Showing posts with label অষ্টম গণিত. Show all posts
Showing posts with label অষ্টম গণিত. Show all posts

Monday, July 24, 2023

অষ্টম শ্রেণী : গণিত : অষ্টম অধ্যায় : চতুর্ভূজ : প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামন্তরিক।

প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামন্তরিক।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি চতুর্ভুজ। এর AD=BC, AB=CD এবং AD।।BC, AB।।CD. প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।

অঙ্কনঃ

A, C যোগ করি।

প্রমাণঃ

AB।।DC ও AC তাদের ছেদক

∴∠BAC=∠DCA [একান্তর কোণ]

আবার, AD।।BC ও AC তাদের ছেদক

∴∠DAC=∠BCA [একান্তর কোণ]

এখন, △ADC △ABC

BAC=∠DCA

DAC=∠BCA

AC সাধারণ বাহু

△ADC △ABC

তাহলে, ∠ABC=∠ADC

অনুরুপভাবে, ∠BAD=∠BCD

ABCD একটি সামন্তরিক।

অষ্টম শ্রেণী : গণিত : অষ্টম অধ্যায় : চতুর্ভূজ : প্রমাণ কর যে, সামন্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

প্রমাণ কর যে, সামন্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি সামন্তরিক যার একটি কর্ণ AC. প্রমাণ করতে হবে যে, AC কর্ণ ABCD সামন্তরিককে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ ABC ADC.

প্রমাণঃ

যেহেতু ABCD সামন্তরিক সেহেতু AB।।DC ও AD।।BC

এখন, AB।।DC ও AC তাদের ছেদক

∴∠BAC=∠DCA [একান্তর কোণ]

আবার, AD।।BC ও AC তাদের ছেদক

∴∠DAC=∠BCA [একান্তর কোণ]

এখন, △ADC △ABC

BAC=∠DCA

DAC=∠BCA

AC সাধারণ বাহু

△ADC △ABC (প্রমাণিত)


অষ্টম শ্রেণী : গণিত : চতুর্ভূজ : দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।।

অষ্টম শ্রেণী : গণিত : চতুর্ভূজ : দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।




সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।

প্রমাণঃ

△ABC

CO=AO [BO মধ্যমা বলে]

এখন, △COB △DOA

CO=AO [BO মধ্যমা বলে]

BO=DO [শর্তানুসারে]

∠COB=∠DOA [বিপ্রতীপ কোণ]

△COB △DOA

তাহলে, AD=CB

অনুরুপভাবে পাই, CD=AB

ABCD একটি সামন্তরিক (প্রমাণিত)

Monday, June 21, 2021

অষ্টম শ্রেণী : গণিত : প্রথম অধ্যায় : প্যাটার্ন (সৃজনশীল অংক) : লেকচার : ২৬

 


ভিডিও লেকচার: 

Wednesday, March 11, 2020

প্যাটার্ন : সৃজনশীল অংক || অষ্টম শ্রেণী : গণিত (প্রথম অধ্যায়) || লেকচার-১৮