Thursday, March 26, 2020

কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর বাড়িতে বাজার পৌঁছে দিলো পুলিশ


দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ঘর থেকে বের হলেই তাদের সংক্রামক রোগ আইনে জেল-জরিমানা করা হচ্ছে। এমতাবস্থায় পটুয়াখালীতে ফোন পেয়ে ইতালি ফেরত এক প্রবাসীর বাসায় বাজার পৌঁছে দিয়েছেন স্থানীয় পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কলেজ রোডের ওই প্রবাসী ফোন করে স্থানীয় পুলিশকে বাজার করে দেওয়ার অনুরোধ জানান। পরে পুলিশ সদস্যরা তার দেওয়া তালিকা অনুযায়ী আলু, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, আপেল, মাল্টা ও খাবার পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে তার বাসায় পৌঁছে দেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে ওই প্রবাসী ফোন করে জানান, তিনি চারদিন আগে দেশে এসেছেন। এরপর থেকে বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। কিন্তু তার বাসায় খাবার সংকট দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, ওই প্রবাসীর ফোন পাওয়ার পর তার দেওয়া লিস্ট অনুযায়ী সকল পণ্য কিনে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি একজন সচেতন নাগরিকের মতো বাসায় আছেন এবং সরকারি নির্দেশ মানছেন।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন আরো ৪৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।

No comments:

Post a Comment