Wednesday, March 25, 2020

চন্দ্রশেখর রাও: লকডাউন না মানলে প্রয়োজনে গুলির নির্দেশ


প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ২১ দিনের লকডাউনে আছে ভারত। এরপরও মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন। এমন প্রেক্ষাপটে ক্ষিপ্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও রাজ্যবাসীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লকডাউন না মানলে সম্পূর্ণ কারফিউ জারি করা হবে। প্রয়োজনে গুলি করার নির্দেশও দেওয়া হতে পারে। খবর ইন্ডিয়া টুডে।

মঙ্গলবার কে. চন্দ্রশেখর রাও বলেন, মানুষের বাইরে বের হওয়া বন্ধ করতে দেশজুড়ে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাজ্যবাসী লকডাউন না মানলে তেলেঙ্গানায়ও এমন সিদ্ধান্ত নিতে হতে পারে। বাইরে বের হওয়ার প্রবণতা না কমলে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হতে পারে। প্রয়োজন হলে রাস্তায় দেখা মাত্র গুলি করারও নির্দেশ দেওয়া হতে পারে। তাই দয়া করে কেউ এমন পদক্ষেপ নিতে বাধ্য করবেন না।

তিনি আরো বলেন, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে কেউ বাড়ির বাইরে বের হবেন না। যদি কারো কোনো জরুরি প্রয়োজন হয়, তাহলে ১০০ নম্বরে কল করুন। পুলিশ আপনাদের সাহায্য করবে।

রাজ্যের দোকানদারদের উদ্দেশে তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে সবাইকে বিকেল ৪টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। কেউ এক মিনিটও দেরি করলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

বিশ্বের ১৯৭টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন আরো ৫৬২ জন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন। শুধু তেলেঙ্গানা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪০ জন। পর্যবেক্ষণে আছেন আরো ১৯ হাজার মানুষ।

No comments:

Post a Comment