করোনা পরিস্থিতি নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো নাজুক অবস্থায় রয়েছে ইরান। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের উপেক্ষা করে দেশটির পাশে দাঁড়ালো ইউরোপের তিন প্রভাবশালী দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
তিন দেশ করোনাভাইরাস মোকাবেলায় যৌথ আর্থিক সহযোগিতার মাধ্যমে ইরানে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইনটেক্স সিস্টেম ট্রানজেকশনের মাধ্যমে (ইউরোপীয় দেশগুলোর ইরানের লেনদেনের বিকল্প পদ্ধতি) তেহরানে নিরাপদে তাদের সাহায্য পৌঁছে গেছে।
চলতি মাসের শুরুতেই উল্লিখিত তিন দেশ ইরানকে ৪০ লাখ পাউন্ডের একটি প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস শনাক্তের কিট এবং চিকিৎসকদের পোশাক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।
ইরানের সঙ্গে করা বিশ্বের পাঁচটি দেশের ও একটি সংস্থার পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ২০১৮ সালে তেহনের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। তার পর থেকেই তেহরান বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কর্মকাণ্ড চালাতে পারছে না।
No comments:
Post a Comment