জাতীয় ফুল
জাতীয় ফুল |
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?
উত্তর: শাপলা (সাদা রঙের, পানিতে ভাসমান)।
প্রশ্ন: সাদা রঙের শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: নিম্ফিয়া নৌচালি (Nymphaea
nouchali)।
প্রশ্ন: শাপলা ফুলের ইংরেজি নাম কি?
উত্তর: Water-lily.
জাতীয় পাখি
উত্তর: দোয়েল।
প্রশ্ন: দোয়েল কোন্ গোত্রের পাখি?
উত্তর: Passeriformes বর্গের Muscicapidae গোত্রের সদস্য [সূত্র: বাংলাপিডিয়া]।
প্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Copsychus Saularis.
জাতীয় মাছ
উত্তর: ইলিশ মাছ।
প্রশ্ন: ইলিশ কোন্ গোত্রের সদস্য?
উত্তর: Clupeiformes গোত্রের Tenualosa ।
প্রশ্ন: ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Hilsha বা Tenualosa ilisha.
জাতীয় ফল
উত্তর: কাঁঠাল।
প্রশ্ন: কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Artocarpus heterophyllus.
প্রশ্ন: কাঁঠাল গাছের ইংরেজি নাম কি?
উত্তর: Jackfruit tree.
জাতীয় খেলা
উত্তর: কাবাডি।
প্রশ্ন: হা-ডু-ডু খেলাকে কবে ‘কাবাডি’ নামকরণ করা হয়?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: কাবাডি খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় কবে?
উত্তর: ১৯৭২ সালে।
জাতীয় পশু
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
প্রশ্ন: রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Panthera Tigris.
প্রশ্ন: বাংলাদেশের কোথায় রয়েল বেঙ্গল টাইগার পাওয়া যায়?
উত্তর: সুন্দরবনে।
জাতীয় মসজিদ
উত্তর: বায়তুল মোকাররম মসজিদ।
প্রশ্ন: বায়তুল মোকাররম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর: ২৭ জানুয়ারি ১৯৬০।
প্রশ্ন: বায়তুল মোকাররম মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকায়।
প্রশ্ন: বায়তুল মোকাররম মসজিদের স্থপতি কে?
উত্তর: আবুল হুসাইন থারিয়ানি (পাকিস্তান)।
প্রশ্ন: জাতীয় মসজিদে কবে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৫ জানুয়ারি ১৯৬৩।
প্রশ্ন: বায়তুল মোকাররম মসজিদকে কবে জাতীয় মসজিদ ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৮২ সালে।
প্রশ্ন: বায়তুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণ করে কোন্ সংস্থা?
উত্তর: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (২৮ মার্চ ১৯৭৫ থেকে)।
প্রশ্ন: মসজিদ কমপ্লেক্সটির মোট জমির পরিমাণ কত?
উত্তর: ৮.৩০ একর।
প্রশ্ন: মসজিদ ভবনটি কত তলা বিশিষ্ট?
উত্তর: সমগ্র মসজিদ ভবন সর্বমোট আটতলা। তবে মসজিদ হিসেবে ব্যবহৃত হয় ছয়তলা।
জাতীয় কবি
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জৈষ্ঠ্য), বর্ধমান জেলার আসানসোলের
চুরুলিয়া গ্রামে।
প্রশ্ন: জাতীয় কবির ডাক নাম কি ছিল?
উত্তর: দুখু মিঞা।
প্রশ্ন: কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে স্থায়ীভাবে ঢাকায় নিয়ে আসা হয় কবে?
উত্তর: ২৪ মে ১৯৭২।
প্রশ্ন: কখন কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়?
উত্তর: ২৪ মে ১৯৭২।
প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামকে কবে নাগরিকত্ব প্রদান করা হয়?
উত্তর: ১৯৭৬।
প্রশ্ন: কবি নজরুল কবে ইন্তেকাল করেন?
উত্তর: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩ বাংলা)।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় কবে কবি নজরুল ইসলামকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত
করে?
উত্তর: ৯ ডিসেম্বর ১৯৭৪।
জাতীয় চিড়িয়াখানা
উত্তর: বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।
প্রশ্ন: বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পূর্বনাম কি?
উত্তর: ঢাকা চিড়িয়াখানা (বর্তমান নামকরণ করা হয় ৫ ফেব্রুয়ারি ২০১৫)।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানা কোন্ মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানার অবস্থান কোথায়?
উত্তর: মিরপুর, ঢাকা।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানা কবে মিরপুরে স্থানান্তর করা হয়?
উত্তর: ১৯৭৪ সালে (পূর্বে ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে)।
জাতীয় জাদুঘর
উত্তর: শাহবাগ, ঢাকা।
প্রশ্ন: জাতীয় জাদুঘরের পূর্বনাম কি?
উত্তর: ঢাকা জাদুঘর [প্রতিষ্ঠিত হয় ২০ মার্চ ১৯৯৩ (আনুষ্ঠানিক উদ্বোধন ৭ আগস্ট
১৯১৩)]।
প্রশ্ন: ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে কবে ‘জাতীয় জাদুঘর’ উদ্বোধন করা হয়?
