Thursday, May 2, 2019

অষ্টম শ্রেণী: গণিত: তৃতীয় অধ্যায়: পরিমাপ: লেকচার-০৩


আয়তন:

ঘনবস্তুর ঘনফলই আয়তন

আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপ × প্রস্থের পরিমাপ × উচ্চতার পরিমাপ

দৈর্ঘ্যের পরিমাপ, প্রস্থের পরিমাপ ও উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয়। দৈর্ঘ্য ১ সেন্টিমিটার, প্রস্থ ১ সেন্টিমিটার এবং উচ্চতা ১ সেন্টিমিটার বিশিষ্ট বস্তুর আয়তন ১ ঘন সেন্টিমিটার।

ভিডিও লেকচার দেখুন: 



আয়তন পরিমাপে মেট্রিক এককাবলি
১০০০ ঘন সেন্টিমিটার (ঘন সে.মি.) = ১ ঘন ডেসিমিটার (ঘন ডে.মি.) = ১ লিটার
১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘন মিটার
১ ঘন মিটার = ১ স্টেয়র
১০ ঘন স্টেয়র = ১ ডেকা স্টেয়র
১ ঘন সে.মি. (সি.সি) = ১ মিলিলিটার
১ ঘনইঞ্চি = ১৬.৩৯ মিলিলিটার (প্রায়)

আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক
১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
১ ডেকাস্টেয়র = ১৩.০৮ ঘনগজ (প্রায়)
১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়)

উদাহরণ: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

সমাধান:
দৈর্ঘ্য = ২ মিটার = ২০০ সে.মি.
প্রস্থ = ১ মিটার ৫০ সে.মি. = ১৫০ সে.মি.
উচ্চতা = ১ মিটার = ১০০ সে.মি.
সুতরাং বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (২০০×১৫০×১০০) ঘন সে.মি. = ৩০০০০০০ ঘন সে.মি. = ৩ ঘনমিটার

বিকল্প পদ্ধতি:
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সে.মি. = ১(১/২) মিটার = ৩/২ মিটার
উচ্চতা = ১ মিটার
সুতরাং বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (২ × ৩/২ × ১) = ৩ ঘনমিটার।
সুতরাং নির্ণেয় আয়তন ৩ ঘনমিটার।

উদাহরণ: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.১৫ মিটার হলে, গভীরতা কত?

সমাধান:
চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মিটার × ১.২৫ মিটার = ৩.২ বর্গমিটার = ৩২০০০ বর্গ সে.মি.

চৌবাচ্চায় পানি ধরে ৮০০০ লিটার বা ৮০০০×১০০০ ঘন সে.মি. [যেহেতু ১০০০ ঘন সে.মি. = ১ লিটার]
অতএব, চৌবাচ্চাটির আয়তন = ৮০০০০০০ ঘন সে.মি.

সুতরাং চৌবাচ্চাটির গভীরতা = আয়তন/ক্ষেত্রফল = ৮০০০০০০/৩২০০০ সে.মি. = ২৫০ সে.মি. = ২.৫ মিটার।

উদাহরণ: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।

সমাধান:
৭.৫০ টাকা খরচ হয় ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় ১/৭.৫০ বর্গমিটারে
১১০২.৫০ টাকা খরচ হয় ১১০২.৫০/৭.৫০ বর্গমিটারে = ১৪৭ বর্গমিটারে।

অর্থাৎ ঘরের ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার।

মনে করি, প্রস্থ = ক মিটার
সুতরাং দৈর্ঘ্য = ৩ক মিটার।

সুতরাং ক্ষেত্রফল = ক×৩ক = ৩ক বর্গমিটার।

শর্তানুসারে,
৩ক = ১৪৭
বা, ক = ১৪৭/৩
বা, ক = ৪৯ = ৭

অতএব, প্রস্থ = ৭ মিটার
এবং দৈর্ঘ্য = ৩×৭ = ২১ মিটার।

উদাহরণ: বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?

সমাধান:
ঘরের আয়তন = দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা = ১৬ মি. × ১২ মি. × ৪ মি. = ৭৬৮ ঘনমিটার × ১০০০০০০ সে.মি. = ৭৬৮০০০০০০ ঘন সে.মি.

বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
সুতরাং ১ ঘন সে.মি. বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম
অতএব, ঘরটিতে বায়ু পরিমাণ = ৭৬৮০০০০০০×০.০০১২৯ গ্রাম = ৯৯০৭২০ গ্রাম = ৯৯০.৭২০ কিলোগ্রাম।

সুতরাং ঘরটিতে বায়ু আছে ৯৯০.৭২ কিলোগ্রাম।

No comments:

Post a Comment