Wednesday, April 8, 2020

লকডাউন নরসিংদী


করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার পুরো নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। আজ বুধবার এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আগামীকাল থেকে নরসিংদীর কেউ অন্য কোথাও যেতে পারবে না। একই সঙ্গে অন্য জেলার কেউ নরসিংদীতে আসতে পারবে না। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া সকল প্রবেশ পথ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ, চিকিৎসা এবং গণমাধ্যম এর আওতাভুক্ত নয়।

যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলাকেও লকডাউন করে দেয়া হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বৃহত্তর ফরিদপুরের সব প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে।

No comments:

Post a Comment