উত্তর: ১৫ নভেম্বর ১৯৮৩।
প্রশ্ন: জাতীয় জাদুঘরভিত্তিক ত্রৈমাসিক পত্রিকার নাম কি?
উত্তর: জাদুঘর সমাচার।
প্রশ্ন: জাতীয় জাদুঘরের স্থপতি কে?
উত্তর: মোস্তফা কামাল।
প্রশ্ন: জাতীয় জাদুঘরের শাখা কি কি ও কোথায় অবস্থিত?
উত্তর: আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা (১৯৯২); জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম (১৯৯৩);
ওসমানী জাদুঘর, সিলেট (১৯৮৭); জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ (১৯৭৫); সাংবাদিক
কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, কুষ্টিয়া (২০১৭) এবং পল্লীকবি জসীমউদ্দীন জাদুঘর, ফরিদপুর
(২০১৭)।
জাতীয় স্মৃতিসৌধ
উত্তর: সাভারের নবীনগরে।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: কবে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে ও কবে?
উত্তর: লে. জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ, ১৬ ডিসেম্বর ১৯৮২।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি?
উত্তর: সম্মিলিত প্রয়াস।
প্রশ্ন: স্মৃতিসৌধটির উচ্চতা কত?
উত্তর: ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার (ফলকের সংখ্যা ৭টি)।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি বা রেপ্লিকা স্থাপন করা হয়েছে কোথায়?
উত্তর: আদ্দু সিটি, মালদ্বীপ (স্থাপিত ১১ নভেম্বর ২০১১)।
রেপ্লিকার ভাস্কর হামিদুজ্জামান খান।
প্রশ্ন: সাতটি ফলকের তাৎপর্য কি?
উত্তর: জাতীয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায়
নির্দেশ করে। পর্যায়গুলো হলো- ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট
নির্বাচন। ৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন। ৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন। ৫. ১৯৬৬
সালের ছয় দফা আন্দোলন। ৬. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। ৭. ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ।
জাতীয় শিশুপার্ক
উত্তর: ১৯৭৯ সালে।
প্রশ্ন: শিশু পার্ক এর অবস্থান কোথায়?
উত্তর: শাহবাগ, ঢাকা (স্থপতি সামসুল ওয়ারেস)।
প্রশ্ন: শিশু পার্ক কোন্ সংস্থার নিয়ন্ত্রণাধীন?
উত্তর: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
জাতীয় বৃক্ষ
উত্তর: আম গাছ।
প্রশ্ন: কবে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়?
উত্তর: ১৫ নভেম্বর ২০১০।
প্রশ্ন: আম বা আম গাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Mangifera indica.
প্রশ্ন: আম গাছ কোন্ জাতের উদ্ভিদ?
উত্তর: দ্বিবীজপত্র ও গুপ্তবীজী উদ্ভিদ।
প্রশ্ন: আম বা আম গাছের উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: ভারতীয় উপমহাদেশ ও ব্রহ্মদেশকে (বর্তমানে মিয়ানমার) আমের উৎপত্তিস্থল বলে
ধারণা করা হয়?
জাতীয় বন
উত্তর: সুন্দরবন (প্রধান বৃক্ষ সুন্দরী)।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল (স্রোতজ) বন কোনটি?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন: সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম?
উত্তর: ৭৯৮তম।
প্রশ্ন: সুন্দরবন কোন্ কোন্ অঞ্চল জুড়ে বিস্তৃত?
উত্তর: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট।
প্রশ্ন: সুন্দরবনের মোট আয়তন কত?
উত্তর: ১০,০০০ বর্গকিমি।
প্রশ্ন: বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
উত্তর: ৬০১৭ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সুন্দরবনকে বনপ্রাণীর জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৬ এপ্রিল ১৯৯৬।
প্রশ্ন: সুন্দরবনের কোন্ এলাকাকে গাংগেয় ও ইরাবতী ডলফিনের জন্য অভয়াশ্রম ঘোষণা
করা হয়?
উত্তর: ঢাংমারী (দাকোপ, বাগেরহাট), শরণখোলা (শরণখোলা, বাগেরহাট) ও চাঁদপাই (মোংলা,
বাগেরহাট)।
প্রশ্ন: সুন্দরবনে অবস্থিত কয়েকটি আকর্ষণীয় স্থানের নাম কি?
উত্তর: কটকা; হিরণ পয়েন্ট; দুবলার চর; পুটনী দ্বীপ; নীলকমল।
জাতীয় পরিচয়পত্র
প্রশ্ন: ‘অপারেশন নবযাত্রা’ কি?
উত্তর: ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম।
প্রশ্ন: ‘অপারেশন নবযাত্রা’ শুরু হয় কবে?
উত্তর: ২০০৭ সালে (বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে)।
প্রশ্ন: NIRW -এর পূর্ণরূপ কি?
উত্তর: National Identity Registration Wing.
No comments:
Post a Comment