জাতীয় প্রতীক
| জাতীয় প্রতীক | 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কিরূপ? 
উত্তর: উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে
পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারকা। 
প্রশ্ন: জাতীয় প্রতীক মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন লাভ করে কবে? 
উত্তর: ২৮ ফেব্রুয়ারি ১৯৭২। 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? 
উত্তর: কামরুল হাসান। 
প্রশ্ন: জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণনা আছে? 
উত্তর: ৪(৩) অনুচ্ছেদে। 
প্রশ্ন: জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কে কে? 
উত্তর: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 
প্রশ্ন: জাতীয় প্রতীকের চারটি তারকা দিয়ে কি বোঝানো হয়েছে? 
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি। 
জাতীয় মনোগ্রাম 
| জাতীয় মনোগ্রাম | 
প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম কি? 
উত্তর: লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে
লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নিচে লেখা ‘সরকার’ এবং বৃত্তের দুপাশে দুটি করে মোট
৪টি তারকা। 
প্রশ্ন: বাংলাদেশের মনোগ্রাম কোন্ কোন্ ক্ষেত্রে ব্যবহৃত হয়? 
উত্তর: সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে। 
প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? 
উত্তর: এ. এন. সাহা। 
জাতীয় পতাকা 
| জাতীয় পতাকা | 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? 
উত্তর: চিত্রশিল্পী কামরুল হাসান। 
প্রশ্ন: জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন? 
উত্তর: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)। 
প্রশ্ন: জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি হয় কখন? 
উত্তর: ৪ জানুয়ারি ১৯৭২। 
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 
উত্তর: ১৭ জানুয়ারি ১৯৭২। 
প্রশ্ন: সংবিধানের ৪(২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? 
উত্তর: সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 
উত্তর: ২ মার্চ ১৯৭১। 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? 
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়। 
প্রশ্ন: কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? 
উত্তর: তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব। 
প্রশ্ন: ‘আমার সোনার বাংলা’ প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা কবে ও কোথায় উত্তোলন
করা হয়? 
উত্তর: ৩ মার্চ ১৯৭১; পল্টন (ঢাকা)। 
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
উত্তর: ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে; ২৩ মার্চ ১৯৭১ (উল্লেখ্য, একই দিনে বাংলাদেশের
সর্বত্র পতাকা উত্তোলন করা হয়)। 
প্রশ্ন: জাতীয় পতাকা সর্বপ্রথম কবে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? 
উত্তর: ২৩ মার্চ ১৯৭১। 
প্রশ্ন: বাংলাদেশের বাইরে কোথায় সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা
হয়? 
উত্তর: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে। 
প্রশ্ন: কলকাতাস্থ হাইকমিশনে কে, কবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন? 
উত্তর: ১৮ এপ্রিল ১৯৭১ কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রধান এম. হোসেন
আলী। 
প্রশ্ন: প্রথম দিকে বাংলাদেশের পতাকায় লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক ছিল? 
উত্তর: সোনালি রঙের বাংলাদেশের মানচিত্র। 
প্রশ্ন: জাতীয় পতাকার রং কতটি? 
উত্তর: দুটি (লাল ও সবুজ)। 
প্রশ্ন: জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য কি? 
উত্তর: লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার
নতুন সূর্যের প্রতীক। উজ্জ্বল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রামবাংলার প্রতীক।
প্রশ্ন: কোন্ কোন্ দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? 
উত্তর: মহানবীর জন্ম দিবস (ঈদ-ই-মিলাদুন্নবী), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), বিজয়
দিবস (১৬ ডিসেম্বর), সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবস। 
প্রশ্ন: কোন্ কোন্ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে? 
উত্তর: শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) এবং সরকার কর্তৃক
প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবস। 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 
উত্তর: ১০ : ৬ (৫ : ৩) 
প্রশ্ন: বাসভবন, নৌযান, গাড়ি ও বিমানে কে কে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন? 
উত্তর: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 
প্রশ্ন: কোন্ মর্যাদাসম্পন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন
করা হয়? 
উত্তর: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি,
মন্ত্রীবর্গ, চিফ হুইপ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,
মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন
ব্যক্তিবর্গ, উপমন্ত্রীবর্গ, উপমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ, বিদেশে অবস্থিত
বাংলাদেশের কূটনৈতিক/কনস্যুলার/মিশনসমূহের প্রধানগণ এবং রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান
জেলার স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যানগণ। 
প্রশ্ন: কোন্ কোন্ মর্যাদাসম্পন্ন পদের ব্যক্তিগণ গাড়ি বা জলযানে পতাকা ব্যবহার
করতে পারেন? 
উত্তর: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি,
মন্ত্রীবর্গ, চিফ হুইপ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,
মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক/কনস্যুলার/মিশনসমূহের
প্রধানগণ। 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন্ দেশের পতাকার মিল রয়েছে? 
উত্তর: জাপান ও পালাউ। 
No comments:
Post a Comment