Wednesday, April 8, 2020

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক


সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। তাকে এখন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ওই চিকিৎসক স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। গতকাল রাত থেকে তাকে অক্সিজেন দেয়া হয়েছে।

তিনি বলেন, করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সিনিয়র চিকিৎসকরা রোগীকে দেখে গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নিজ বাসায় অবস্থান করছিলেন ওই চিকিৎসক। মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ করেই তার অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হয়। এরপর করোনা আইসোলেশন সেন্টারে এনে অক্সিজেন দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হন বলে নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

আক্রান্ত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। একই সঙ্গে নগরের ইবনে সিনা হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করেন।

No comments:

Post a Comment