উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হল। লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী।
ক) পানির পাত্রের আয়তন নির্ণয় কর।
খ) লোহার ওজন নির্ণয় কর।
গ) পাত্রটি পানি পূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে, পাত্রের পানির উচ্চতা কত হবে?

সমাধান:
ক) পানির পাত্রটির দৈর্ঘ্য ১৫ সে.মি., প্রস্থ ৬.২৫ সে.মি. এবং উচ্চতা ৪ সে.মি.
সুতরাং পানির পাত্রটির আয়তন = (১৫×৬.২৫×৪) ঘন সে.মি. = ৩৭৫ ঘন সে.মি.

খ) লোহার টুকরাটির দৈর্ঘ্য ৮.৮ সে.মি, প্রস্থ ৬.৪ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি.
সুতরাং লোহার টুকরাটির আয়তন = (৮.৮×৬.৪×২.৫) ঘন সে.মি. = ১৪০.৮ ঘন সে.মি.

আমরা জানি, ১ ঘন সে.মি. পানির ওজন ১ গ্রাম
লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী।
সুতরাং ১ ঘন সে.মি. লোহার ওজন (১×৭.৫) গ্রাম
সুতরাং ১৪০.৮ ঘন সে.মি. লোহার ওজন (৭.৫×১৪০.৮) গ্রাম = ১০৫৬ গ্রাম = ১.০৫৬ কিলোগ্রাম।

গ) পানির পাত্রের আয়তন ৩৭৫ ঘন সে.মি.
লোহার টুকরাটির আয়তন ১৪০.৮ ঘন সে.মি.

লোহার টুকরাটি তুলে নেওয়ার পর অবশিষ্ট পানির আয়তন (৩৭৫-১৪০.৮) ঘন সে.মি. = ২৩৪.২ ঘন সে.মি.

পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা ক মিটার হলে,
ক×১৫×৬.২৫ = ২৩৪.২
বা, ক = ২৩৪.২/৯৩.৭৫ = ২.৫০ সে.মি. (প্রায়)

Thursday, May 2, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ: লেকচার-০৩


আয়তন:

ঘনবস্তুর ঘনফলই আয়তন

আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপ × প্রস্থের পরিমাপ × উচ্চতার পরিমাপ

দৈর্ঘ্যের পরিমাপ, প্রস্থের পরিমাপ ও উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয়। দৈর্ঘ্য ১ সেন্টিমিটার, প্রস্থ ১ সেন্টিমিটার এবং উচ্চতা ১ সেন্টিমিটার বিশিষ্ট বস্তুর আয়তন ১ ঘন সেন্টিমিটার।

ভিডিও লেকচার দেখুন: 



আয়তন পরিমাপে মেট্রিক এককাবলি
১০০০ ঘন সেন্টিমিটার (ঘন সে.মি.) = ১ ঘন ডেসিমিটার (ঘন ডে.মি.) = ১ লিটার
১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘন মিটার
১ ঘন মিটার = ১ স্টেয়র
১০ ঘন স্টেয়র = ১ ডেকা স্টেয়র
১ ঘন সে.মি. (সি.সি) = ১ মিলিলিটার
১ ঘনইঞ্চি = ১৬.৩৯ মিলিলিটার (প্রায়)

আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক
১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
১ ডেকাস্টেয়র = ১৩.০৮ ঘনগজ (প্রায়)
১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়)

উদাহরণ: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

সমাধান:
দৈর্ঘ্য = ২ মিটার = ২০০ সে.মি.
প্রস্থ = ১ মিটার ৫০ সে.মি. = ১৫০ সে.মি.
উচ্চতা = ১ মিটার = ১০০ সে.মি.
সুতরাং বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (২০০×১৫০×১০০) ঘন সে.মি. = ৩০০০০০০ ঘন সে.মি. = ৩ ঘনমিটার

বিকল্প পদ্ধতি:
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সে.মি. = ১(১/২) মিটার = ৩/২ মিটার
উচ্চতা = ১ মিটার
সুতরাং বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (২ × ৩/২ × ১) = ৩ ঘনমিটার।
সুতরাং নির্ণেয় আয়তন ৩ ঘনমিটার।

উদাহরণ: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.১৫ মিটার হলে, গভীরতা কত?

সমাধান:
চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মিটার × ১.২৫ মিটার = ৩.২ বর্গমিটার = ৩২০০০ বর্গ সে.মি.

চৌবাচ্চায় পানি ধরে ৮০০০ লিটার বা ৮০০০×১০০০ ঘন সে.মি. [যেহেতু ১০০০ ঘন সে.মি. = ১ লিটার]
অতএব, চৌবাচ্চাটির আয়তন = ৮০০০০০০ ঘন সে.মি.

সুতরাং চৌবাচ্চাটির গভীরতা = আয়তন/ক্ষেত্রফল = ৮০০০০০০/৩২০০০ সে.মি. = ২৫০ সে.মি. = ২.৫ মিটার।

উদাহরণ: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।

সমাধান:
৭.৫০ টাকা খরচ হয় ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় ১/৭.৫০ বর্গমিটারে
১১০২.৫০ টাকা খরচ হয় ১১০২.৫০/৭.৫০ বর্গমিটারে = ১৪৭ বর্গমিটারে।

অর্থাৎ ঘরের ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার।

মনে করি, প্রস্থ = ক মিটার
সুতরাং দৈর্ঘ্য = ৩ক মিটার।

সুতরাং ক্ষেত্রফল = ক×৩ক = ৩ক বর্গমিটার।

শর্তানুসারে,
৩ক = ১৪৭
বা, ক = ১৪৭/৩
বা, ক = ৪৯ = ৭

অতএব, প্রস্থ = ৭ মিটার
এবং দৈর্ঘ্য = ৩×৭ = ২১ মিটার।

উদাহরণ: বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?

সমাধান:
ঘরের আয়তন = দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা = ১৬ মি. × ১২ মি. × ৪ মি. = ৭৬৮ ঘনমিটার × ১০০০০০০ সে.মি. = ৭৬৮০০০০০০ ঘন সে.মি.

বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
সুতরাং ১ ঘন সে.মি. বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম
অতএব, ঘরটিতে বায়ু পরিমাণ = ৭৬৮০০০০০০×০.০০১২৯ গ্রাম = ৯৯০৭২০ গ্রাম = ৯৯০.৭২০ কিলোগ্রাম।

সুতরাং ঘরটিতে বায়ু আছে ৯৯০.৭২ কিলোগ্রাম।