করোনাভাইরাস মোকাবেলায় ইতিহাসের সবচেয়ে বড় বরাদ্দের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। ২ লাখ কোটি ডলারের এই প্রণোদনা প্যাকেজের বিষয়ে একমত হয়েছেন সিনেট সদস্যরা। এই অর্থ খরচ করা হবে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এবং করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে।
গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বিভিন্ন বিষয়ে একমত হতে পারছিলেন না ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। অবশেষে দীর্ঘ আলোচনার পর একটি জায়গায় এসে একমত হয়েছেন উভয় পক্ষ।
এই বরাদ্দের বেশিরভাগ খরচ হবে আর্থিক সহায়তায়। করোনাভাইরাসে ক্ষতি হওয়া ব্যক্তি ও পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার কোটি ডলার। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ হিসেবে দেওয়া হবে ৩৫ হাজার কোটি ডলার, করোনার কারণে যারা বেকার হয়েছেন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার কোটি ডলার এবং ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে সহায়তা দেওয়া হবে ৫০ হাজার কোটি ডলার।
No comments:
Post a Comment