করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে নতুন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৩ জনে।
বেড়েছে নতুন সংক্রমণের সংখ্যাও। যার ফলে হাসপাতালগুলোতে এখন রোগীদের আর জায়গা মিলছে না। নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশকেই নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে দাঁড়ালো।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৯২ জন।
ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৭৪৩ জন।
সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বলা হয়, খুব শিগগিরই স্পেনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু গত ২৪ ঘণ্টায় যেভাবে মৃতের সংখ্যা ও নতুন সংক্রমণ বেড়েছে তাতে শিগগিরই অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
No comments:
Post a Comment